নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম মানে গাঢ় নীল বিষ ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

ছবি নেট ।

তুই এলে
জুইতসই আরাম আসে শরীর মনে
শীতের রাত গুলি যেতো কেটে উষ্ণতা ওমে
জানি আসবি না তুই
একবারও ভাবলি না
আমারও জেদ বেশী
এখনো একলা শুই।

হতে না পারলাম প্রেমিক
কিংবা স্বামী
বন্ধু,
অথবা
অন্তত প্রতিবেশী হই।

তুই এলে
জুইতসই আরাম আসে শরীর মনে
শীতের রাত গুলি যেতো কেটে উষ্ণতা ওমে।

স্বপন দেখছিলাম কত
তোর হাতে
আমার হাত
চোখে চোখ
মুছে যাক ক্ষত
অমন কয়েক সহস্র তারাভরা রাত।

হয়নি কিছু
আসিসনি ছুটে
আমিও যাইনি পিছু 
তোর ভাবনায়
এখনো নিদ্রা টুটে।

লাগলো কি যে অসুখ
সাড়বার নাই নাম গন্ধ
তোর প্রেমে হইলাম অন্ধ।

অবুঝ
বুঝি নাই একবারও ইশ
প্রেম মানে গাঢ় নীল বিষ।

ছিল বাসার সামনে তোর
কত আড্ডা গানের সুর
একবার আসে যদি
যদি আসে ইশারা উত্তর
নাওয়া খাওয়া কত গেছি ভুলে।

কি যে ছটফটানি
যা ছিল অসহ্যকর
শার্টের উপরের দুটি বোতাম
সদা রাখতাম খুলে।

আসিস তুই
আসিস তুই
শরৎ দুপুরে
সমস্ত দুরত্ব ব্যবধান ভুলে
তোর মতন বুকে কাঁপন
কজন আর তুলে !

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার গীতি কবিতা

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বামী হতে কিডা আটকায় হুহ

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

স্প্যানকড বলেছেন: কারণ তো বহুত কোনটা কমু ? আমি তো রাজি। মাইয়া তো নিমরাজি। রাজি হলেই খাল কাটা আছে চলে আসবে কুমির! হা হা হা। ভালো থাকবেন খুব।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

শায়মা বলেছেন: আহারে আহারে ভাইয়ু এই শরতে এসে যাক। দোয়া করছি ওকে? :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৮

স্প্যানকড বলেছেন: কত শরৎ, বসন্ত গেল খবর নাই। স্টাব্লিশ বিত্তবান কবি হলে ঠিকই ঝাঁপিয়ে পড়তো ! হা হা হা। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:




এখনো একলা শুই।

বাসায় কোলবালিশ নেই?

অন্তত প্রতিবেশী হই।

খোঁজ নিবো পাশের ফ্ল্যাট এভেইলেবল কিনা? :)

শার্টের উপরের দুটি বোতাম
সদা রাখতাম খুলে।


বোতাম খোলা কারণ কি ছটফটানি শ্বাসকষ্টের জন্য, নাকি মাস্যল দেখাতে?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:১৭

স্প্যানকড বলেছেন: এতো প্রশ্ন ইয়া মাবুদ কোথায় যাই ? কোলবালিশ ছিল এখন সেই অভ্যাস গত। খালি না থাকলে খালি কইরা দিমু তবু তোমার মতো প্রতিবেশী চাই। গ্রীষ্মের দেশে এমনিতেই হাওয়া গায়ে লাগাতে শার্টের বোতাম খুলে রাখতে হয়। মাসল ম্যান হতে হয় না। তয় যা আছে আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্ট হৃদয়ে কষ্ট আরও কত কি। সব কি বলা যায়? যায় না তো। মেলা বলে ফেলছি আমি কি প্রেমে গলছি? প্রশ্নটা নিজেকে করছি কিন্তু ! হা হা হা.... ভালো থেকো।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:




আজকের ছবিটায় মনে হচ্ছে ভাইবোন :)

কবিতার শিরোনাম থেকে যে গানটি মনে বেজে উঠলো .......

দুঃখ
নামের অক্ষরে জলে
ভালোবাসার নীলকণ্ঠ বিষ

হৃদয়ে বাজে বিশ্বাসে ভেঙে যাওয়া
দুরের সাইরেন

বন্ধু সুখের
কোনদিন মনে হলে
একবার আমাকে দেখতে আসিস
......
একবার আমাকে দেখতে আসিস


এতো প্রিয় গানটি এখনও অরিজিন্যাল খুঁজে পেলাম না।
পুরো গান এখনও শোনা হয়নি, এই কষ্ট কোথায় রাখি!



৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২০

স্প্যানকড বলেছেন: ধুর ছবি সসম্পর্কে কি কইলা ? আচ্ছা যাই হোক। ইদানীং আমি শুনি মাইলি সাইরাস এর Flowers গান। শুনেছ কি? গানটা কার ছিল? ধন্যবাদ। ভালো থেকো।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: একদম ঠিক।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.