নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দুই চার পাঁচ !

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

ছবি নেট।

সবাই প্রেম করতে জানে না।
প্রেমের নামে ভান
বাজারে খুব ভালো এর মান !
সে তো আছে জানা
আসলে প্রেম করছে ক'জনা?
এদের সংখ্যা আংগুল গোনা দুই চার পাঁচ।

যে নারীমুখ নিয়ে আসে সুখ
সেই একই নারী চিরতরে দেয় দুখ
আমি দুখের সনে কথা কই
সুখের সনে ?
চেষ্টা করি
ধরতে গেলে কোথায় যেন হারায়
অনেকটা চেনা গাঙে ঢেউ।

সবাই ফুল ফুটাতে আসেনা হৃদয়ে
কেউ কেউ আসে
যাদের আমরা তেমন চিনি না জানি না
এদের সংখ্যা
ঐ আগুল গোনা দুই চার পাঁচ।

খেয়াল করে দেখলাম,
প্রেম নামক ব্যাপারটা
কুয়াসায় টুপ করে হারিয়ে যাওয়া
চাঁদর, মাফলার, টুপির মতো হয়ে গেছে।

এরপর যা শালা!
এতো জলদি ফুরিয়ে গেলো!
যেমনটা আয়ু ফুরায়
যেমনটা ফুরিয়ে যাচ্ছি আমি, তুমি
শুকিয়ে যাচ্ছে খরস্রোতা নদী।

প্রেম ঢুকে গেছে
গানে, কবিতায়, ক্যামেরার রীলে
টেনেহিঁচড়ে আর আনা যাচ্ছে না ঘরে
নামানো যাচ্ছে না সড়কে
দেখতে পাচ্ছি না
এমনকি সংবিধান গনতন্ত্রে !

দেহের স্বাদ সবাই নেয়
হৃদয় ছুঁতে কে আসে কাছে?
বিশেষ বিশেষ কেউ আসে
কৌশলটা ধরে রাখতে পেরেছে ক'জন ?
সহ্য করে ক'জন এ আগুন আঁচ?
ঘুরেফিরে সংখ্যা কিন্তু
সেই আংগুল গোনা দুই, চার, পাঁচ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:



কবি কি বিয়ে করেছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

স্প্যানকড বলেছেন: সাইড বিজনেস শুরু করছেন নাকি? এই মানুষের বিয়ে শাদী করিয়ে দেবার। ও লাইনে নাই। কবিতা ভালবাসি। কবিতা প্রেম বিরহ এমনকি উহা বাকি জীবন এর পথ চলার সাথী। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

মিরোরডডল বলেছেন:




দেহের স্বাদ সবাই নেয়
হৃদয় ছুঁতে কে আসে কাছে?


হৃদয় ছাড়া দেহের কোন স্বাদ আছে নাকি???
যেখানে হৃদয় নেই, সেখানে সবকিছুই বিস্বাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৪

স্প্যানকড বলেছেন: বহু জীবিত লাশ দেখছি এক সাথে সংসার করছে! কে বলছে এ কথা? হৃদয় পাওয়া ছাড়া দেহের স্বাদ পেতে মানুষ এখন বেশি আগ্রহ প্রকাশ করছে? হৃদয় ! হুম কত দেখলাম। শেষমেশ ঘুরেফিরে সেই ফিগার মুখ্য! ভালো থেকো ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

মিরোরডডল বলেছেন:




forget about other people.
what about you?

মনের আকর্ষণ ছাড়া শুধুই শরীরের জন্য শরীর, Will you respond?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৮

স্প্যানকড বলেছেন: না একদম না।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪২

মিরোরডডল বলেছেন:




বহু জীবিত লাশ দেখছি এক সাথে সংসার করছে!

হ্যাঁ করছে কিন্তু ওখানে সুখ নেই।
মন থেকে ভালো না বেসেও একসাথে সংসার করা, মেইনলি ফিজিক্যালি সম্পর্ক করা, এর চাইতে ভয়ংকর পানিশমেন্ট আর কি হতে পারে!!!
তারাই করে যখন তাদের আর কোন অপশন নেই, তাই মেনে নেয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪০

স্প্যানকড বলেছেন: অপশন নেই ইহা ডাহামিথ্যে। অনেকে ইহা উপভোগ করে।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

মিরোরডডল বলেছেন:




হৃদয় পাওয়া ছাড়া দেহের স্বাদ পেতে মানুষ এখন বেশি আগ্রহ প্রকাশ করছে?

এখন না, এটা সবসময়েই ছিলো।
তারাই করে যাদের কাছে এটা একটা প্লেজার, কাইন্ড অভ এন্টারটেইনমেন্ট ওনলি।

কিন্তু সেটা কোন প্রেম ভালোবাসা সংসার কোনরকম সম্পর্কের মধ্যে পড়েনা।
সম্পর্কে হৃদয় আগে, তারপর শরীর।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪১

স্প্যানকড বলেছেন: সুস্থ দেহে সুস্থ মন হরহামেশা শুনি। সুস্থ মনে সুস্থ শরীর শুনি নাই। হা হা হা.....

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কিন্তু সেটা কোন প্রেম ভালোবাসা সংসার কোনরকম সম্পর্কের মধ্যে পড়েনা।
সম্পর্কে হৃদয় আগে, তারপর শরীর।


মোটেই না । হৃদয়ের কোন অস্তিত্ব কোথাও নেই । সবটাই প্রয়োজন । হৃদয়ের অস্তিত্ব থাকলে সম্পর্কে প্রতারণা থাকতো না !!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৪৫

স্প্যানকড বলেছেন: একদম। একদিকে চিন্তা করলে গোটা ব্যাপারটা হরমোনের খেলা। নইলে বয়সের ভারে নুয়ে পড়া মানুষ ও কচি মেয়ে বিয়ের জন্য খুঁজে ? হা হা হা...

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২০

মিরোরডডল বলেছেন:




হৃদয়ের অস্তিত্ব থাকলে সম্পর্কে প্রতারণা থাকতো না !!

যেখানে প্রতারণা আছে, সেখানে হৃদয় নেই।

যেখানে প্রেম থাকবে, সেখানে প্রতারণা আসবে না।

সম্পর্কে প্রেম ভালোবাসা এগুলোর ডিফারেন্ট ফেইজ আছে।
সময়ের সাথে সেটা বদলায়।

একেক সময় একেক রূপ নেয়। সব সম্পর্ক চিরস্থায়ী না।

সময় আর অভিজ্ঞতায় মানুষ বদলায়, বদলায় তার আচরণ দৃষ্টিভঙ্গি।
সম্পর্কে জেনারেলাইজ করা যায়না, ব্যক্তি পরিস্থিতি সময়ে প্রতিটা সম্পর্কের গল্প ভিন্ন হয়।
একটা দিয়ে আরেকটা জাস্টিফাই করা যাবে না ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫০

স্প্যানকড বলেছেন: আমার অভিজ্ঞতা কম। যতদূর দেখছি সম্পর্কের ক্ষেত্রে শরীর ছাড়া মানুষ কিছুই আগে ভাবে না ! হা হা হা.... একটা মুভিতে ডায়ালগ শুনছিলাম, নায়িকা চিতকার করে বলছে, " শয়তান দেহ পাবি মন পাবি না! ভিলেনের সে কি হাসি! এরপর ভিলেন বলছে, " আমার শরীর চাই তোর মন তোর কাছে রাখ! " সে কি বিকট ভয়ংকর হাসি। হা হা হা...

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৫০

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: সাইড বিজনেস শুরু করছেন নাকি? এই মানুষের বিয়ে শাদী করিয়ে দেবার। ও লাইনে নাই। কবিতা ভালবাসি। কবিতা প্রেম বিরহ এমনকি উহা বাকি জীবন এর পথ চলার সাথী। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

-বিয়ে করলে হৃদয় থেকে কবিতার লাইন বেরিয়ে আসবে; এখন মাথা থেকে আসে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯

স্প্যানকড বলেছেন: তাই নাকি! আপনারটা কোথা থেকে আসে?

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যেখানে প্রতারণা আছে, সেখানে হৃদয় নেই।

যেখানে প্রেম থাকবে, সেখানে প্রতারণা আসবে না।


এই কথাগুলো তো আমরা বলতে পারি যখন সম্পর্কের শেষদিকে কিংবা একদম ফলাফল রেখায় যখন দেখতে পাবো তখন । একদম শুরুতে কী আমরা এই সিদ্ধান্ত নিতে পারি ? প্রতিটা সম্পর্ককে প্রথম দিকে দেখলে স্বর্গীয় বলে ধারণা করি । কিন্তু আমরা বুঝতে পারি একদম শেষে যে এখানে প্রতারণা ছিল । কিন্তু একদম প্রথমে কীভাবে বলবো যে এখানে হৃদয় ছিল না !!


সময়ের সাথে ও প্রয়োজনে যে সম্পর্ক বদলায় সেখানে হৃদয়ের চাইতে বলতে হয় বিচার বুদ্ধিই বেশি থাকে । মানুষ তখনই বুদ্ধিমান হয় যখন সে নিজের প্রয়োজন বুঝে, সময়ের প্রয়োজন বোঝে । তোমার বক্তব্যেই বোঝা যাচ্ছে হৃদয় নয় প্রয়োজন মানুষকে এই সম্পর্কে তাড়িত করে ।

সব সম্পর্ক চিরস্থায়ী নয় , কেন ? সেটাও কী প্রয়োজনের খাতিরে নয় ?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

স্প্যানকড বলেছেন: মানুষ সময়ের সাথে সাথে বদলায়। হাত কেটে নাম লেখা প্রেমের শেষ পরিনতি ডিভোর্স হতে দেখেছি ! মানুষ যে কি চায় আসলে সে নিজেও জানে না... । ভালো থাকবেন ব্রো।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৮

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: অপশন নেই ইহা ডাহামিথ্যে। অনেকে ইহা উপভোগ করে।

আমি যেটা বলেছি আনহেলদি রিলেশনশিপের কথা, যেটা উপভোগ করার কিছু নেই।
অনেক মেয়েরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, উপায়হীন হয়ে তারা সংসার কন্টিনিউ করে।
সেখানে না আছে মানসিক বোঝাপড়া, সুখ, না আছে শারীরিক সম্পর্কে ভালোলাগা।

আবার অনেক সংসারে নারীপুরুষ কেউই হ্যাপি না কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে।
এদের ক্ষেত্রে অপশন নেই বলেই জীবিত লাশের মতো একসাথে থাকা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

স্প্যানকড বলেছেন: একটা কথা পড়ছিলাম এমন, " ছেলেরা সামর্থবান হলে সংসার করার চিন্তা করে মেয়েরা সংসার ছাড়ার ! " ওসব হৃদয় বলতে কিছু নেই! সময়ের সাথে সাথে মানুষের আচরণ, প্রেম ভালোবাসার চেহারা বদলে যায়।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: সুস্থ দেহে সুস্থ মন হরহামেশা শুনি। সুস্থ মনে সুস্থ শরীর শুনি নাই।

সুস্থ দেহে সুস্থ মন এটা ভিন্ন টার্মে বলা। প্রেম হৃদয় সম্পর্কের বিষয়ে না। এটা বলা হয় একজন মানুষের শারীরিক সুস্থতা কতটা ইম্পরট্যান্ট। শরীর সুস্থ থাকলে, মন প্রফুল্ল থাকে, ভালো থাকে, সেটা বোঝানো হয়।


সুস্থ মনে সুস্থ শরীর এটা বুঝি নাই।

আমি যে বললাম, সম্পর্কে হৃদয় আগে তারপর শরীর, এর অর্থ শারীরিক এবং মানসিক প্রেম কোনটা আগে।
No doubt emotional love comes first, then it becomes physical.

৩ নং প্রতিমন্তব্য লেখক বলেছেন: না একদম না।

This is it, you're on the right track.
এটাই জানতে চেয়েছিলাম।


২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

স্প্যানকড বলেছেন: ফিগার দেখে সম্পর্ক হলে তা স্থায়ী বেশী দিন না ও হতে পারে কারণ স্বাস্থ্যের যেকোন কিছু হলেই প্রেম উধাও ! শংখ ঘোষের কবিতার লাইন ই তো " হাতের উপর হাত রেখে সারাজীবন এক সাথে থাকা সহজ নয়। " এমনই তো। আজকাল অনেকে সম্পর্ক গড়ে নানাবিধ কারণে। কেউ অর্থনৈতিক মুক্তির কথা ভাবে। কেউ শরীর। কেউ চিন্তা করে ইহা আমার জন্য উপরে উঠার সিঁড়ি আরও কত কি! আসলে শরীর তো একটা খোলস যা ভেতরকার বস্তুটাকে রক্ষা করে চলে যার নাম হৃদয় দিয়েছি। অনেকে লোভে পড়ে ভেতরের জিনিসটাকে মেরে ফেলে। মানুষ বদলায় কারণে অকারণে মানুষ নিজেও জানে না কখন সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে সম্পর্ক একটা বিজনেসে পরিনত হয়ে যাচ্ছে যা একদম বাজে একটা ব্যাপার। বাংলাদেশে যদি উন্নত দেশের মতো সোশ্যাল বেনিফিট থাকতো তবে ছেলেদের চেয়ে মেয়েরা সংসার সবার আগে ছেড়ে দিতো! সব সম্পর্কে হৃদয় শরীর এসব থাকার পাশাপাশি সততা একজনের প্রতি আরেকজনের শতভাগ সম্মান থাকা খুব জরুরি। ভালো থেকো।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:




ফিগারের কথা আসলো কেনো? কি সব পাগলের প্রলাপ! ফিগার বা আউটলুক দেখে কি কেউ প্রেম করে বোকা!

শংখ ঘোষের কবিতার লাইন ই তো " হাতের উপর হাত রেখে সারাজীবন এক সাথে থাকা সহজ নয়। "

সহজ নয় কিন্তু যাদের মাঝে সত্যিকারের ভালোবাসা থাকে তারা ঠিকই হাতটা ধরে রাখে।
নো ম্যাটার হোয়াট ঝগড়াঝাঁটি হবে কিন্তু সেই হাত কখনও ছেড়ে যায় না, this is true love.
শেষদিন পর্যন্ত একসাথে থাকতে চায়।

মানুষ বদলায় কারণে অকারণে মানুষ নিজেও জানে না কখন সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।

আগে বলেছি সব সম্পর্কে হ্যাপি এন্ডিং হয় না। দুজন দুজনকে ভালো না বাসলে, একজনের ভালবাসায় সম্পর্ক ধরে রাখা যায়না।

বাংলাদেশে যদি উন্নত দেশের মতো সোশ্যাল বেনিফিট থাকতো তবে ছেলেদের চেয়ে মেয়েরা সংসার সবার আগে ছেড়ে দিতো!

সঠিক না, কারণ উন্নত দেশেও এমন অনেক কাপল আছে ৫০/৬০ বছর ধরে সংসার করছে, ছেড়ে যায়নি কারণ তারা একে অপরকে সত্যিই ভালোবাসে।

শরীরের সুখ ক্ষণস্থায়ী। একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ মনের টানে একসাথে থাকে।

শুধু নরনারীর সম্পর্ক না, যে কোন সম্পর্কে ট্রাষ্ট, রেস্পেক্ট এবং কেয়ার ইম্পরট্যান্ট।

যাইহোক, এই পোষ্টে এতো কথা বলার একটাই কারণ ছিলো, কবি এবং নির্ব দুজনেরই এক কথা হৃদয় বলে কিছু নেই।
কিন্তু আমি মনে করি true love বা হৃদয়ঘটিত ভালোবাসা অবশ্যই আছে, যদিও সেটা রেয়ার।

এখানেই ইতি টানি, এই নিয়ে আর কথা না বলি।
ভালো থাকবে।


২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

স্প্যানকড বলেছেন: ছোট একখান রচনা তবে বেশ ভালো হইছে। আসলে একটা মানুষের সাথে দীর্ঘদিন একই ছাদের নীচে বসবাস করলে এমনিতেই একটা টান মায়া জন্মে যায়। সেই থেকে হয়তো বাকী জীবন এক সাথে পথ চলার ভাবনা পাকাপোক্ত হয়। আমার কাম কবিতার হৃদয় খুঁড়ে খুঁড়ে নিজেকে সারিয়ে তোলা। এখন শরীর ও টানে না আর হৃদয়! হা হা হা... ভালো থেকো।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: যাইহোক, এই পোষ্টে এতো কথা বলার একটাই কারণ ছিলো, কবি এবং নির্ব দুজনেরই এক কথা হৃদয় বলে কিছু নেই।
কিন্তু আমি মনে করি true love বা হৃদয়ঘটিত ভালোবাসা অবশ্যই আছে, যদিও সেটা রেয়ার।


আপা , তুমিই বলো যা কিছু বিলুপ্ত প্রায় ও দুর্লভ তাকে কী করে সাধারণের উদাহরণ করা যায় ? যায় না ‍‍!

ইতি টানা হইল আজ
যাই গিয়ে করি কাজ :P

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

স্প্যানকড বলেছেন: ও মা গো ট্রু লাভ ! হা হা হা.... গান শুনছি, What is love? Baby don't hurt me, don’t hurt me, no more! হা হা হা। কাজ করলে মাল আসবে আর মাল থাকলে মেয়ে! হা হা হা..৷ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.