নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর মতো কর চুম্বন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

ছবি নেট।

আমি কি ঘুমিয়ে গেছি?
মোটেও নয় তা
জেগে আছি
কানের কাছে ভনভন করছে 
দুই তিন মাছি।

আমি কি ঘুমিয়ে গেছি?
একদম বেতাল খবর
ফুল জল ছাপার মশারী
বাইরে নীল জোছনার
ঘর ছাড়বার উস্কানি।

আমি কি ঘুমিয়ে গেছি?
আকাশ পরী
বলো তো দেখি ?
" বিরক্তিকর "
এ ছিল তার উত্তর।

মেয়ে জানলো না
কতটা রাখি তার খবর
কতটা জলে ডুবি ভাসি রাত দিনভর।

আমি কি ঘুমিয়ে গেছি?
কি করে হয়?
প্রশ্নই উঠে না
এখনো যে তোমায় নিয়ে
মেলা পথ হাঁটা বাকী।

কানের দুলে তোমার ঝুমঝুম
হৃদয়ে মোর তুমুল বৃষ্টি ঝড়।

আমি কি ঘুমিয়ে গেছি?
কি করে সম্ভব !
সারাদিনের লেনদেন শেষে
টালমাটাল পা দুখানি
হাতে ধরা আধ খাওয়া মদের শিশি
মুখে তার খিস্তি স্বদেশী!
প্রেমহীন মাতাল বেহিসেবী।

হাতে গোনে কি শেষ করা যায়?
জেগে জেগে কতজন ঘুমায়?
শামিল কত রথী মহারথী!
তাই আমি
জেগে জেগে চোখ লাল করি।

মানুষ খেয়েছে সুদিন
কেড়ে নিবে আরও
ভেতরে আমার হেমলক
ধুসর হতে চলেছে যৌবন।

আমি কি ঘুমিয়ে গেছি?
না,
না,
এ সামান্য যাত্রা বিরতি।

আকাশ পরী আছো কি?
মাত্র তো ক'টা দিন
না হয় মিছেই হোক আলোড়ন
মৃত্যুর মতো
আমায় কর চুম্বন ! 





মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মস্তিষ্কযোনীতে কী করে প্রতিদিন একটি করে কবিতার জন্ম হয় বলুন তো ভাই !!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৭

স্প্যানকড বলেছেন: আমার কেমন করে হয় নিজেও জানি না। তবে রোজ কবিতা ছাড়া থাকা যায় না। প্রথম শব্দটা সেই! হা হা হা...ভালো থাকবেন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

কামাল১৮ বলেছেন: পড়লাম

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৮

স্প্যানকড বলেছেন: তাই, ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.