নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

অন্ধের অভ্র - পুষ্প চয়ন !

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

ছবি নেট।

প্রিয়তমা,
আমার আমি
একদম দুমড়ে মুচড়ে গেছি
তবুও
তোমাকে বারবার দেখার ইচ্ছে মরে না
আমি গোধূলির আলোয়
একটা চেরি ফুল
তোমার খোপায় গুজে 
বহুদূর হাঁটি
তোমাকে জড়িয়ে গভীর সুখে কাঁদি
সমস্ত যন্ত্রণা গুলি মুগ্ধ চোখে দূর থেকে দেখছে
এমন কত খোয়াব বাতাসে মিশে গেছে
তুমি জানতে যদি !  

তুমি অসম্পুর্ন কবিতা
তোমাকে বলা হয়নি
তুমি একটা অসাধারণ ক্যানভাস ও
যাতে কতকিছু আঁকা
কত রঙ মেশাতে বাকী
খুব ছুঁতে ইচ্ছে করে
সাহসে কুলায় না
ভয় হয়
ভয় হয়
যদি তোমাকে নষ্ট করে ফেলি
যদি তোমার কষ্ট যায় বেড়ে
তাই আসা হয় না তোমার কাছে
এমনকি হচ্ছে না দৃষ্টি বিনিময়।

জানি না আমরা কোনদিকে যাচ্ছি
একদিকে খুব আঁধার
আরেক দিকে শিশির ভেজা পাতা বাহার
এ তো অজানা নয়
মৃত্যু আসতে পারে বিনা নোটিশে
যেকোনো সময়
উহু!
সে ভয়ে আমি কাঁদছি না
তোমার শিয়রের পাশে নতজানু হয়ে আছি
চোখ মেললেই যাতে দেখতে পাও আমি
তোমাকে ভালোবাসি
এ তো রুপকথার গল্প নয়
এরচেয়ে বেশী কিছুই হয়। 

প্রিয়তমা,
যে শস্যদানাগুলি লুটিয়ে পড়েছে
যে পাখিটি ঠিকানা হারিয়ে
অবিরত কাটছে চক্কর
যে বাড়িগুলি বোমায় উড়ে গেছে
যে শিশুটির ছোট বুক, পেট
সমুদ্রের নোনা জলে ফুলে গেছে
যে নারীটি চিরতরে হারিয়েছে
বাচ্চা দানের ক্ষমতা
যে বৃক্ষে আর কোনদিন বসবে না
কোন কাক পাখি
এমনকি জংলী কইতর
চল ;
আমরা ওদের কাছে যাই
ওদের পাশে দাঁড়াই
দুহাতে ফের বুনতে থাকি সোনালী ভবিষ্যৎ।

জাবড়ে ধর প্রিয়তমা,
আদরে আদরে মারো
বড্ড সত্যি হতে চলেছে
ফুরিয়ে আসছে পৃথিবীর আয়ু
বেঁচে থাকা হয়ে যাচ্ছে
অন্ধের অভ্র - পুষ্প চয়ন।













মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড-এর আজকের কবিতাটা এতো বেশি মর্মস্পর্শী!!!
you won't believe what happened!



৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কি হইছে বলো তো ? তোমার হৃদয় ছুঁয়েছে? হা হা হা.... ভালো থেকো। ধন্যবাদ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২

সোনাগাজী বলেছেন:



বিয়ে না'করে মানুষ কিভাবে প্রেমের কবিতা লেখেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৭

স্প্যানকড বলেছেন: আপনি দেখি সেই জায়গাতেই লটকে আছেন। প্রেমের সাথে বিয়ের কি সম্পর্ক ? প্রেম করতে হলে বিয়ে কি আবশ্যক ? ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



প্রেম, ভালোবাসা তো রূপকথা নয়; ইহা এক বিশাল অনুভবতা, ইহাকে অনুভব করতে হয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

স্প্যানকড বলেছেন: ইদানীং অনুভব জিনিসটা রুপকথা হয়ে গেছে যেভাবে চারপাশে ধরেছে ভাংগন! ক'জন অনুভব করে প্রেম আসলে কি এক অফুরন্ত ভান্ডার। সবাই স্রোতে ভেসে থাকতে চায়। ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

জিনাত নাজিয়া বলেছেন: আমি অনেক দিন পর এতো সুন্দর একটা কবিতা পড়েছি। ভালোবাসা আসলে বিশাল আকাশের মতো, ছোঁয়া যায়না, তবে খুব ভালো ভাবে অনূভব করা যায়।কবির জন্য শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ নাজিয়া। ভালবাসার নাই দাড়ি নাই কমা। অনেকে উহা ভাবে না। স্রোতের টানে ভেসে যায়। প্রেম কি এতো সস্তা? মোটেও না। কিছু সস্তা মানুষ একে সস্তা করে দিচ্ছে যা খুব দু:খজনক। ভালো থাকবেন খুব।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

শায়মা বলেছেন: ভালো হচ্ছে দিন দিন কবিতা ভাইয়া।

একা একা থাকলে মানুষ কবি হয়ে যায়। তুমি তার প্রকৃষ্ট উদাহরণ! :)

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। সবচেয়ে বড় ব্যাপার এখন কবিতা নিয়ে ভাবতে পারছি। সবচেয়ে বড় কথা কবিতা ছাড়া আমি একদম অসম্ভব। কবিতা আমার কাছে অক্সিজেনের মতো। ভালো থাকবেন খুব।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১০

শায়মা বলেছেন: ভেরী গুড!

তুমি তো প্রকৃতিপ্রেমী।

কাজেই ডাবল অক্সিজেন! :)

গাছপালা প্রকৃতি ও কবিতা! :) :)

৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

স্প্যানকড বলেছেন: গাছপালা প্রকৃতি, কবিতা এবং মানুষ প্রেমি বলতে পারেন তবে ইদানীং মানুষ হুদাই প্যারা দেয় তাই মানুষ থেকে নিজেকে দূরে রাখছি আপাতত। আমি অমানুষের কথা বলছি। আপনারা যারা আছেন তারাও কিন্তু আমার অক্সিজেন। উহা ভুলবেন না যেন। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৫

কালো যাদুকর বলেছেন: একদম বাস্তব ঘটনা নিয়ে এসেছেন । বাচ্চাটার ফুলে উঠাছিল ভূমধযসাগরে আরব বসন্তের আগে। সেটাই বুঝাতে চেয়েছেন?

০১ লা অক্টোবর, ২০২৩ রাত ২:০৫

স্প্যানকড বলেছেন: হুম, মনে আছে দেখছি। অথচ আমরা অনেকে ভুলেই গেছি।কি অদ্ভুত না? ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.