নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
তুমি যে শরৎ শশী
তোমার আমার দূরত্ব যদিও অনেক বেশী
ও নিয়ে খামাখা শুধুই ভাবছি
উভয়ের গন্তব্য এক তো নয়
সমস্ত রাস্তার কোথাও না কোথাও সমাপ্তি হয়
কবিদের বুঝি প্রেমের চেয়ে
অধিক বিরহ প্রাপ্তি হয়!
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
ছেচল্লিশ বসন্ত যাচ্ছে হেঁটে
কদিন পর রোগব্যাধি
নানান ক্ষয়
তোমার ঠোঁট ভিজে চুমুতে
আমার এখনো শুকনো রয়।
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
প্রেম মানে কি
শুধু যোগ বিয়োগ ভাগ?
ক্যান হয়না
এক থালায় দুজনের ডাল ভাত?
প্রেম মানে কি
শুধু আংগুল গুনে তিন কবুল?
অত:পর শরীরে শরীরে বিদ্যুৎ
ধরাশায়ী কুপোকাত !
এতোকাল ধরে আমি তোমাকে নিয়ে
কবিতা লিখার চেষ্টায় আছি
কিছুই হয়না
মিছেমিছি সময় পাড় করছি।
সন্ধ্যে হলে
পোষা প্রাণী ও ডাক শুনে
আয় তই তই
আমি কি তোমার কাছের নই?
গোটা জীবন নরকে গেল
অমন ডাক শোনা হলো কই?
০৪ ঠা অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৯
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড, একটা মন ভালো করার কবিতা দিবে।
কিছু ভালো লাগছে না।
০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৯
স্প্যানকড বলেছেন: কি হয়েছে? বলা যাবে? যদি অসুবিধা না থাকে। এমন করে কেউ বলে নাই মেয়ে। অসুবিধা নাই। এই যে
নারাজ হবেন না ইশ্বর
আপনি যতটুকু সময় দিয়েছেন
এর বেশির ভাগ কেড়ে নেয় কবিতা
কেটেকুটে কিছুটা বাঁচিয়ে রাখি
প্রেমিকার জন্য।
এইতো আর মাত্র ক'টা দিন
এরপর,
আপনি, আমি মুখোমুখি
সমস্ত খেলা শেষ
আমার এদিক
না হয় ওদিক
আপনার অফুরন্ত অবসর
জীবন মোর ধন্য।
ভালো থেকো সব সময়।
৩| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ছবিগুলি কোথায় পান? কবিতা যথারীতি আগের মতই হয়েছে।
০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০১
স্প্যানকড বলেছেন: গুগল। আগের মতন কেমন? ভালো মন্দ না যাচ্ছেতাই ? ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২৩ দুপুর ২:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: গীতি কবিতা সুন্দর