নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
এসেছি কত তোর কাছে
হাঁপাতে হাঁপাতে দৌড়ে
বেরিয়ে গেছে জিভ।
তুই শুধু হেসেই গেলি
চিনলি না
আমি তোর শিব।
বলছি মেয়ে,
কাঁদিস না অত
জীবন অতি ছোট
সদা থাকিছ তুই হৃদয়ে
প্রেম কি অমন সস্তা ?
মিলে বাজার দরে।
বলছি মেয়ে
রাখিছ দুয়ার খুলে
যেকোনদিন পড়ব ঢুকে
তোর হৃদ গভীরে
যেমন জাহাজ ভীড়ে বন্দরে বন্দরে
অথবা
আসে যেমন জল জোছনা
সুখ
দুখ
যেমন ফ্রক ঢুকে তোর শরীরে
আমিও অমনি ঢুকে পড়ব
যেকোনো অজুহাতে
বিনা নোটিশে
জানা আছে
মেওয়া ফলে সবুরে।
বলছি মেয়ে,
ডাকিস আমায় যেকোনো ইস্যুতে
আসব আমি
আসব আমি
চুমু খাব তোর ঠোঁট বুক
মৃত্যু লুকাই তোর উরুতে !
২| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৯
স্প্যানকড বলেছেন: হা হা হা.... অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৮
মিরোরডডল বলেছেন:
ডাকিছ আমায় যেকোনো ইস্যুতে
এখানে শব্দটা ডাকিস হবে।
০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:১৩
স্প্যানকড বলেছেন: খেয়াল করিনি। দু:খিত। ধন্যবাদ ধরিয়ে দিয়েছ বলে। তা কি অবস্থা? অল সেট?
৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪১
মিরোরডডল বলেছেন:
আজিজের দেয়া ছবিটা ...... হা হা হা!
কোথায় যে পায় এসব
০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:১৪
স্প্যানকড বলেছেন: উনার কালেকশন সেই ! হা হা হা....
৫| ০৮ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: পোকা মাকড় নিয়ে পেইন্টিং হবে , তারই জোগাড় যন্তর চলছে --------------------
এটা খুব রেয়ার সিকোয়েন্স -------
০৯ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:১৫
স্প্যানকড বলেছেন: প্রেম করার অধিকার সবার আছে। সিকোয়েন্সটা আসলেই রেয়ার এবং সেই। ধন্যবাদ, ভালো থাকবেন।
৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: পঁচা ছবির জন্য কবিতা পড়ি নাই
০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৯
স্প্যানকড বলেছেন: কোন ছবির জন্য ইহা বললেন? তাহলে উত্তর দিতে সুবিধা হতো। যাক সে সব ভালো থাকবেন খুব। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪২
শাহ আজিজ বলেছেন:
ভাল লাগলো কবিতা ।