নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুমি এভারলাস্টিং উত্তেজনা !

০৯ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩৫

ছবি নেট।

ভালোবাসবে না তুমি
তাই ভালোবাসি খুব
যাতে তুমি পথ না হারাও
লই তাই খোঁজ ।

হাঁটবে না তুমি পাশে
এমনকি বসবে না গা ঘেঁষে
যাচ্ছে সময় যাক
দেখি না
কি মিলে শেষ বয়সে !

জানি না আমি
কেমন তুমি
মুখে বুকে বিদ্যমান ক'টা তিল
শব্দে শব্দে করছি প্রকাশ
আঁধারে ছুঁড়ছি ঢিল।

এই পুড়ছি
এই মরছি
তুমি প্রেম
ইবাদত বন্দনা
তুমি এভারলাস্টিং উত্তেজনা !

ভালোবাসবে না তুমি
তাই ভালোবাসি রোজ
যাতে তুমি পথ না হারাও
লই তাই খোঁজ ।









মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:


বাতাসে ভালোবাসা কি চলতেই থাকবে, সংসার হবে না?

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

স্প্যানকড বলেছেন: করছি না সংসার
সব করছি ছারখার! হা হা হা....

ওসব আমার দ্বারা হবে না বড় কঠিন জায়গা। ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২০

মিরোরডডল বলেছেন:




হায়রে পাগলা! এভারলাস্টিং হলে সেখানে আর উত্তেজনা থাকে না।
Instead of everlasting, you'd say intense excitement.


০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

স্প্যানকড বলেছেন: পাগলী অভিজ্ঞতা কম। মরার পর নাকি খালি চিরস্থায়ী উত্তেজনা ! তাইলে কি উহা ভুল? আমি না হয় এ জীবনে খুঁজছি।

৩| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

মিরোরডডল বলেছেন:




যাচ্ছে সময় যাক
দেখি না
কি মিলে শেষ বয়সে !


শেষ বয়সে এভারলাস্টিংতো দূরে থাক, সামান্য উত্তেজনাও মিলবে না :)
তখন খুঁজবে নির্ভরতা।

ওয়াকার রেডি রাখবে, একটা নিজের জন্য এবং আরেকটা প্রেমিকের জন্য :)


০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্প্যানকড বলেছেন: ও নিয়ে আমার বিশেষ পরিকল্পনা আছে। দেখা হলে কোনদিন বলব ইন শা আল্লাহ। আরেকটা কি???????

৪| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:

***প্রেমিকার***

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

স্প্যানকড বলেছেন: এইবার সহি কইছে সখী ! হা হা হা.....

৫| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: করছি না সংসার
সব করছি ছারখার! হা হা হা....

ওসব আমার দ্বারা হবে না বড় কঠিন জায়গা।


এইটা আবার বেশি হয়ে গেলো। যারা বলে ওসব আমার দ্বারা হবে না, তারা আরও বেশি করে।

So get ready for একাধিক সংসার :)

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! একাধিক মানে একের অধিক ! কেমনে কি? একটাই হয় না। সংসার তো করছি এই যে তোমার লগে, সামুর লগে, কবিতার লগে, নিজের লগে নিজে হা হা হা....

৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন:




মরার পর নাকি খালি চিরস্থায়ী উত্তেজনা ! তাইলে কি উহা ভুল?

সেতো ব্লগার মহাজাগতিক চিন্তার কথা।

উনি মৃত্যুর পরের চিরস্থায়ী উত্তেজনা নিয়ে এখনই এতো বেশি উত্তেজিত, যেটা ওনার এই বয়সে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে :)

স্প্যানকড যেনো সেই পদাঙ্ক অনুসরণ না করে।

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

স্প্যানকড বলেছেন: কি যে কও? এই কও একাধিক সংসার করার প্রস্তুতি নিতে আবার ডর দেখাও কই যামু ? সে যাই হোক সাহস দিলে ফিল্ডে ঝাঁপাইয়া পড়মু। হা হা হা....

৭| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

কামাল১৮ বলেছেন: ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকাই উত্তম।

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

স্প্যানকড বলেছেন: হুম ঘটনা সত্য ! গান শুনছি, Meghan trainer এর " I made you look " শুনে দেখতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

কামাল১৮ বলেছেন: ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাই উত্তম।

০৯ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

স্প্যানকড বলেছেন: দুবার একই মন্তব্য আসছে । ব্যাপার মনে হয় সিরিয়াস!

৯| ১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫৭

কামাল১৮ বলেছেন: সিরিয়াস তো বটেই।আপনি আর মিরর যেভাবে সুরু করছেন, থামার নাম নাই।

১০ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৫

স্প্যানকড বলেছেন: কি করলাম? একটু মনের কথাও কমু না নাকি? হা হা হা.... আরে কামাল ভাই এই একটু আকটু কথা কই আপনাদের সাথে আর সময়টা একটু রঙিন করি। সাদা কালো জীবন তো আমার। ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে।

P.S. কিচ্ছু বুঝি নাই ;)

১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৪

স্প্যানকড বলেছেন: না বুঝে সুন্দর বলে দিয়েছেন। সবাই সব কিছু বুঝতে পারে না। ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ১০ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: অনেষ্টলি, কবিতা আমি বুঝি না।
পাগলের তিন হাসির কথা মনে আছে?
১. বুঝে
২. না বুঝে
৩. (চারিদিকে তাকিয়ে) সবার সাথে


বিশ্বাস করুন, পড়তে খুব ভালো লেগেছে।

P.S. কিচ্ছু বুঝি নাই :D

১২| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৭

স্প্যানকড বলেছেন: অত বুঝে লাভ নাই তাহলে সুখী হবেন। =p~

১৩| ১০ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২

মিরোরডডল বলেছেন:




কামাল১৮ বলেছেন: ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাই উত্তম।

Absolutely!

এখানে সেইভাবে ব্যক্তিগত কোনকিছু বলা হয়নি।
পোষ্টের শিরোনাম নিয়েই কথা হয়েছে।

এনিওয়ে, মুরুব্বি যখন থামতে বলেছে, আর কথা না।
ফিনিতো :)

১৪| ১০ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

স্প্যানকড বলেছেন: হা হা হা.... ফিনিতো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.