নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এক কথা এক দাবি ।

১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৩

ছবি নেট।

কত আবদার তোমার
আমার তো এক কথা এক দাবি
তোমাকে চাই।

যদি বলো,
অর্থকড়ি
দালানকোঠা, গাড়ি
এগুলা কি তোমার চেয়ে দামী?

সুনীল আসমান থেকে সবুজ জমিন
তাও নয়
স্রষ্টার সাথে সৃষ্টির তুলনা কি হয়?
তিনি প্রথম
সদা অদ্বিতীয় রয়।

কত আবদার তোমার
আমার তো এক কথা এক দাবি
তোমাকে চাই।

যখন বিছানা টানে আমাকে
খুঁজি আমি তোমাকে
তোমার চেয়ে আরামদায়ক বিছানা
দুনিয়ায় একটাও নাই !

তোমার কত হাতি ঘোড়া
লোক লস্কর সেপাই
যে যার মতো বাঁচি
আমার গোটা সাম্রাজ্য পুড়ে ছাই।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: খুব সুন্দর।

১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৯

স্প্যানকড বলেছেন: কি? কবিতা? না, ছবি? পরিষ্কার নয় তাই জিগ্যেস করলাম আর কি? ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: :
লেখক বলেছেন: কি? কবিতা? না, ছবি? পরিষ্কার নয় তাই জিগ্যেস করলাম আর কি? ধন্যবাদ। ভালো থাকবেন।

কবিতা, কবিতা।
ছবি তো পেলাস্টিকের। এখন খেয়াল করলাম, ওইটাও খারপ না।
আপনিও ভালো থাকবেন।

১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫১

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৪

মিরোরডডল বলেছেন:




কমেন্টতো করতে চাই, কিন্তু আগে দেখি আশেপাশে কামাল আছে কিনা :)


১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৭

স্প্যানকড বলেছেন: কামাল ভাই
আপ কামাল কর দিয়া
ইশক ম্যা
মে তো আপনা হুশ খো দিয়া..... হা হা হা।

হিন্দি শের শায়েরীর চেষ্টা করলাম হইল কি না কে জানে। যাইহোক এতো ডরাইলে চলে....!

৪| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৭

মিরোরডডল বলেছেন:




কবি, নতুন ভক্ত বলেছে ছবি তো পেলাস্টিকের। :P

১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৯

স্প্যানকড বলেছেন: হৃদয় প্লাস্টিকের হইলে ভেজাল ক্যাঁচাল !

৫| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩১

মিরোরডডল বলেছেন:




যখন বিছানা টানে আমাকে
খুঁজি আমি তোমাকে
তোমার চেয়ে আরামদায়ক বিছানা
দুনিয়ায় একটাও নাই !


কথা সত্য #:-S

১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০

স্প্যানকড বলেছেন: এ মা ! মেয়ে বলে কি কথা নাকি সত্য ! আমার কিন্তু ডর লাগতাছে... হা হা হা...

৬| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: @মিরোরডডল:
কবি, নতুন ভক্ত বলেছে ছবি তো পেলাস্টিকের। :P

আপনার জন্য একটা পোষ্ট দিয়েছিলাম |-)

৭| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই এক থিম নিয়ে তো অনেক হলো এবার অন্যকিছু নিয়ে লিখবেন প্লিজ ! এইটা অনুরোধ !!

১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১১

স্প্যানকড বলেছেন: হুম, ভাবছি শেষ করলেই দিব। কবির কাজ ভাংগা গড়া। গতকাল দিয়েছিলাম আপনি হয়তো পড়েন নি। যাইহোক আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৩

স্প্যানকড বলেছেন: ইট চাপা ঘাস পড়ে দেখতে পারেন প্লিজ।

৮| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:




এই যে এখন আরেক মুরুব্বি আসছে।

অবশ্য অনুরোধে যুক্তি আছে, টপিকে মাঝে মাঝে ভিন্নতা দরকার।


১১ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

স্প্যানকড বলেছেন: হুম , নতুন প্লট নিয়া ভাবছি....আসলে সময় হচ্ছে না এতো কাজের চাপ।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৭

স্প্যানকড বলেছেন: গতকালের বিষয় ছিল ভিন্ন যা তুমি পড়নি। ইট চাপা ঘাস পড়ে দেখতে পারো।

৯| ১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন:




আমার কিন্তু ডর লাগতাছে

একটু আগেই না বললো

এতো ডরাইলে চলে....!

তিন মিনিটের ব্যবধানে দুই রকমের কথা B:-)


১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০১

স্প্যানকড বলেছেন: আচ্ছা,
মেয়ে দেখি আগুনে ঢালছে ঘি !
জ্বলে যাওয়ার সময় হয়েছে কি?

হা হা হা....

১০| ১১ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: কবিতার চেয়েও ছবিতা সুন্দর!:)

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০৩

স্প্যানকড বলেছেন: মেয়ে মানুষ আসলেই অদ্ভুত ! হা হা হা...

১১| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: মিররের ভয়ে বিরত থাকলাম।বয়স হয়ে গেছে তো।

১২| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৮

মিরোরডডল বলেছেন:




কিসের বয়স হয়েছে কামাল? ইউ আর এভারগ্রীন!

বিরত থাকবে কেনো, please go ahead :)

১৩| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: বেশ গুছিয়ে লিখেছ , আসলেই ভাল কবিতা হয়েছে ।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৩

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন খুব খুব।

১৪| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৭

অধীতি বলেছেন: বাহ্!
মাঝে মাঝে কিছু কবিতা ছন্দাসিক আকারে খুব ছটফটে ছন্দে পড়তে ভাললাগে। ভালবাসা রইল।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ অধীতি। আপনি আবৃত্তি করতে পারেন? এমনি জানতে চাওয়া। ভালো থাকবেন সব সময়।

১৫| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৮

অধীতি বলেছেন: নাহ্! আবৃত্তি আমার থেকে দৌড়ে পালায়।

১৬| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৬

কামাল১৮ বলেছেন: @ মিরর, মন আর দেহ এক জিনিস না।দিলরুবার একটা গান আছে,পাগল মনরে——।আবার উত্তম কুমার ,দেয়া নেয়া ছবিতে ,নায়িকাকে উদ্দেশ্য করে বলে,জিনিস একটা।
আপনারা চালিয়ে যান,আমরা আছি।আমি কনজারভেটিভ না ,আমি প্রগতির পক্ষে।

১৭| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১০

কামাল১৮ বলেছেন: দুঃখিত,মিরোর হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.