নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এখনো তোমাকে.....

১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৮

ছবি নেট।

আমি তোমাকে নানাভাবে চাইতে থাকি
বারবার ভাসে দোকানের ভেতরকার সাইনবোর্ড
বাকি চাহিয়া লজ্জা দিবেন না।

আবার অনেকটা পুকুরে ঢিল ছোঁড়ার মতো ব্যাপার স্যাপার
কিছুদুর যেয়ে ডুবে যাওয়া
আমি এর পরিত্রাণের রাস্তা খুঁজি
কিছুই বের হয় না
শুধু বোবা কান্না।

আমি পাখির ডানায় রোদ ফুরাতে দেখি
নিজের আয়ুর দিকেও
এতো কম সময় !

এইতো সেদিন স্কুলের ব্যাগ ফেলে মাঠে গেলাম
সেলুনে গেলাম ধারালো ক্ষুরে ক্লিনসেভ
কি ফর্সা আমার প্রথম যৌবনের তুলতুলে গাল।

অথচ দ্যাখো তোমার সাথে
প্রেমটা করা হলো না
কত অকাজ করছি দিন দিন
যদিও আজকাল প্রেম বলতে
আমার আংগুল ছুঁয়ে ফেলে
তোমার শাড়ির সেফটিপিন।

ফড়ফড় উড়তে থাকা প্রজাপতি
আমাকে বিস্মিত করে
এখনো কত রঙ চারপাশে
পার্কে জোড়া কিছু মানুষ
প্রেম বেঁচে আছে তবে শরীরে শরীরে !
যা আমি প্রতিবার উল্লেখ করি।

বাড়ির সামনের বৃদ্ধ গাছটার বাকল খসা দেখি
মরা পাতা গুলিকে মনে হয়
দেশের গণতন্ত্র
ফ্যালফ্যাল চাহনি
বেঁচে থাকার কি আকুতি মিনতি।

প্রায়ই এমন হয়
মনে হচ্ছে পিছন থেকে তুমি এসে
চোখ দুটি চেপে ধরে জিগ্যেস করছ
বলতো কে আমি?

কি মিঠা তোমার কন্ঠস্বর!
কি নরম তোমার হাতের তালু!
তোমার ভারী স্তনের উপস্থিতি টের পাচ্ছি
এরপর আর পাই না তোমায়
এদিকের মেঘ ওদিকে
ক্যালেন্ডারের পাতা ফুরায়
হাতে আমার প্রেমের ভিক্ষাপাত্র
ওতে কিছুই জমা পড়ে না।

এ সত্যি,
ভাবি এক্ষুনি হত্যা করি ভোরের রোদ
কি লাভ বারবার এসে
যেখানে বাতাস মানে চিৎকার
গুলি, বোমা, বারুদ
আসলে এ আমি খুব বুঝে গেছি
প্রেম মানে
বিষধর গোখরোর ছোবল
ধনুকের মতো বেঁকে গেছি
এতো ধ্বংসের পরেও 
প্রেম বলতে,
এখনো তোমাকে খুঁজি।





মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে।

আচ্ছা বাকীতে প্রেম পাওয়া যায়?
আমি একবার উত্তরাধিরসূত্রে প্রেমিকা পেয়েছিলাম।

১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:০৪

স্প্যানকড বলেছেন: উহা টিকে আছে? বাকীতে আজকাল কিছুই নাই সব নগদে। ধন্যবাদ ভালো থাকবেন। উত্তরাধিকার সুত্রে হা হা হা...

২| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৭

মিরোরডডল বলেছেন:




কিছু লেখা থাকে যেটা পড়তে পড়তে ঠিক তখন যা বলতে চাই, মন্তব্যে আর সেটা বলা হয় না।
তবে এটা বলাই যায়, ওভারল লেখাটা ভালো হয়েছে।

প্রায়ই এমন হয়
মনে হচ্ছে পিছন থেকে তুমি এসে
চোখ দুটি চেপে ধরে জিগ্যেস করছ
বলতো কে আমি?


ভেরি সুইট!

এতো ধ্বংসের পরেও
প্রেম বলতে,
এখনো তোমাকে খুঁজি।


প্রিয় একটা গানের কলি

যদি কখনও সাড়া না পাও
আমায় ডেকে
খুঁজে নিও মনে মনে


১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪১

স্প্যানকড বলেছেন: খুঁজতে পারতামনা টাইম নাই ! হা হা হা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.