নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বিষয়টি আপত্তিকর !

১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৮

ছবি নেট।

আত্মার কাছে সৎ হও
যদি তুমি আধুনিক হও
যীশুর দেহে পেরেক ঠুকতে যে এসেছে
বলতো,
সে মুসলিম?
খ্রিস্টান?
নাকি ইহুদী? 
জানি,
এখন ঘুরে যাবে প্রশ্নের উত্তর।

যে কোনদিন মাইক্রোস্কোপে রাখেনি চোখ
দেখেনি উদলা আসমান
সে কি করে বলবে,
ইশ্বর কত মহান! 
কত নিখুঁত তাঁর সৃষ্টি
গোটা জগত কত বিশাল !
কেমন তার সুখ।

আমার ব্যাংক একাউন্ট কখনই জানে না
কি হচ্ছে আমার ভেতর
জানে শুধু কবিতার অক্ষর।

বুদ্ধিজীবী, যুক্তিবাদী
নোবেলবিজয়ী রাষ্ট্রপতি
সুশীল নামক খানকির ছেলে
বুঝবি ফারাক কোন কালে
ল্যাংটা তোরা বউ এর কাছে
ল্যাংটা মোরা বুলেট মিসাইলে!

তুমি অদৃশ্য ইশ্বর
অদৃশ্যই থেকে যাও
দৃশ্যমান হলে
এ যুগে সবাই তুলতে চাইবে সেলফি !
যা তোমার জন্য খুব বিব্রতকর
এবং বিষয়টি আপত্তিকর !






মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সাইফুলসাইফসাই বলেছেন: সামাধান দাও তুমি।

১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:০২

স্প্যানকড বলেছেন: সমাধান কেউ চায়না ! ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



যীশুর হাতে, পায়ে পেরেক কারা মেরেছিলো?

১৪ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

স্প্যানকড বলেছেন: যীশুকে তো পেরেক খাওয়ার আগেই আল্লাহ তুলে নিছে ইসলাম ধর্মে তাই বলে? যে খাইছে সে তো অন্য কেউ। কাছের লোকজন ছাড়া গাদ্দারী কেউ করতে পারে নাকি !

৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলেই ।

১৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.