নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ইদানীং মৃতদের গোপন কথা গুলি
শোনার চেষ্টা করি
জীবিতদের হুদাই কচকচানি
ইশ্বরের সনে কথা বলতে
আজকাল জেগে থাকি মাঝরাত অবদি ।
ঘুলঘুলির বাতাসে গোলাপের সুঘ্রাণ
তোমার আঙুল তখন কম্পাস
বেড়াল জানে কোথায় ইঁদুরের গর্ত
আমিও ঢেউ ভাংগা নাবিক
ঠিকই চিনে ফেলি এ খেলা কতটা মারাত্মক !
ভাসা ভাসা ও দুটি চোখ
ভেতরে আমার গাঢ় নীল অসুখ
উহ ! ইশ্বর
কি নিখুঁত সুন্দর !
সাধুপুরুষ হওয়ার
এমনকি
আধ্যাত্মিক ক্ষমতা লাভের ইচ্ছে নেই।
তোমার কথা মনে পড়লেই
শব্দে শব্দে জোড়া লাগিয়ে
বারবার তোমারে স্মরণ করিয়ে দেই
মাতাল কি আমি যেই সেই !
২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৬
স্প্যানকড বলেছেন: ঠিক করে দিয়েছি। ভুল করলে তুমি আছ তাই ইচ্ছে করে ভুল করি। ভুল করতে মজা লাগে শুদ্ধ হতে একদম মন চায় না। হা হা হা.....
২| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৫
মিরোরডডল বলেছেন:
শুদ্ধ হতে একদম মন চায় না
হুম সেটা বুঝতে পারছি।
আগুলদ্বয় থেকে আগুল করেছে কিন্তু এই শব্দের অর্থ কি, সেটাইতো বুঝতে পারলাম না।
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
স্প্যানকড বলেছেন: বুইঝা শুদ্ধ করতে মন চায় না ? আঙুল নির্দেশ করে একবার উত্তরে যাও দখিনে যাও পুব পশ্চিম সব দিকে যেতে কয় খালি কাছে আসতে কয়না। আফসোস। তাই উহা কম্পাস ! আসল দিক দেখায় না। হা হা হা...
৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪০
মিরোরডডল বলেছেন:
আঙুল হবে। আগুল না।
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
স্প্যানকড বলেছেন: উহ ! এতো ভুল বাট মজা পাইতাছি...
৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪৪
মিরোরডডল বলেছেন:
আমি কি মামাতো বোন?
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
স্প্যানকড বলেছেন: আমার কোন মামা নাই সিরিয়াসলি ! সো বোন হওয়ার সুযোগ নাই। আমার মা একলা। এমনকি খালা পর্যন্ত নাই। আমার এ জন্য কচি বয়সে খুব মন খারাপ থাকতো। এখন সয়ে গেছে। আইচ্ছা, হঠাৎ মামাতো বোন বিষয়টা কেন আসলো মাথায় ধরতাছে না । ধরাইয়া দিবা? তুমি তো ধরাই দিতে উস্তাদ ! ঠিক কি না? হা হা হা...
৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
স্প্যানকড বলেছেন: তুমি কাছের মানুষ। যে আমারে বারবিকিউ করে। হা হা হা..
৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১
মিরোরডডল বলেছেন:
বোকা একটা!
প্রথম কমেন্টেই বোঝা উচিত ছিলো।
আঙুল দিয়ে কম্পাসের দিক নির্দেশনার তুলনা, সেটা শুরুতেই বুঝেছি কিন্তু শব্দটা যে ঠিক করতে বলছি এটা বুদ্ধু বোঝেনি।
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
স্প্যানকড বলেছেন: প্রেমে পড়লে পুরুষ মানুষ বোকা হয়ে যায়। মেয়ে দেখি উহা জানে না। কি মুসিবত ! ইয়া মাবুদ ! কোথায় যামু? অস্ট্রেলিয়া হা হা হা..৷
৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: ভুল করলে তুমি আছ তাই ইচ্ছে করে ভুল করি।
মামার বাড়ির আব্দার?
যেহেতু আমি মামা বা মামী না, তাইতো মামাতো বোন বললাম।
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০২
স্প্যানকড বলেছেন: আমার মামা নাই তাই আবদারও নাই। মামা বাড়ি বেড়াতে ইচ্ছে করছে ঠিকানা দিবা?
৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
মিরোরডডল বলেছেন:
প্রেমে পড়লে পুরুষ মানুষ বোকা হয়ে যায়।
স্প্যানকড একজন প্রেমিক পুরুষ বোঝা যায়, এতো সুন্দর প্রেমের কবিতা লেখে, এটা ঠিক আছে কিন্তু এই যে বললো .....
মেয়ে দেখি উহা জানে না।
এখানে একটু কথা আছে।
এটা যে একজন মেয়ে কি করে নিশ্চিত হয়!
অ্যানোনিমাস নিকে যে কেউ হতে পারে।
গ্যারান্টি নেই কিন্তু।
অনলাইন বলে কথা!
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
স্প্যানকড বলেছেন: উহা অস্ট্রেলিয়া আসলে পরিষ্কার হয়ে যাবে ইন শা আল্লাহ। অস্ট্রেলিয়া না আসলেও তুমি যে মেয়ে উহা নিয়ে চোখ বুজে বাজি ধরতে পারি বুজলে সখিনা ! হা হা হা....
৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮
মিরোরডডল বলেছেন:
মামা বাড়ি বেড়াতে ইচ্ছে করছে ঠিকানা দিবা?
একসময় আমরা ফ্রেন্ডসরা অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম।
ছেলেরা ফোন নাম্বার চাইলে রমনা থানা, ধানমণ্ডি থানার ফোন নাম্বার দিয়ে দিতাম।
ভাবছি এখন কি লোকাল পুলিস স্টেশনের এড্রেস দিবো কিনা
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
স্প্যানকড বলেছেন: ছেলেরা ফোন নাম্বার চাইলে ... হা হা হা.... ধরা খাইছে ! আমাদের দেশের কোন ছেলে কোন ছেলের প্রেমে পড়ে না আর ফোন নাম্বার চায় না। উন্নত বিশ্বে ওসব চলে। প্রেমে পড়লে মেয়ে মানুষ ছেলে সাজে ! কি অদ্ভুত তাই না ! হা হা হা...
১০| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখানে একটু কথা আছে।
এটা যে একজন মেয়ে কি করে নিশ্চিত হয়!
অ্যানোনিমাস নিকে যে কেউ হতে পারে।
গ্যারান্টি নেই কিন্তু।
অনলাইন বলে কথা!
হায় হায় এখন কী হবে ?
কোন কারণে , কোন কারণে
বোঝানো গেল না তারে
বোঝানো গেল না কিছুতেই !!
কড ভাই এইবার একখান দুঃখের কোবতে লেহেন মিয়া !!
কবিতার শিরোনাম হবে "কে তুমি, নন্দন নাকি নন্দিনী ?"
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
স্প্যানকড বলেছেন: সে নন্দিনী। লাগবেন বাজি ? হা হা হা...
১১| ২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
মিরোরডডল বলেছেন:
ঠিক বলেছি কিনা নির্ব? হা হা হা .......
কি সহজ সরল মনে বিশ্বাস করে কিন্তু অনেকেই ধরা খায়।
আমরা চাইনা আমাদের প্রিয় কবি তাদের একজন হোক।
২৪ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪
স্প্যানকড বলেছেন: হ কইছে তোমারে? নিজে ধরা খাইয়া মেয়ে থেকে ছেলে হয়ে গেল সার্জারী ছাড়া আসলেই ক্যামনে কি? কিম কারদাশিয়ানের বাবা মেয়ে হইছে সেটা জানি। আর ওসব থানা পুলিশ হা হা হা..৷
১২| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৪
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: ছেলেরা ফোন নাম্বার চাইলে ... হা হা হা.... ধরা খাইছে !
ধরা খাবার কিছু নেই চান্দু।
আমি নিজেই বলেছি আমি মেয়ে।
কিন্তু অনলাইনে কেউ কিছু বললে সেটা ব্লাইন্ডলি ট্রাস্ট করতে হয়না।
লেখক বলেছেন: উহা অস্ট্রেলিয়া আসলে পরিষ্কার হয়ে যাবে
স্প্যানকড এতো সরল কেনো!
there won't be any change, whether you are here or there.
২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২২
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আসমু ইন শা আল্লাহ অস্ট্রেলিয়া কিছু ভাই ব্রাদার আছে। ল্যাংটা কালের এক ফ্রেন্ড আছে মেলব্রোন।
১৩| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:০৭
আমি সাজিদ বলেছেন: কবিকে বলে দেই, মিরোরডডলের ডাক্তার তাকে হার্টলেস ওম্যান বলেছে। সাবধানে তাই।
২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৪
স্প্যানকড বলেছেন: আই লাভ হার্টলেস ওম্যান। হার্টফেল করার কোন সম্ভাবনা নাই। একদম টেনশন ফ্রি জীবন। হা হা হা....
১৪| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
ঠিক বলেছি কিনা নির্ব? হা হা হা .......
কি সহজ সরল মনে বিশ্বাস করে কিন্তু অনেকেই ধরা খায়।
আমরা চাইনা আমাদের প্রিয় কবি তাদের একজন হোক।
আপা আমি তো এখন চিন্তায় আছি সাড়ে চুয়াত্তরকে তো এতদিন পুরুষ ভেবেছি । এখন তা না হয়েও যদি জ্বীন হয় তো আমাদের টিকটিকি বিপাশার কী হবে ? সে তো আর শ্বশুড়কে পাবে না !
আর স্প্যানকড হলেন কবি মানুষ আমি কবি বলেই জানি । কবিরা বাস্তবে নয় কল্পনাতেই বসবাস করে । কল্পনার আয়নাবিবিকে ভেবেই সে বেঁচে থাকবে !!!
২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৭
স্প্যানকড বলেছেন: আয়নাবিবি ঠিকই জানে আমি তার কত গভীরে ডুবে আছি। মেয়ে মানুষ তো তাই লজ্জা পায়। ভরা মজলিসে তাই নিজেরে লুকাতে চায়। হা হা হা...
১৫| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:২৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিকে বলে দেই, মিরোরডডলের ডাক্তার তাকে হার্টলেস ওম্যান বলেছে। সাবধানে তাই।
ভাইজান যে কী বলেন মাঝে সাঝে
আয়নাবিবি যদি বাংলা সিনেমার রিনা খানও হোন তাতে কিছুই আসবে যাবে না কবির । কারণ হৃদয়হীনা কাছে থাকলেই তো কবিতার প্রোডাকশন বাড়বে । হাহাআহাহাহহাহাহাহাহাহা
২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৮
স্প্যানকড বলেছেন: বোকা মেয়ে বুজলই না ! হা হা হা..
১৬| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৭
মিরোরডডল বলেছেন:
সাজিদ ঠিক বলেছে, ডক্টরের দেয়া নাম হার্টলেস ওম্যান
পিচ্চুও ঠিক বলেছে, কল্পনার সাথে বাস্তব মেলাতে হয়না।
আমার নিজের হিস্ট্রি আছে মজার।
অনলাইনে সেইরকম ইম্প্রেশন!
তারপর যখন ফোনে কথা হয়েছিলো,
ওহ মাই লর্ড!!!
কণ্ঠ শুনেই হতাশ, কথা কনটিনিউ করাতো দুরের কথা।
এরকম ছোট ছোট মজার ঘটনা আছে।
কানে ধরেছি, অনলাইন অফলাইন আর মেস করি না
না দেখা মানুষের যে একটা কল্পনার ইম্প্রেশন থাকে, সেই ভালো সেই ভালো।
২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৪
স্প্যানকড বলেছেন: হুম, পাত্র পছন্দ হয়নি তাই বদনাম করছ। হা হা হা... ঠিক না....
১৭| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কণ্ঠ শুনেই হতাশ, কথা কনটিনিউ করাতো দুরের কথা।
এরকম ছোট ছোট মজার ঘটনা আছে।
কানে ধরেছি, অনলাইন অফলাইন আর মেস করি না
হায়রে !! কণ্ঠে কী আসে যায় ব্যক্তিত্বই তো সব । আর যদি এই হয় যে সুপুরুষ ভেবেছো কিন্তু আসলে সুকণ্ঠী তো বলবো হতেও তো পারে সে আসলে নারীকণ্ঠী !!
১৮| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৫
মিরোরডডল বলেছেন:
পিচ্চু আমি জাস্ট ঘুমাতে যাচ্ছিলাম, আবার আসতে হলো রিপ্লাই করতে।
মানুষ কেমন, মনটা ভালো কিনা বা তার ব্যক্তিত্ব, সেটাই মোস্ট ইম্পরট্যান্ট।
এখানে কণ্ঠ বলতে গড গিফটেড ভোকাল না, I meant, the way he's talking.
অনলাইন লেখা থেকে যেমন মনে হতো, আর যেই কথা বলা, totally different in negative way.
মনের মধ্যে যে একটা কল্পনার মূর্তি ছিলো সেটা তখনই ভেঙ্গে গেছে।
It can happen either way.
পিচ্চু আমাকে একরকম ভাবলো, পরে দেখলো অন্যরকম, হতে পারে নাহ?
Actually, it's hard to explain what I'm trying to say.
পজিটিভ যে নেই, তা না।
আমার খুব ক্লোজ চারজন ফ্রেন্ডস আছে, যাদের সাথে শুরুতে অনলাইনে পরিচয় হয়েছিলো।
ভালো মন্দ সব জায়গায় হতে পারে।
সময়ের সাথে পরিবর্তন আসে।
এখন আর প্যারা নিতে ইচ্ছে করে না, যদিও প্যারা সন্দেশ খুব পছন্দ
যাইহোক, দুইটার বেশি বাজে, ঘুমাতে যাই?
১৯| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:২৭
স্প্যানকড বলেছেন:
২০| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল,
প্রথমে বলে রাখি প্যারা সন্দেশ হলো আমার সবচেয়ে প্রিয় মিষ্টি । এমনকি আফলাতুনের চাইতেও ।
আমি তোমার কথা এইবার বুঝতে পারলাম ।
মানে তুমি বলতে চাইছো । এইযে ভার্চুয়াল আলাপ এই থেকে যে ভাবমূর্তি আমাদের চৈতন্যে জমা হয় তা যখন বাস্তবের সাথে মেলে না তখন কষ্টটা পাওয়া যায় বেশি ।
সে যাক আর না বাড়াই কডভাই মোনালিসার মত সেন্টি খাইছে !!
২১| ২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:০৭
স্প্যানকড বলেছেন: এগুলা বয়স্ক কালের ভাতা বা খোরাক বলা চলে। তখন হা হা হি হি কইরা হাসমু। আহ ! আয়নাবিবি...
২২| ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৮
বাকপ্রবাস বলেছেন: কোথায় সেই অন্দুরের গর্ত?
২৫ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৬
স্প্যানকড বলেছেন: এখনো গর্ত পাননি আফসোস ! হা হা হা...
২৩| ২৫ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতা নিয়ে আর কি বলবো; মন্তব্য প্রতিমন্তব্য পড়তে পড়তে তো শেষ! সবার কথা কি এখানেই শেষ হলো?
২৫ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫৬
স্প্যানকড বলেছেন: না কথা চলছে.... গোপনে গোপনে হা হা হা....
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭
মিরোরডডল বলেছেন:
আগুলদ্বয়
এই শব্দটা মনে হয় ঠিক নেই।
কি লিখতে চেয়েছিলো?