নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আবদার !

২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৫

ছবি নেট ।


শুরু থেকেই আমি জানি
আমার তোমার সম্পর্ক হচ্ছে
সুঁই এর ছিদ্র দিয়ে উট প্রবেশের মতো
তাই বলে শতভাগ নিশ্চিত থেকো না
আমি কিন্তু হাল ছাড়িনি।

সত্যি,
কাল সারারাত একটা বিরহের কবিতা দাঁড় করাবার চেষ্টা করেছিলাম 
বিনিময়ে চোখ দুটি
এম্বুলেন্স এর বাতির রঙে পেলাম !

আসলে,
যে প্রেম তুমি চেনালে
উহা নিভে কি সহজ অনলে ?

বেপরোয়া বাতাস
ঝলমলে রোদ্দুর
থরথর কাঁপে বুক
মনে পড়ে যতদুর !
টকটকে লাল তোমার গায়
এতো ঘন লাল
আমার চোখ পোড়ায়
আসমান নীল যে ভীষণ ভাবায় !

কাল সারারাত
পাওয়ার ইচ্ছে ছিল কিছু বিরহ
কিছু জন্মের কষ্ট
কিন্তু সমস্ত লণ্ডভণ্ড হতে হতে
ধরা দাও তুমি
যেন আঁধার ঠিকরে বেরিয়ে আসছে আলো
অথবা
ডুবছি ভেসে বেড়াচ্ছি সাগরে
আঁকড়ে আছি এক টুকরো কাষ্ঠ !

ফর্সা সকাল
এ শহরে ব্যস্ততা ঠাসা ভীড়
বারান্দায় আমার পায়চারি
ন্যাংটো আকাশে উদাস দৃষ্টি ।

ফেরিওয়ালা হাঁকে
আছে সব্জি
আছে লেবু।

অত:পর বেচারা সুধায়
স্যার নিবেন কিছু ?
কি দিমু?

ভ্যাবাচেকা উত্তর আমার
বিরহ চাই এক টুকরো
অথবা
আদর চুমু !

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৯

শাহ আজিজ বলেছেন: এক টুকরো বিরহ , আহা কি উচ্চারন ।।

২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১২

স্প্যানকড বলেছেন: উহা পেলেই জীবন উসুল ! পাই না তো। হা হা হা... ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:২১

মিরোরডডল বলেছেন:




বিরহ চাই এক টুকরো


এক টুকরো বিরহ দুরের কথা।
এমনকি খুচরোতেও দেয়া যাবে না।

পাইকারি ডিলার, নিলে পুরো বিরহ নিতে হবে।

২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫১

স্প্যানকড বলেছেন: পুরোটা নিব দিবে কবে? দিন তারিখ জানাও ? প্রস্ততির ব্যাপার আছে না ! একি যেনতেন ব্যাপার। হা হা হা....

৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৫১

বাকপ্রবাস বলেছেন: আপনি কবিতার মাঝেমাঝে খুব সুন্দর কিছু ডেলিভারি দেন আজকে যেমন
কবিতা দাঁড় করানোর পর্বটা

২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহারে ভ্যবাচেকা কবিতা, আমারে টানে বহুত।

২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি!

৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৯

অধীতি বলেছেন: আহা! কি নির্মল কবিতা, নির্মল আবদার।

২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন: বোঝে না সে বোঝে না.....

৬| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৬

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টের ছবিটা পছন্দ হয়নি কারণ আকারে বেশি বড়।
নীল রং যদিও প্রিয় কিন্তু এই নীলটা অনেক বেশি ক্যাটক্যাটে।
ভালো লাগেনি।

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৫

স্প্যানকড বলেছেন: তাহলে কি বদলে দিব? বড় বলেই তো নজরে এসেছে। ছোট হলে কে দেখত বল ? ওকে অন্য ছবি দিচ্ছি। খুশী ???

৭| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৮

মিরোরডডল বলেছেন:




আরেহ নাহ, এখন আর বদলাবে কেনো?
পাগল একটা।
ওটা অলরেডি গন।

নতুন পোষ্টে মাথায় রাখবে, পোষ্টের শুরুতে অনেক বড় ছবি প্রথম পাতায় অনেক স্পেস নেয়, তার ওপর যেনো এমন ক্যাটক্যাটে না হয়। তাহলেই হবে।



২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: জ্বি বস, আপনে যেভাবে পথ দেখাবেন ওভাবে হাঁটব.... :)

৮| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪০

মিরোরডডল বলেছেন:




এতো কুইক বদলে ফেলেছে? :)

২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৫

স্প্যানকড বলেছেন: তোমার পছন্দ বলে কথা। হা হা হা.... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.