নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি স্প্যানকড ।
নও তুমি ভুল চিঠির ডাকবাক্স
প্রেম আমার একশতে একশো।
জানি,
এ মামার বাড়ির আবদারের মতো নয় বিষয়
বরং এরচেয়ে বড় কিছু
যা ধরবার মতো ক্ষমতা ক'জনার হয় ?
ফসকে যাও তুমি
যেমনটা ফসকায় ক্ষিপ্রগতির শট পেনাল্টি !
বাহির বলে ইশ !
ভেতর বলে বিষ!
বিষ নিয়ে আমার নিত্য চলা
সমস্ত নাটকীয়তা রেখে
নশ্বর ভুবনে বলতে আসা
দাও শাস্তি
নয় তো ভালোবাসা।
চোখ বুজে ধরে ফেলি বাজি
তুমি আমার কাল হবে
না হয় আজি
রইল আকাশ
রইল বাতাস
রইল আমজনতা স্বাক্ষী ।
তুমি আমার
আমি তোমার
প্রেমের শরিক তুমি ছাড়া
অন্য কাউকে হৃদয় মেনে নেয়নি।
২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
স্প্যানকড বলেছেন: বুঝি নাই মুরুব্বি । দু:খিত আছি না, আমি এ গ্রহের একজন। ভালো থাকবেন।
২| ২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১২
মিরোরডডল বলেছেন:
ক্যাটক্যাটে রঙের প্রতি যতদিন কবির দুর্বলতা থাকবে,
ততদিন নারী প্রেম জুটবে বলে মনে হয় না।
২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
স্প্যানকড বলেছেন: তাই নাকি! নারীর প্রিয় রঙ কি? দুর্বলতা কাটাতে কি করা যায় বলতো?
৩| ২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
মিরোরডডল বলেছেন:
দাও শাস্তি
নয় তো ভালোবাসা।
ভালোবাসা না পেলে শাস্তি এমনিতেই চলে আসবে, চাইতে হবে না ।
২৭ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! peace is the new luxury ! হা হা হা.. ভালোবাসা পেয়েও অনেকে শাস্তি পায়।
চারটি দেয়াল মানে নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
ঝাপসা চোখে দেখা এ শহর ।
--- অঞ্জন দত্ত।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৪
সোনাগাজী বলেছেন:
আপনি কি গজরিয়ায় নানীর বাড়ীতে থাকেন।