নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বারুদ এবং লোবান চ্যাপ্টার ২

৩০ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭

ছবি স্প্যানকড।

তোমাকে প্রথম দেখার পর
রচিত হলো কবিতা  
তোমাকে ছোঁয়ার পর
ভেতরের ফিলিংস
উহ!
মরে গেলাম বিধাতা।

তোমাকে হারাবার পর
যেন উড়ে গেল পোষা পাখি
খাঁচার ভেতর অগোছালো ঘর
মিলেমিশে দুজনের বাস
অবসর এবং শুণ্যতা ।

শুণ্যতার সৌন্দর্য আলাদা
রয়েছে উচ্ছাস
সবাই ওতে মেতে উঠে না।

আমি তো জানি,
কোন আগুনে রাত পোড়ে
কত উঁচুতে যায় গৌরবর্ণের শিখা। 

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৭

মিরোরডডল বলেছেন:




কমেন্ট শূন্য কেনো!!!

৩১ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩০

স্প্যানকড বলেছেন: এইতো দিলে তুমি ভরে গেল পাত্র। হা হা হা... ওসব নিয়ে ভাবি না। ভালো থেকো।

২| ৩১ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

মিরোরডডল বলেছেন:




এ চারটা লাইন ভালো লেগেছে।
গূঢ়নিহিত অর্থ আছে।

তোমাকে হারাবার পর
যেন উড়ে গেল পোষা পাখি


আমি তো জানি,
কোন আগুনে রাত পোড়ে



৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৭

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! শুনছি ডুয়া লিপার সং ( levitating ) শুনেছ কি? one of my favorite song. I like her voice.

৩| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৫

মিরোরডডল বলেছেন:




নাহ, আমি ওর গানের ভক্ত না।
আই মিন এই টাইপের গান শোনা হয় কম।

৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৪৫

স্প্যানকড বলেছেন: জিমে তো আর রবীন্দ্র নজরুল যায় না। যায় Dua lipa হা হা হা.... মাঝে মধ্যে টেস্ট বদল করি। আসলে কোথায় আছি এর উপর নির্ভর করে এবং কোন মুডে।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:০৬

মিরোরডডল বলেছেন:




শুণ্যতার সৌন্দর্য আলাদা
রয়েছে উচ্ছাস


উচ্ছ্বাস আছে মনে হয়না কিন্তু শূন্যতার সৌন্দর্য অবশ্যই আছে।
সেটা দেখা যায়না কিন্তু অনুভব করা যায়।

একবার যে এর স্বাদ পায়, তার নেশা হয়ে যায়।
কোন রিহেবেই এই নেশামুক্তি হয়না।

০১ লা নভেম্বর, ২০২৩ রাত ১২:৩০

স্প্যানকড বলেছেন: একদম ! আমার রিহ্যাব সেন্টার কবিতা প্রেম এবং বিরহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.