|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
তোমার কাছে যেতে 
আমার ভিসা, পাসপোর্ট, উড়োজাহাজ 
লাগে না কিছুই 
শুধু চোখ দুটি বুজলেই 
উফফ ! ফিলিংস সেই। 
ঐ তো তুমি কয়েকদিনের 
বাসি কাপড় ধুতে দিলে 
একটা ভাঁজ করা শাড়িতে হাত বুলালে
ন্যাপথলিনের কড়া গন্ধ আমার নাকে। 
ঐ তো তুমি কফি ঢেলে বারান্দায় দাঁড়িয়ে
কফি মগে চুমুক দিলে
চোখ রাখছ শান্ত মেঘে 
পিছনে যে মিউজিক বেজে চলেছে
তার লিরিক আমারও পছন্দ
মোটেও নয় একঘেয়ে। 
ঐ তো তুমি ঘড়ি দেখলে 
এতো সময় কে নিল কেড়ে? 
এই ভেবে সিধা স্নানঘরে 
সমস্ত শরীর ভিজে 
হৃদয় ভিজে না 
উহা ভিজতে যে প্রেম 
যাকে লাগে 
তাকে তুমি একটুও জানো না
চেন কি? 
কোথায় তার ঠিকানা? 
ঐ তুমি ফোন দিলে সমস্ত ছিল পরিচিত মুখ
বিছানায় হেলান দিলে 
টিভির চ্যানেল লাফিয়ে লাফিয়ে পাড় হচ্ছে
তবু যায় না সময় কিছুতে
পুরনো কিছু দুখ ঠায় গেঁথে ভেতরে ।  
ভাত ঘুম হয়নি অনেকদিন 
হয় কি? 
ক্লান্ত সন্ধ্যে ধীরে ধীরে 
অনুমতির তোয়াক্কা না করে ঢুকে ঘরে  
জ্বলে সন্ধ্যে বাতি । 
নিশুতিরাতে যখন রাজ্যের ঘুম নামে 
তোমার দুচোখে
আমি তখন কবিতা বোনার ছলে 
চুপ করে তোমার ঘরে
সময় থেমে যায় 
ভেতর করে হায় হায় 
মিনিটে হাজারটা চুমু তক্ষুনি মন খেতে চায় 
বা আরও বেশি 
এমন হিসেব কষি 
হোক 
হোক না নালেঝোলে মাখামাখি। 
না,
না, 
এ হয় না 
দমে যাই কারণ অকারণে 
তুমি এর কিছুই টের পাও না 
টু শব্দটি পর্যন্ত কর না।  
তোমার কাছে পৌঁছতে 
আমার চাই বাহানা 
ভিসা, পাসপোর্ট, উড়োজাহাজ 
এগুলোর কিছুই ম্যাটার করে না। 
দেখলে, 
ন্যানো সেকেন্ডের চেয়ে কম সময় 
শুধু চোখ দুটি বুজলেই 
উফফ ! ফিলিংস সেই।
 ৪৫ টি
    	৪৫ টি    	 +১/-০
    	+১/-০  ১১ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩১
১১ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩১
স্প্যানকড বলেছেন: না, কে পড়বে বলুন ? সাহস হয় না একদম। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
২|  ১১ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৬
১১ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৬
শায়মা বলেছেন: সত্যিই ভাইয়ু এবারে বই বের করো।
এত এত কাব্য জমেন যাচ্ছে। বই এর মাঝে অন্তত জমানো থাকবে।
নইলে তো আঁধার শহরে কবিতা দূয়ারে দূয়ারেই লটকে থাকবে।  তারপর হারিয়েও যাবে। 
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৮
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৮
স্প্যানকড বলেছেন: বই বের করলে পড়বেন?  তারপর ভেবে দেখব। দুয়ার খুললেই ঘরে ঢুকে যাবে ইন শা আল্লাহ 
৩|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৮
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৮
মিরোরডডল  বলেছেন: 
ঘুম ভাত হয়নি অনেকদিন
ভাত-ঘুম শুনেছি, কিন্তু ঘুম ভাত? 
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৯
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৯
স্প্যানকড বলেছেন: ঠিক করছি ভুল না হয় হইছে একটা। ধন্যবাদ।
৪|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৫
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৫
শায়মা বলেছেন: ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮০
লেখক বলেছেন: বই বের করলে পড়বেন? তারপর ভেবে দেখব। দুয়ার খুললেই ঘরে ঢুকে যাবে ইন শা আল্লাহ  
পড়বো নে কত্ত কলে!!! 
আমার ঠিকানায় পাঠিয়ে দিও ভাইয়ু!! 
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২১
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২১
স্প্যানকড বলেছেন: ঠিকানা দিয়া দেন। কষ্ট করবেন কেন?
৫|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৬
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৬
শায়মা বলেছেন: ৩. ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮০
মিরোরডডল বলেছেন:
ঘুম ভাত হয়নি অনেকদিন
ভাত-ঘুম শুনেছি, কিন্তু ঘুম ভাত?
 
মিররমনি ভাইয়ুর ঘুম ভাত হলো দুধ ভাতের মত মাংস ভাতের মত ব্যপার স্যাপার আর কি! 
মানে ঘুম দিয়ে ভাত খায়!!  হা হা টলতে টলতে দুলতে দুলতে আধা ঘুমিয়ে!!!!!!!!  
৬|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৩
স্প্যানকড বলেছেন: খাই আর কি শরীরে তাপ উৎপাদন হলেই হলো। ছোটকালে খাইছি ঘুমে। স্বভাব টা রয়ে গেছে। হা হা হা 
৭|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩০
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩০
মিরোরডডল  বলেছেন: 
মিররমনি ভাইয়ুর ঘুম ভাত হলো দুধ ভাতের মত মাংস ভাতের মত ব্যপার স্যাপার আর কি!
মানে ঘুম দিয়ে ভাত খায়!! হা হা টলতে টলতে দুলতে দুলতে আধা ঘুমিয়ে!!!!!!!! 
আমার কিন্তু মনে হয়, কবিও আমাদের পিচ্চুর মতো আরেকটা পিচ্চু।
পিচ্চুর চেয়ে সামান্য বড় হতে পারে, ভাবছি দুজনকে জোড়া পিচ্চু ডাকবো কিনা!
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:২৯
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:২৯
স্প্যানকড বলেছেন: হ মাঝেমধ্যে হাফ প্যান্ট পইড়া ঘুড়ি ! বড় হইয়া হইছে জ্বালা।
৮|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪২
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪২
শায়মা বলেছেন: সে আর বলতে!!!! 
এতই পিচ্চু আমাদেল ভাইয়ুটা যে কার্টুনের মত কথা বলে এখনও মানে কার্টুন স্টাইল। 
বিশ্বাস না হয় এক খানা ইংলিশ গানা গেয়ে রেকর্ড করে শুনাতে বলো! 
নইলে কোনো ইংলিশ কথোপকথন ভিডিও অর অডিও। 
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৩
স্প্যানকড বলেছেন: আপনার গলা ভালো তাই এমন করছেন। কয়দিন চর্চা করলে আমারটাও হবে সেই। সত্যি অত খারাপ না।
৯|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৮
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার কিন্তু মনে হয়, কবিও আমাদের পিচ্চুর মতো আরেকটা পিচ্চু।
পিচ্চুর চেয়ে সামান্য বড় হতে পারে, ভাবছি দুজনকে জোড়া পিচ্চু ডাকবো কিনা! 
 আমরা আসলে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর উত্তরসূরী !! 
 আমরা আসলে কী ?????
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৫
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৫
স্প্যানকড বলেছেন: আমরা বারুদ বোঝছ না ক্যারে? তাই এরা জ্বলে... হা হা হা 
১০|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৯
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: 
এতই পিচ্চু আমাদেল ভাইয়ুটা যে কার্টুনের মত কথা বলে এখনও মানে কার্টুন স্টাইল। 
 তুমি না বললে খুব সুন্দর করে কথা বলেন উনি !!
১১|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫৩
মিরোরডডল  বলেছেন: 
তা জানি না কিন্তু আমি এই কবির কবিতার ভক্ত।
ইউনিক, নিজস্ব একটা স্টাইল আছে লেখার।
 
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৭
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৭
স্প্যানকড বলেছেন: গলা তো শোনাইতে চাইছিলাম সুযোগ দিল কই? এখন বাটার মারে ভক্ত !
১২|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০২
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০২
শায়মা বলেছেন: ১০. ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৯০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:
এতই পিচ্চু আমাদেল ভাইয়ুটা যে কার্টুনের মত কথা বলে এখনও মানে কার্টুন স্টাইল।
তুমি না বললে খুব সুন্দর করে কথা বলেন উনি !! 
ঠিকই তো কার্টুনের ইংলিশ অনেকককককককককককককককক সুন্দর! জানিস না গাধা!
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৮
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৮
স্প্যানকড বলেছেন: আপনারে কইছে? আম্পনি নানী দাদীর কোঠায় কবে থাইকা? হা হা হা 
১৩|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৩৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: পিচ্চুর চেয়ে সামান্য বড় হতে পারে, ভাবছি দুজনকে জোড়া পিচ্চু ডাকবো কিনা! 
  নাহ্ হতাশ করলে আপা । বদ্দা অবশ্যই তোমার ছোট তবে আমার চেয়েও কম বড় না । সামান্য মোটেও না !!
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৩৮
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৩৮
স্প্যানকড বলেছেন: তোর বইন কি নানি দাদীর খাতায় নাম লিখায় ফেলছে ? কছকি মুমিন হা হা হা.. 
১৪|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৩৪
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৩৪
মিরোরডডল  বলেছেন: 
বড় হইয়া হইছে জ্বালা।
তাই? কত বড়? এখনো পিচ্চু মনে হয়।
আচ্ছা সেদিন যে বলেছিলো স্টেশনে ঘুমানোর ঘটনা, তখন কি স্কুল বয় ছিলো?
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৪
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৫৪
স্প্যানকড বলেছেন: উহু ! তখন কলেজ ছেড়ে বেরিয়ে গেছি।
১৫|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৯
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৯
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: গলা তো শোনাইতে চাইছিলাম সুযোগ দিল কই? 
শায়মাপুতো বলেই দিলো।
কবি গান গেয়ে এখানে দিবে।
হয়তো গিটারও বাজাবে।
আমরা সবাই মিলে শুনবো 
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪০
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪০
স্প্যানকড বলেছেন: ইশ ! চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে আর কি ! দিমুই না.... দেখি কি কর ?
১৬|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৩
মিরোরডডল  বলেছেন: 
এখন বাটার মারে ভক্ত !
আচ্ছা, সত্যি এবং ভালো কথা বললে সেটা বাটার?
ঠিক আছে এখন থেকে শুধু সমালোচনা হবে, প্রশংসা সাইলেন্ট থাকবে।
হ্যাপি?
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪৩
স্প্যানকড বলেছেন: হ্যাপির জামাই !  হা হা হা...  
১৭|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৯
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন:  আচ্ছা সেদিন যে বলেছিলো স্টেশনে ঘুমানোর ঘটনা, তখন কি স্কুল বয় ছিলো? 
 লা লা লা লা লাল্লা , মানে ফাঁকে তালে জেনে নিল সে কী পুরুষ নাকি যুবা !!   
  
 হাহাহাহাহা, বদ্দা আমি হাসতে হাসতে শেষ ! 
শায়মাপুতো বলেই দিলো।
কবি গান গেয়ে এখানে দিবে।
হয়তো গিটারও বাজাবে।
আমরা সবাই মিলে শুনবো  
 
 সাথে খোমা মোবারকটাও দেখাইয়ো বড় ভাই !!  এরপর হয়তো .....................................
 লা লা লা লাল্লা !
 পারলে সামাল সামাল সাথি গাইয়ো !! 
ও হ্যাঁ আমরা অবশ্যই বারুদ প্রেমের  ওমে আমরা বিস্ফারিত হৈ !!
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৩
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৩
স্প্যানকড বলেছেন: আরে রাখ কইল আর হইল !
১৮|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:২৫
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:২৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অ 
 আজকে নাকি বিশ্ব ব্যাচেলর দিবস । 
 শুভেচ্ছা জেনো বড় ভাই । আমরা চির ব্যাচেলর , হাহাহাহাহা !
  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:৫৬
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:৫৬
স্প্যানকড বলেছেন: খাটের দুই পাশ আমার ! আহ :! কি শান্তি । হা হা হা 
১৯|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৩৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আচ্ছা, সত্যি এবং ভালো কথা বললে সেটা বাটার?
ঠিক আছে এখন থেকে শুধু সমালোচনা হবে, প্রশংসা সাইলেন্ট থাকবে।
হ্যাপি? 
 এহ্ , আমার পদ্ধতি ফলো করছে !! হেহেহেহেহ !
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৪
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৪
স্প্যানকড বলেছেন: কপিবাজ বুঝলি !
২০|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪৩
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তোর বইন কি নানি দাদীর খাতায় নাম লিখায় ফেলছে ? কছকি মুমিন হা হা হা..  
 
 আবার জিগায় , বড়ই আচানক ব্যাপার হলো  উনি আন্টি বয়সের । আমার লাগি !! হাহাহাহাহাহা
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৭
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৭
স্প্যানকড বলেছেন: তোর বইন যখন মাথায় তেল চুপচুপ কইরা চুলের দুই ঝুটি আর নীল ফ্রক কইরা স্কুলে যাইতো আমি তখন প্রেমের এপিঠ ওপিঠ খতম কইরা চিল করতাছি। হা হা হা....  
২১|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:০৫
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:০৫
মিরোরডডল  বলেছেন: 
জেনে নেবার কিছু নেই পিচ্চু।
কবি যে জুনিয়র পোলাপাইন, সেইম এজ ইউ, এটা কথা থেকেই বোঝা যায়।
ঐযে বললাম, পিচ্চু থেকে সামান্য বড় হবে হয়তো।
সে কারণেই বললাম জোড়া পিচ্চু ডাকবো কিনা।
গান শোনার কথা কিন্তু আপু বলেছে, আমি সাপোর্ট দিয়ে গেলাম।
আমরা চির ব্যাচেলর,
এরকম যারা বলে তারাই সবার আগে জীবিত থেকে মৃত, আই মিন ব্যাচেলর থেকে বিবাহিত হয়।
তাই ধরে নিচ্ছি অতি শীঘ্রই সুখবর শুনবো।
নির্ব আরও বোকা বোকা কথা আছে।
আজ ঘুমাতে গেলাম তাই আর বলছি না।
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৯
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৩৯
স্প্যানকড বলেছেন: বড় হইতে চাই না যা হইছি উহা অনেকে নিতে পারে না তাই ছোট হইয়া গেছি ! বিছানার দুই পাশ আমার হা হা হা 
২২|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:১৪
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সোনাগাজী নাই আর সেই ফাকে এই সব চলতেসে। উনি থাকলে সবগুলিরে টাইট দিয়ে দিত। ব্লগে ওনার মত মুরুব্বির দরকার আছে। এই সব গারবেজরা সাবধানে থাকে।
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৪১
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৪১
স্প্যানকড বলেছেন: সাচু ভাই, মেয়ে গুলি বড্ড জ্বালাতন করে। ধ্যান ভংগ করার অভিযোগে থানায় চালান করে দেন। বেঁচে যেতাম সইত্য কইতাছি। হা হা হা 
২৩|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:১৯
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:১৯
মিরোরডডল  বলেছেন: 
এই রে সাচু আসছে শাসন করতে।
আমি গেলাম 
২৪|  ১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:৪৪
১১ ই নভেম্বর, ২০২৩  রাত ১১:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সাচু ভাই , প্রেমিককে কী রোখা যায় ?   
  
 আর আয়নাবিবি মোটেও বদ্দা আমার এইজের না !! 
নির্ব আরও বোকা বোকা কথা আছে।
আজ ঘুমাতে গেলাম তাই আর বলছি না। 
 যাক তুমি বোকা বোকা কথার গোডাউনও রাখো ? তা কবে এর থেকে শোনাবে ? ভালো কথা "বোকা বোকা কথা"  বলে আমাকে অপমান করলে !! হায়রে কপাল !!
২৫|  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৪৩
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ১২:৪৩
স্প্যানকড বলেছেন: চালাক মানুষ নিজের ছায়ার সাথে প্রেম করে আঁধার নামলে তাও পায়না। বোকারা উহা করেনা হা হা হা 
২৬|  ১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০৭
১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার @ সাড়ে চুয়াত্তর -এর কথায় মজা পেয়েছি। 
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১০
১১ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১০
শূন্য সারমর্ম বলেছেন:
বই বের করেছেন আপনি?