|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট ।
 ছবি নেট । 
অবাক হওয়ার কিছু নেই
মানুষ খুনি 
মানুষ তোলে মানুষের লাশ 
মানুষ মানুষকে ঠকিয়ে
দ্যাখো কেমন করে উল্লাস ! 
অবাক হওয়ার কিছু নেই 
মানুষ মানুষকে প্রেম শেখায়
আবার দূরে ঠেলে অযথায়
এক আসমান সম বিরহ নিয়ে 
মানুষ আগায়
করে কেমন স্বপ্নের চাষ। 
মানুষ মানুষকে বড় করে 
সেই মানুষই 
মানুষকে নিয়ে করে কত উপহাস। 
অবাক হওয়ার কিছু নেই 
মানুষ মানুষকে বুকে জড়িয়ে কাঁদে
হাঁটে গা ঘেঁষে 
দুয়ারে দাঁড়ায় যখন মরণ হেসে 
তখনও কি মানুষ 
নিজেকে নিজে না চিনে? 
মন দেয় কিসে? 
অবাক হওয়ার কিছু নেই
মানুষ নষ্ট 
মানুষ পাবে দুনিয়ার সেরা কষ্ট 
মানুষকে মানুষ করে পথভ্রষ্ট। 
মানুষ আমি 
প্রেমিক আমি
যে বিশ্বাস নিয়ে রেখেছি তোমার বুকে হাত
সে কি কেবল খোয়াব 
কোন সত্যতা নেই? 
মৃত্যুর আগে পরে মগজে শুধু ঘুরেছে এই 
তোমাকে চুমু খেলে ক্ষতি তো নেই !  
যদিও 
প্রেমিকা হিসেবে তোমাকে তেমন 
মানাচ্ছে না একেবারেই। 
" মানুষের জন্য মানুষ "
হা হা হা 
বাক্যটি একদম বেকার
চলো চিরতরে মুছে দেই। 
উপায় নাই 
উপায় নাই গোলাম হোসেন 
এ সত্য 
খাঁটি সত্য 
অবাক হওয়ার কিছু নেই !
 ২৭ টি
    	২৭ টি    	 +২/-০
    	+২/-০  ১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৯
১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৪৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব।
২|  ১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০৬
১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আসলেই খাঁটি সত্য ওস্তাদ ! 
 আজ মনে হচ্ছে ঘুম ভেঙেই তোমার দীর্ঘশ্বাসের রং বদলে গেছে !!
৩|  ১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫২
১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫২
স্প্যানকড বলেছেন: তাই নাকি !  না ঠিক আছি । যতদূর পারা যায় নিজেরে নিয়ে ব্যস্ত থাকি। একমাত্র আমিই আমার বাকী সব বেকার। এরচেয়ে বড় সত্য কিছু নাই । তাই তো বলছি, " অবাক হওয়ার কিছু নেই ! "   ভালো থাকিছ।
 ভালো থাকিছ। 
৪|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৩
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৩
মিরোরডডল  বলেছেন: 
" মানুষের জন্য মানুষ "
হা হা হা
বাক্যটি একদম বেকার
চলো চিরতরে মুছে দেই।
সত্যিই তাই।
এই কথাটির অস্তিত্ব বিনাশ হয়েছে।
  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৭
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৭
স্প্যানকড বলেছেন: হুম মেয়ে, উহা এখন কেতাবী বাক্য !
৫|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৫
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৫
মিরোরডডল  বলেছেন: 
প্রশ্ন ছিলো।
  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪০
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪০
স্প্যানকড বলেছেন: কি?  দ্যাখো, চুমুটুমু প্রেমট্রেম এগুলা দিতে পারমু না। অস্ট্রেলিয়া আসতে পারি কিন্তু উহা মাটিতে পুঁতে ফেলেছি। যার জন্য যাইতে চাওয়া সে বলেছে না। হা হা হা... 
৬|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।  
প্রেমের কবিতা ভোর রাতে লেখা ভালো নাকি দুপুরে খাওয়ার পরে লেখা ভালো?
  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫২
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫২
স্প্যানকড বলেছেন: আমার তেমন সময় টময় নেই। সারাদিন কবিতার স্তবক গুলি মাথায় ঘুরঘুর করে। সুযোগ পেলে মোবাইলে টুকে রাখি। রাতে ঘুমুতে যাওয়ার সময় মিলাতে থাকি বাক্য আবার এমন হইছে ঘুম ভেংগে গেছে হঠাৎ এক লাইন মনে হলো এভাবে আমার কবিতা দাঁড়ায়। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।
৭|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৫
মিরোরডডল  বলেছেন: 
ব্লগে কি কোন হিংস্র কিছু আছে? 
কবিকে কামড়ে দেবে এরকম কিছু?
  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৩
স্প্যানকড বলেছেন: তোমার চেয়ে হিংস্র আর ভালো করে কামড় কে দিতে পারে? আছে কোন মাই কে লাল? হা হা হা 
৮|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
মিরোরডডল  বলেছেন: 
প্রেমের কবিতা ভোর রাতে লেখা ভালো নাকি দুপুরে খাওয়ার পরে লেখা ভালো?
সাচু সাচির জন্য কোন সময় লিখেছিলো?  
 
৯|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল - মাঝ রাতে বউয়ের কথা চিন্তা করতে করতে যখন ঘুম আসতো না তখন গোসল করতাম ঠাণ্ডা পানি দিয়ে।  তারপরেও কবিতা লিখি নাই।  
  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৮
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৮
স্প্যানকড বলেছেন: হা হা হা..  শীতকালেও কি ঠান্ডা জল ??? 
১০|  ১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৫
১২ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৫
মিরোরডডল  বলেছেন: 
কেনো বললাম, জানতে চাইবে নাহ?
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৮
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৮
স্প্যানকড বলেছেন: আমারে কিছু কইলা?
১১|  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১২
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১২
মিরোরডডল  বলেছেন: 
ব্লগে লগিন করে মন্তব্যের রিপ্লাই দিয়েই দ্রুত প্রস্থান করা হয়, কিন্তু কেনো?
কেনো এই তাড়াহুড়ো? কিসের আতংক?
আরও একজন ব্লগার এই কাজটা করে।
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৪
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৪
স্প্যানকড বলেছেন: মানুষের কাম-কাজ থাকতে পারে না । কিসের আবার আতংকফাতংক? শুনি...
১২|  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৫
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আরও একজন ব্লগার এই কাজটা করে।
 আরেকজন কে আপা ?
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৫
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৫
স্প্যানকড বলেছেন: তোর বইনে সকলের খবর রাখে... কে কই যায়? কই পা রাখে হাত রাখে। হা হা হা... 
১৩|  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৩
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৩
বাকপ্রবাস বলেছেন: হ, অবাক হবার কিচ্চু নাই
মানুষ মানেই মন্দ ভাল 
কোনটা কখন গ্যারান্টি নাই
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৭
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৭
স্প্যানকড বলেছেন: এইটাই স্রষ্টার খেলা। ভালো মানুষকে খারাপ হতে দেখেছি কিন্ত খারাপকে ভালো হতে দেখি নাই। ভালো থাকবেন।
১৪|  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৬
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৬
মিরোরডডল  বলেছেন: 
ওটা আমাদের ভুম। 
যখন আসে, ম্যাক্স কয়েক মিনিট মন্তব্যে, তারপরই লগ আউট।
তাই বললাম, মনে হয় যেনো কিছু কামড়ে দিবে এই ভয়!
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৯
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:২৯
স্প্যানকড বলেছেন: উনি ভালো করেন এতে মনে শান্তি নেমে আসে দ্রুত।
১৫|  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪০
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তোর বইনে সকলের খবর রাখে... কে কই যায়?  
 কারণ ওনার ২০ বছরের পাগল সামলানোর অভিজ্ঞতা আছে !!
  ১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৫
১২ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৫
স্প্যানকড বলেছেন: ৪০ বছরের পাগল সামলাইতে পারব?
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০০
১২ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।