|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
আজকে কবিতা দিচ্ছি তবে চার লাইনের। এর পুর্বে কিছু কথা বলতে চাই। আমি আমার জগতে সচল থাকি । নিজের ব্লগ নিয়ে পড়ে থাকি। ভালো লাগলে অনেকের ব্লগে কমেন্ট করি। নিজের ভালো লাগা থেকেই করি। 
আমি স্বীকার করি আমি সস্তা কবি। আমি ভালো লিখতে পারছি না কিন্ত যে ঘেটু পুত্র আমাকে সস্তা কবি বলেছেন আমি তো ওর ওখানে মুতি না। ওটা আমার মলমুত্র ধরার মতো যোগ্যতা রাখে না। কমেন্ট তো ওর বাপের সমান। পাইলে পা ধুঁয়ে পানি খাবে। তারপরও ওর চেতনা আসে না। আসবে কি করে আমি তো আর অন্য কারোর পুত্র হয়ে নিজের মায়ের সম্মানহানি করি না। 
কেউ কেউ আমার কবিতার সাথের ছবি দেখে ছি: ছি: করে উঠেন। ওরে বাপরে ! উনারা এতো সাধু ! মনে হয় রোজ শারাবুন তাহুরা পান করেন। খাঁটি জান্নাতি লোক। খোঁজ করলে দেখা যাবে এরাই নিশুতিরাতে বউ পাশে ঘুমায় মগ্ন হয়ে থাকে শিলা কি জাওয়ানিতে ! 
উদাহরণ দেই এরা কেমন সাধু? ধরেন আমার কবিতার ছবি হলো রানা প্লাজা ধ্বংসের সময় একটা ছবি এমন দেখেছি না একজন নর এবং নারী দুজন দুজনকে জড়িয়ে আছে ধ্বংসস্তুপে। উহা দিলেও উনারা বলবে, ছি:! ছেলেটা কি?  জড়িয়ে আছে নর নারী তার ছবি দিয়েছে। আর যদি পাবলো পিকাসোর বা মাইকেল এঞ্জেলোর নারী দেহের পেইন্টিং ছবি দেই তবে তো বলে বসবে আমি ইতর ! 
এদের মতো কুৎসিত নোংরা মনের আবালদের জন্য মনে হয় রোবটের গায়ে উড়না দিতে হয়! সত্যি সেলুকাস কি বিচিত্র এরা ভদ্রলোক! 
এদের অবস্থা হলো অস্তাগফেরুল্লাহ পাই কই ! আসলে এটা একটা কৌতুকের ডায়ালগ। কৌতুকটি হচ্ছে, এক ভদ্র ঘরের সন্তান কলিকাতা গেছে ঘুরতে। সোনাগাছির কথা শুনেই বলছে, " অস্তাগফেরুল্লাহ পাই কই ? হা হা হা...  
 
যাক এ লেখা দীর্ঘ না করি ইতি টানছি। তবে চার লাইন কবিতা না হলে অসম্পূর্ণ হয়। 
বেওয়ারিশ কুত্তা 
আজীবন করে ঘেউ ঘেউ
অন্যের পা চেটে 
বাঁচার স্বাদ নেয় কেউ কেউ। 
হা হা হা....  
 ৪২ টি
    	৪২ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৭
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:১০
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:১০
অপু তানভীর বলেছেন: শেষ চার লাইন একেবারে পারফেক্ট হয়েছে । 
খাপে খাপ!
  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৮
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৮
স্প্যানকড বলেছেন: খাপে খাপ অবৈধ সন্তানের বাপ !  হা হা হা.... ভালো থাকবেন সব সময়।
 ভালো থাকবেন সব সময়।
৩|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৩
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
তবে আমার পরামর্শ থকবে ধৈর্য্যশীর হউন। কথায় আছে না সবুরে মেওয়া ফলে। শুভকামনা ।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫০
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫০
স্প্যানকড বলেছেন: ধৈর্য্য ধরেই আছি কিন্তু কয়দিন ? তাই আজকে একটা যৎসামান্য দিলাম ঢেলে। হা হা হা...   ভালো থাকবেন খুব।
 ভালো থাকবেন খুব।
৪|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৭
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:১৭
Rehan বলেছেন: শর্টটা ভাল ছিল গুরু!!  
  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫১
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন সব সময় 
৫|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:২১
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:২১
মিরোরডডল  বলেছেন: 
মনে হয় রোজ শারাবুন তাহুরা পান করেন। 
  
 
খোঁজ করলে দেখা যাবে এরাই নিশুতিরাতে বউ পাশে ঘুমায় মগ্ন হয়ে থাকে শিলা কি জাওয়ানিতে !
সো ট্রু!
লেখাটা সুপার্ব হয়েছে, দশে দশ।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৩
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৩
স্প্যানকড বলেছেন: তাই নাকি জান্টুশ !  হা হা হা...   ভালো থেকো, আনন্দে থেকো...
 ভালো থেকো, আনন্দে থেকো... 
৬|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৩০
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৩০
শাহ আজিজ বলেছেন: কাল তোমাকে লক্ষ্য করে হামাসের অকেজো রকেট ছোড়া দেখছিলাম । আজ তুমি ওদের নাগাসাকির বোমা মেরে দিয়েছ হা হা হা সাবাস বেটা !!!
  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৮
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। আপনাদের থেকেই তো শক্তি সাহস পাই। দুইটা ঘোড়া কি এমনিতেই লগে রাখি? সময় হইলে দ্রিম দ্রিম। ফালতু গুলি কি যে মনে করে নিজেকে। সে যাই হোক ভালো থাকবেন, আনন্দে থাকবেন 
৭|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:২১
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:২১
শায়মা বলেছেন: হা হা ভাইয়ু অনেকেই কমেন্ট বেশি কেউ পেলেই খেপে যায়।
তাই বলে কমেন্ট বাপ!!! হা হা এটা কি হলো!
  ১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৬
১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২৬
স্প্যানকড বলেছেন: আমার কমেন্ট পাওয়া মানে ওর বাপরে ফিরে পাওয়া !  ফালতু বাতিল মাল একটা। কি যে নিজেরে মনে করে?? ভালো থাকবেন, আনন্দে থাকবেন 
৮|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৩৮
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৩৮
রেজাউল৬১ বলেছেন: ব্লগে আপনার কবিতা  হারুনুর রশিদ সাহেবের কবিতা এবং আর একজন কবি আছেন নাম খুব কঠিন উনার কবিতা ভালো লাগে । আরো কয়েকজন বেশ ভালো কবিতা লেখেন তবে উনারা শুধু কবি না অন্যান্য লেখাও লেখেন।
ব্লগে এখন লগইন না করে মন্তব্য করা যায় না বলে, আপনার কবিতায় মন্তব্য করা হয়ে ওঠেনা। 
যে বলদের লেখার প্রেক্ষিতে আপনি এই পোস্ট দিয়েছেন সে একটা অ্যাটেনশন সিকার। আগে এর ব্লগ তার ব্লগে যেয়ে কাকুতি মিনতি করত আমার পোস্টে একটা কমেন্ট করুন। লেখক হবার খুব শখ, কিন্তু লিখতে জানে না।  এরপরে চুরি করে , কাটপেস্ট করে দুইটা বই লিখে ধরা খায়। ব্লগার পুলক ঢালী অনেক ঘটনার সাক্ষী। উনি এমনি এমনি বলেন নাই ফাঁস করে দিব। 
এই বলদ এবং তার ওস্তাদ রাম পাঁঠাটা খোয়াড়ে থাকলেই ভালো। বাহিরে যতক্ষণ থাকবে ডায়রিয়া রোগীর মত এদিক ওদিক মলত্যাগ করবে।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩১
১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩১
স্প্যানকড বলেছেন: লাজ শরম দেখি একেবারেই নাই ! জন্ম থেকেই কি ? নকল বাজ আবার বড় গলায় কথা কয়। কই বেড়ালের মতো মিউমিউ করবি। পায়ের কাছে ঘুরবি তা না বাঘ হতে চায়। সাহস কত বড় ? ফালতু একটা। সে যাই হোক। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৯|  ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৫৭
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:৫৭
ঢাবিয়ান বলেছেন: আমি শারাবুন তাহুরা পান করি না,  তবে আপনার কবিতার সাথে ছবিটার বিষয়ে আমারো আপত্তি আছে। আপনি আমাকে ক্ষ্যত বলতে পারেন , শৈল্পিক নয় বলতে পারেন । তবে ধর্মীয় মূল্যবোধ নিয়ে বড় হওয়া আমার কাছে এমন ছবি দৃষ্টিকটূই বটে। 
 যাই হোক ব্লগারদের সমালোচনা করে যিনি পোস্ট লিখসেন তিনি ফ্রন্টপেজে তার গুরুর অনুপস্থিতিতে গরু হতে চাইছে। আমারতো সন্দেহ যে এই গরু রচনাও হয়ত মেসেঞ্জার বা ইমেল এর মাধ্যমে তার গুরুর কাছ থেকে পাওয়া চিঠির কপি পেস্ট!
  ১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩৭
১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩৭
স্প্যানকড বলেছেন: ঠিক আছে দ্বিমত থাকতে পারে এজন্য আলাপ হতে পারে তাই বলে কাউকে আঘাত করে। এর তো মানসিক চিকিৎসা করানো উচিত। গরু শান্তশিষ্ট ভালো প্রাণী ওর মতো ইতর না। ওর সাথে গরুর তুলনা করলে গরু অপমানবোধ করবে ! একদম ক্লাস ছাড়া প্রাণী ! সে যাই হোক। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। 
১০|  ১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৩
১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৩
সোনালি কাবিন বলেছেন: দারুণ লিখেছেন !
যে কীনা কমেন্ট পর্যন্ত চুরি করে সামু ব্লগে দেয়, সে কীনা আপনার কবিতার সমালোচনা করে । ও যে ওর গরুর পা চাটে, সেটাই তার জন্য উপযুক্ত।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৮
১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৮
স্প্যানকড বলেছেন: এ তো দেখছি নিম্নমানের ছোটলোক ! ছি:! ছি:!
১১|  ১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০১
১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০১
বিজন রয় বলেছেন: কবিদের কবিতা নিয়েই চিন্তা করা ভাল। এই যে আপনি পোস্টের কথাগুলো লিখার জন্য যত সময় ও মেধা ব্যয় করেছেন সেটাতে আরো একটি ভাল কবিতা লিখতে পারতেন। বন্যরা একটু বন্য হয় আর কি। অযোগ্যরা অন্যের উপরেই নির্ভর করে বেশি।
ব্যাপার না।
কবিতা লিখুন, কবিতায় থাকুন।
শুভকামনা।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪১
১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪১
স্প্যানকড বলেছেন: একদম। আমি তাই করি। কবিতা নিয়ে সমস্ত সময় পাড় করি। এরপরেও আসে এসব নিম্নমানের ছোটলোক লাগতে। ক্যান? ধন্যবাদ, ভালো থাকবেন খুব।
১২|  ১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১১
১৫ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১১
রিদওয়ান খান বলেছেন: যথাযথ মূল্যায়ন।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪২
১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
১৩|  ১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৯
১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০৯
শেরজা তপন বলেছেন: শুধু চার লাইন কবিতাই কি যথেষ্ঠ ছিল না?? কবির কি আর কোন অস্ত্র লাগে?
  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০১
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০১
স্প্যানকড বলেছেন: ঠিকই কইছেন এরপরেও দিলাম একটু ঢেলে। হা হা হা....  ধন্যবাদ। ভালো থাকবেন
 ধন্যবাদ। ভালো থাকবেন 
১৪|  ১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
১৫ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৩
প্রথম সারির নিরাপদ ব্লগার বলেছেন: বেশকিছু দিন ধরে ভাবছিলাম, আপনি ফুলের বদলে রিভলবার নিয়ে ঘোরাঘুরি করেন কেন? 
 
অবশেষে, প্রশ্ন না করেও উত্তর পেয়ে গেলাম।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৩
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৩
স্প্যানকড বলেছেন: এ যুগ রিভলবার এর !  হা হা হা...   ভালো থাকবেন, আনন্দে থাকবেন
 ভালো থাকবেন, আনন্দে থাকবেন 
১৫|  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩০
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
আপনার কবিতা ভালো হয়েছে। 
তবে, অস্ত্রবাজি ভালো নয়!!!  
 
রাজীব ভাই হয়তো আপনার মাঝের সবচেয়ে ভালো দিকটা তুলে আনতে সাহায্য করতে চেয়েছেন!
যদিও ফেইল করেছেন এটা বলা যায়!!!
  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৬
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৬
স্প্যানকড বলেছেন: এই নামের কাউরে চিনি না । অন্যের ভালো বের করার চেষ্টা না করলে হয় না। এতো চুলকায় ক্যান ? কবিতা ভালো লেগেছে তাই ধন্যবাদ। ভালো থাকবেন খুব। 
১৬|  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫০
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫০
মিরোরডডল  বলেছেন: 
আমি স্বীকার করি আমি সস্তা কবি। 
Never say that again.
যে সস্তা কবি বলেছে, সে কপিপেস্ট না করে কবির মতো একটা কবিতা লিখতে পারবে!!!!
সেরকম একজনের কথায় নিজের লেখাকে কখনো ছোট করবে না।
আজ অনেককেই এখানে দেখে ভালো লাগলো।
মাঝে মাঝে এরকম ব্যতিক্রম লেখা লিখবে।
  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৯
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:০৯
স্প্যানকড বলেছেন: ওকে, এখন তো গান গাইতাছি। আহা আজি এ বসন্তে.... বসন্ত কি এসে গেছে ? কেউ কইল আর আমি উহা তা কিন্তু নয়। ভালো থেকো, আনন্দে থেকো, পাশে থেকো   কি থাকবে তো?
 কি থাকবে তো?
১৭|  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:২৭
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:২৭
মিরোরডডল  বলেছেন: 
তবে আজকের পোষ্টে পিচ্চুকে মিস করেছি  
 
  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১১
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:১১
স্প্যানকড বলেছেন: হুম, আসলেই। ওর কাল যে কি হয়েছিল ?  কে জানে? চিন্তা কইর না এসে যাবে ইন শা আল্লাহ  ভালো থেকো সব সময়
 ভালো থেকো সব সময় 
১৮|  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:২৭
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:২৭
মিরোরডডল  বলেছেন: 
ও অনেক বেশি অভিমানী, জেদও আছে।
তাই একটু টেনশন হয়।
আমিও দেখবো কতদিন আমার ওপর রাগ করে থাকতে পারে।
যদি বেশিদিন এরকম করে, তখন আমি ডুব মারবো।
আর আমি একবার গেলে খুঁজে পাবে কখনও! 
আমার জেদ সম্পর্কে তার কোন ধারণা নেই।
এনিওয়ে যাচ্ছি।
ভালো থাকবে।
  ১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:৩৫
১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:৩৫
স্প্যানকড বলেছেন: তোমার উপর কিসের এতো রাগ ? ইশ ! ভাই বইনের কি যে রাগ ! ঠিক হয়ে যাবে সব ইন শা আল্লাহ। সময় দিতে হয় সব কিছুর। গান শুনছি শাহরুখ খানের জাওয়ান মুভির " ছাল্লিয়া "। ভালো থেকো, আনন্দে থেকো। ডুব কিন্তু আমিও দিতে পারি....!
১৯|  ১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪৩
১৫ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কুৎসিত নোংরা মনের আবালদের জন্য মনে হয় রোবটের গায়ে উড়না দিতে হয়! 
..................................................................................................................
রোবটের আরার লজ্জা আসল কবে থেকে  ???
  ১৬ ই নভেম্বর, ২০২৩  রাত ২:২০
১৬ ই নভেম্বর, ২০২৩  রাত ২:২০
স্প্যানকড বলেছেন: ক্যান দেখেন নাই একবার এক রোবটের গায়ে উড়না জড়িয়ে উপস্থাপন করা হয়েছিল ভুলে গেছেন? আচ্ছা সে যাই হোক। ভালো থাকবেন খুব।
২০|  ১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:০৯
১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:০৯
রানার ব্লগ বলেছেন: এটম বোম মিজাইল যখন ছোড়াই হচ্ছে একটা স্কোর কার্ড টানিয়ে দিন ব্লগে। ফলাফল জানা যাবে।
  ১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:২৯
১৬ ই নভেম্বর, ২০২৩  সকাল ৭:২৯
স্প্যানকড বলেছেন: হা হা হা.... 
২১|  ১৬ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৪
১৬ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৫৪
মিরোরডডল  বলেছেন: 
স্প্যানকড বলেছেন: গিটার এর উপর বিশাল কাহানী আছে। একদিন কমুনে। ভালো থাকবেন আনন্দে থাকবেন।
আমরা কবে শুনবো কবি?
  ১৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩৪
১৬ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৩৪
স্প্যানকড বলেছেন: শোনাব একদিন ইন শা আল্লাহ। 
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:০০
১৫ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর