|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 স্প্যানকড
স্প্যানকড
	আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
 ছবি নেট।
 ছবি নেট। 
কার কথা বলছ?
ও,  
সেই মেয়েটি
যার খোপায় ছিল জবা ফুল 
গলায় চিকন সোনার চেইন 
যে আমাকে দেখেও দেখেনি 
অথচ আমি চেয়ে থেকেছি 
মুগ্ধ নয়নে
যেন আসমানের পরী ! 
যাকে চুমু খেতে চেয়েছি বারবার
বর্ণ যার 
অনেকটা হেরেম শরীফের 
পবিত্র কালো পাথরের মতো। 
কার কথা বলছ
ও 
সেই মেয়েটি 
যাকে বিশ্বাস করা যায়
যাকে দেখলে মনে হয়
ভাঙতে ভাঙতে আর কোন ভাঙন নেই 
ভাষা ও ভাবনার পরিবর্তন হয় অজস্র । 
তার কথা বলছ 
ও, 
সেই মেয়েটি 
যে ছিল হাওয়ায় মিশে যাওয়া 
জলজ্যান্ত ভাস্কর্য !
 ৫৯ টি
    	৫৯ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫২
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫২
স্প্যানকড বলেছেন: রঞ্জনা দেয় না কোন বঞ্চনা ! অথবা বলতে পারি " পারব না হতে আমি রোমিও তাই দুপুর বেলা ঘুমিও আসতে হবে না আর বারান্দায়। রঞ্জনা আমি আর আসব না " --- অঞ্জন দত্ত।
ধন্যবাদ আপুনি  ভালো থাকবেন, আনন্দে থাকবেন
 ভালো থাকবেন, আনন্দে থাকবেন 
২|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৬
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৬
মিরোরডডল  বলেছেন: 
স্প্যানকড
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৯
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৯
স্প্যানকড বলেছেন: কি?? বুকের ভেতর ছ্যাৎ করে উঠছে কিন্তু ! কোন সমস্যা??
৩|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৫
মিরোরডডল  বলেছেন: 
বুকের ভেতর ছ্যাৎ করে উঠছে
কেনো?
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১০
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১০
স্প্যানকড বলেছেন: এই যে তুমি যেভাবে ডাক দিলে। মনে হয় কানে বাজছে ভেতর ঘরে তছনছ। দুনিয়া হাতের মুঠোয়। অস্ট্রেলিয়া মনে হচ্ছে পাশের রুম। এক্ষুনি ছুটে যাই। কিসের ব্যস্ততা, কিসের নাওয়া খাওয়া ঘুম !  হা হা হা....
 হা হা হা.... 
৪|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৬
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:০৬
শায়মা বলেছেন: হা হা হা 
আমাদের এই তাহার নামটি রঞ্জনা কিন্তু রবিঠাকুরের! 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১২
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১২
স্প্যানকড বলেছেন: রবি বাবুর হোক আর কবি বাবুর রঞ্জনা ভালো থাকতে দিচ্ছে না। হা হা হা.... 
৫|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৩
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৩
মিরোরডডল  বলেছেন: 
কবিতার সেই মেয়েটি কি কাল আপুর পোষ্টে মেনশন করা ফ্রিজের পানি নিতে এসেছিলো যে সেই মেয়েটি?
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৩
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৩
স্প্যানকড বলেছেন: ধুর ছাই ! উহা কবে মুছে গেছে। সে তো নব্বই দশকের গল্প। তুমি যেমন তোমার গল্প বললে না আপুর ওখানে। আমিও বললাম আমারটা। আর কেন এ কবিতা তো কালকে আপুর ওখানে দিয়েছি এ মন্তব্য করার অনেক আগে। মনেও নাই ঐ মেয়ের নাম। শুনেছি বিয়ে টিয়ে হয়ে গেছে। আমাদের এলাকা থেকে চলে গেছে নব্বই এর মাঝামাঝি। তোমার কি হিংসে হচ্ছে?? উহা করতে যেও না। আমি ওসবে নাই বাকি জীবন কবিতা নিয়ে থাকতে চাই। ক্লিয়ার। 
৬|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:১৫
মিরোরডডল  বলেছেন: 
শায়মাপু তোমাকে কি সেই প্রশ্নটা করবো যেটা তখন বলতে চাইলাম?
৭|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৯
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:২৯
মিরোরডডল  বলেছেন: 
আমার কাউকে হিংসা হয়না।
কারণ ........................................
এটা যদি বলি কেমন শোনাবে, তাই না জানা থাক সেটা।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫২
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫২
স্প্যানকড বলেছেন: আমারও একই দশা । যার যার জীবন তার তার। শুনতে চাইও না। প্রতিদিন একটা আশা নিয়ে ঘুম ভাংগে কিন্তু সব আশা হয়কি পুরণ ??? হয় না। তো....
৮|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৪
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২০
লেখক বলেছেন: রবি বাবুর হোক আর কবি বাবুর রঞ্জনা ভালো থাকতে দিচ্ছে না। হা হা হা....  
হা হা কবি বাবু!!!  হা হা হা
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৩
স্প্যানকড বলেছেন: আসলেই !
৯|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: ৬. ১৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫০
মিরোরডডল বলেছেন:
শায়মাপু তোমাকে কি সেই প্রশ্নটা করবো যেটা তখন বলতে চাইলাম? 
করো করো !!! কি প্রশ্ন???
১০|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪১
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪১
মিরোরডডল  বলেছেন: 
গতকাল তুমি কসম টসম করে বললে কবির ভোক্যাল এটা ওটা, তুমি শুনেছো কিন্তু কবি বললো তুমি তার কণ্ঠ শোননি।
তার মানে তোমার সাথে কথা হয়নি।
তাহলে প্রশ্ন থেকে যায়, তুমি কবি ভেবে কার কণ্ঠ শুনেছো? কোথায় শুনেছো?
এই প্রশ্নটা করার পেছনে একটা কারণ আছে।
আগে উত্তরটা শুনি।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৫
স্প্যানকড বলেছেন: এই মেয়ে গেছে !!! চলে এসো আজ এ রাতে চলে এসো আমার কাছে প্রিয়তমা । --- রুপংকর
১১|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৭
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৪৭
শায়মা বলেছেন: ওহ এই কথা!!!
কবি ভেবে যার কন্ঠ শুনেছি তার কন্ঠ শুনেছি। 
কোথায় শুনেছি? ফোনকলে......  
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৭
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৭
স্প্যানকড বলেছেন: আপুনি কইবেন না কিন্তু কবে কখন কথা হইছে । নিজের গলা শোনাতে চায় এখন অন্যেরটা নিয়ে লাফালাফি । হা হা হা....
১২|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৯
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৪:৫৯
মিরোরডডল  বলেছেন: 
স্প্যানকডকে যতটুকু চিনেছি ব্লগের মাধ্যমে, সহজ সরল সাদামাটা, প্যাঁচ নেই।
নির্ব যা বলছিলো ব্লগের বাইরে তাদের কথা হয়েছে কিন্তু স্প্যানকড বললো, নির্বর সাথে কোন কথা হয়নি।
গতকাল তুমিও বললে।
তোমরা সবাই সত্যি কথা বলছো।
তারমানে কি নির্ব বা তুমি যার সাথে স্প্যানকড জেনে কথা বলো, ওটা অন্যকেউ? মানে স্প্যানকড নামের কোন ফেইক আইডি?
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৪
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৪
স্প্যানকড বলেছেন: আমার একটাই আই ডি আমি দোষে গুনে মানুষ ! ফেইক !!!! এ হজম হচ্ছে না কিন্তু।
১৩|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০০
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০০
শায়মা বলেছেন: হাহা ওকে ভাইয়ু!!! কইবোক লাই!!! 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। হা হা হা.... 
১৪|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৯
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:০৯
শায়মা বলেছেন: তাই তো মনে হচ্ছে যদি সেই নাই হয়!!!!
হায় হায় 
তাইলে এই ভাইয়ুর ভয়েস মিউ মিউ কিউ কিউ বাজে.... 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২২
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২২
স্প্যানকড বলেছেন: মোটেও না। আমার গলা যা আছে আলহামদুলিল্লাহ। তবে চর্চা করলে আরও ভালো হতে পারে ইন শা আল্লাহ  এ বিষয়ে নিশ্চিত থাকেন।
 এ বিষয়ে নিশ্চিত থাকেন। 
১৫|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৩
মিরোরডডল  বলেছেন: 
আমি কেনো এই বিষয়টা জানতে চাচ্ছি জানো?
যতটুকু জানি নির্ব স্প্যানকডকে পছন্দ করে, কমরেড, গুরু, ওস্তাদ, বদ্দা, বড়ভাই এভাবে কথা বলে।
কিন্তু সেদিন এমনভাবে তার সাথে কথা বলেছে, আমি একটু অবাক অবশ্যই হয়েছি।
ব্লগের বাইরে কি কথা হয়েছিলো, যাতে এমন ক্ষেপে গিয়েছিলো।
Initially I thought this is a fun, but later reaction made me surprised.
It wasn't normal. 
একদিন আগে যাদের এতো ভালো বন্ধুত্ব, একদিন পর কি হলো।
I trust both of them. 
একজন বলছে কথা হয়েছে, আরেকজন বলছে না, কেউ একজন আছে কথা বলেছে সেটা কে?
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২০
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২০
স্প্যানকড বলেছেন: আমিও অবাক ! হঠাৎ কেন এমন আচরণ ? আমি প্রথমে হালকা হিসেবে নিয়েছি কিন্তু যখন বারবার রিপিট করা হচ্ছে তখন মেজাজ খারাপ হয়েছে সত্যি ! বাজে রকমের মেজাজ খারাপ। ও ভালো থাকুক ওর মতো থাকুক। আমার কোন রাগ নাই।
১৬|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৯
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:১৯
শায়মা বলেছেন: 
একজন বলছে কথা হয়েছে, আরেকজন বলছে না, কেউ একজন আছে কথা বলেছে সেটা কে? 
গোয়েন্দাগিরি শুরু করতে হবে শায়মা হোমস হয়ে। 
কি জ্বালা আজকাল সময়ই নাই জীবনে। 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
স্প্যানকড বলেছেন: না থাক সময়ের দাম আছে। আর কে আমি ? সামান্য একটা মানুষ। যার প্রেম শুধুই কবিতা নিয়ে পড়ে থাকা.. .. 
১৭|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২০
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২০
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: আমার একটাই আই ডি আমি দোষে গুনে মানুষ ! ফেইক !!!! এ হজম হচ্ছে না কিন্তু।
আরেহ নাহ বোকা, আমি স্প্যানকডকে ফেইক বলছি না।
আমি বলছি কেউ একজন স্প্যানকড হয়ে ফেইক আইডি থেকে ওদের কোন ফিউজড করছে কি না।
বলি একটা বোঝে একটা।
আমার সহজ কথা বুঝতে এতো কষ্ট কেনো।
কারণ সেদিন স্প্যানকড বললো কথা বলেনি, আমি সেটা বিশ্বাস করি।
নির্ব বলছে কথা বলেছে, সেটাও আমি বিশ্বাস করছি।
ভালো কোন কথা বলেনি, এমন কিছু বলেছে যে নির্ব ক্ষেপে গেছে।
স্প্যানকড এমন কথা বলার কথা না, তারমানে অন্য কেউ দুজনের মধ্যে ঝগড়া বাঁধাবার জন্য এটা করছে?
see you two are no longer together.
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৭
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৭
স্প্যানকড বলেছেন: আমিও জানতে চাই। হু ইজ দ্যা মাদার......?
১৮|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৪
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৪
মিরোরডডল  বলেছেন: 
আমি একজনকে গেইজ করি।
ওদের দুজনের বন্ধুত্বকে হিংসা করে ইচ্ছে করে প্যাঁচ লাগানোর জন্য এটা করেছে।
ইনফ্যাক্ট আমাদের তিনজনের ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাচ্ছে।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩০
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩০
স্প্যানকড বলেছেন: আমার কোন কিছু এতো ঠুনকো নয়। সে প্রেম, বিরহ অথবা বন্ধুত্ব ! আচ্ছা, আমি যাচ্ছি খিদা লাগছে.....
১৯|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:২৫
শায়মা বলেছেন: ঝগড়া বাঁধালেই বাঁধায় যারা তার বোকা নাম্বার ওয়ান। 
আর সবচেয়ে বড় কথা ফেসবুক আর ব্লগকে এক সাথে টানাটাই ব্লগ জীবনের বড় ভুল।  
  
ব্লগ ব্লগের জায়গায় ফেসবুক ফেসবুকের জায়গায় থাকবে।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩১
স্প্যানকড বলেছেন: একদম !
২০|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৮
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৩৮
মিরোরডডল  বলেছেন: 
আপু একটা কথা বলি?
আমাকে যদি কেউ ম্যাসেঞ্জার থেকে নক করে তুমি বা অন্য কোন ব্লগার বলে, আমি কিন্তু স্ত্রেইট বিলিভ করবো না।
এখানে কথা বলে ভেরিফাই করে নিবো সেই পারসন কিনা।
কারণ অনলাইনে খুব সহজে মানুষ একজন আরেকজন হয়ে রোল প্লে করতে পারে। ইজি।
আমার একটা প্রশ্ন, এই যে আপু তুমি বা নির্ব, যা কে স্প্যানকড জেনে কথা বলো, আমাদের এই ব্লগার স্প্যানকড-এর সাথে কখনও কনফার্ম করেছো এটা ও কিনা?
আমিতো একদিনেই বুঝলাম এটা ও না, কারণ 
I trust this man; he's saying he doesn't have contact outside of blog.
একটা বিষয় সিওর, এমন বাজে কিছু বলেছিলো নির্বকে যে সে ফিউরিয়াস হয়ে গেছে।
তার আগে চেক করা উচিত ছিলো।
এনিওয়ে যা হবার হয়ে গেছে, 
I would say, you guys have to be very careful about online crap.
যদি কখনো কেউ কোনদিন আমি হয়ে তোমাদের সাথে কন্টাক্ট করে, প্লিজ নেভার ট্রাস্ট, check with me first. 
জেনে রেখো আমার নিক থেকে আমি কোন ফেবু একাউন্ট করিনি।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৩৯
স্প্যানকড বলেছেন: তোমার কি মনে হয় আমার খেয়েদেয়ে কাম নাই !  আমি ফোন করে যা তা বলে দিব। আজব!, ঐ মেরুদন্ডহীন প্রাণী টা কে ওটা জানার অপেক্ষায় রইলাম। ভালো থেকো, আনন্দে থেকো 
২১|  ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৫৮
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৫:৫৮
শায়মা বলেছেন: হা হা সবাইকেই অনলাইনে কেয়ারফুল থাকতে হয়।  
 
আর একটা কথা ২০০০ থেকে অনলাইনে আমি নানা কিছুতে জড়িয়ে আছি। 
কাজেই ........... অনলাইন বা ব্লগ বুঝবোনা এটা কি আমি!!!!!!!!!!!  
 
হা হা যাহোক নির্বহনকে একটা কথাই বুঝতে হবে ব্লগ এবং ফেসবুক দুইকে এক করা যাবে না।
ব্লগের কনভারসেশন রাগা রাগি বুঝাবুঝি ফেসবুক থেকে টেনে আনা যাবেই না।  
(যদি কখনো কেউ কোনদিন আমি হয়ে তোমাদের সাথে কন্টাক্ট করে, প্লিজ নেভার ট্রাস্ট, check with me first.
জেনে রেখো আমার নিক থেকে আমি কোন ফেবু একাউন্ট করিনি।) 
এমন ঘটনা কস্মিনকালে ঘটেওনি, ঘটবেও না।  আর আমি কি এত বোকা!!!  
২২|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:০৪
মিরোরডডল  বলেছেন: 
ও ভালো থাকুক ওর মতো থাকুক। আমার কোন রাগ নাই।
অবশ্যই ভালো থাকবে।
you're a good human. এমনটাই হওয়া উচিত।
আশা করবো বিষয়টা ধরতে পারবে, কেউ একজন প্লে করেছে এতো সুইট ফ্রেন্ডশিপ নষ্ট করতে।
কিছুটা সাকসেসফুল হয়েছে।
কিন্তু এখনো চাইলে দুইজন আবার আগের মতো থাকবে।
আমি মন থেকে চাই, তৃতীয় ব্যক্তির কারণে দুজনের ভুল বোঝাবুঝির অবসান হোক।
রেস্পেক্ট এর জায়গাটা যেন অলওয়েজ থাকে।
 
লেখক বলেছেন: না থাক সময়ের দাম আছে। আর কে আমি ? সামান্য একটা মানুষ। যার প্রেম শুধুই কবিতা নিয়ে পড়ে থাকা.. .. 
এটা স্প্যানকড, আমি না শায়মাপু সেটা বিষয় না, কিন্তু এই কাজটা অন্যায়।
কেউ আরেকজনের ফেইক আইডি দিয়ে সম্পর্কের মাঝে ঝামেলা বাঁধাবে এটাতো ঠিক না।
নির্বই একমাত্র ভালো বলতে পারবে কি কথা বলেছে। কেয়ামত নাকি হয়ে যাবে শুনলে, তার মানে বাজে কিছু।
 
লেখক বলেছেন: আমার কোন কিছু এতো ঠুনকো নয়। সে প্রেম, বিরহ অথবা বন্ধুত্ব ! আচ্ছা, আমি যাচ্ছি খিদা লাগছে.....
কারো কোন অনুভূতিই ঠুনকো না। কিন্তু অনুভুতিতে আঘাততো দিয়েছে।
কিছুক্ষনের জন্য হলেও একে অপরের প্রতি অশ্রদ্ধা খারাপ আচরণ হয়েছে।
এই বেলায় কি খায় কবি?
ব্লগ ব্লগের জায়গায় ফেসবুক ফেসবুকের জায়গায় থাকবে।
তাহলে এখন বোঝো কেনো আমি ব্লগের বাইরে কোনরকম কন্টাক্ট এ নেই।
ব্লগের সম্পর্কের সুইটনেস ব্লগেই থাক।
একটা ট্রাষ্টফুল ফ্রেন্ডশিপ ভেরি ইম্পরট্যান্ট।
ছেলেখেলা করে এগুলো নষ্ট করতে হয়না।
আমি একজনকে গেইজ করি কিন্তু যেহেতু প্রমাণ নেই তাই নামটা বলছি না।
আশা করি যদি আমার মেসেজ চোখে পড়ে সে বুঝবে যে আমি বুঝতে পেড়েছি।
কিছু মানুষ কোন কারণ ছাড়াই মানুষকে প্যারা দিয়ে মজা নেয়।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৫
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৫
স্প্যানকড বলেছেন: তারমানে নির্ব ওর সাথে ম্যাসেঞ্জার বা ফোনে তোমার কথা হয়েছে। ওর উচিত হয়নি যাচাই ছাড়া আমাকে এগুলো বলা। এইতো হালকা কিছু খাইলাম। মা কে দেখলাম। ওর ডায়াবেটিস ঠিক আছে কি না খাতায় নোট করে রাখলাম। এই টুকটাক কিছু কাজ সারলাম। গান শুনলাম এ্যানি মেরির ২০০২  
২৩|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১০
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:১০
মিরোরডডল  বলেছেন: 
অনলাইন বা ব্লগ বুঝবোনা এটা কি আমি!!!!!!!!!!!  |
|
তুমি অনেক ভালো বোঝো আপু, এটা জানি।
কিন্তু আমি জাস্ট বলতে চেয়েছি এই যে তুমি জানো তার সাথে কথা হয়, তার কণ্ঠ নিয়ে কথা বললে কিন্তু এখন সে বলে তার কোন কথা হয়নি। তারমানে তার পরিচয়ে অন্যকেউ। ক্রসচেক করা হয়নি আগে।
তুমি এসব বিষয় অনেক ভালো বোঝো ফর সিওর।
তাই তোমাকে কিছু বলার নেই আপু।
বিশেষ করে সামুর বিষয়ে আমরা তোমার কাছ থেকে শিখবো।
আমরা সেইভাবে বলতে গেলে কিছুই জানিনা, অনলি ফিউ ইয়ারস।
২৪|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৯
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: তোমার কি মনে হয় আমার খেয়েদেয়ে কাম নাই ! আমি ফোন করে যা তা বলে দিব। আজব!,
স্প্যানকড বার বার নিজের কাঁধে নেয় কেনো?
আমিওতো এটাই বলেছি স্প্যানকড এরকম করার মানুষ না।
এটা অন্য কেউ।
মন্তব্যগুলো ঠিকভাবে পড়েনা।  
 
আমার কথা কি অনেক কমপ্লিকেটে, বুঝতে কষ্ট হয়?
এমন করে বললে আর লিখবোই না।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪১
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪১
স্প্যানকড বলেছেন: এই যে হুদাই রাগ করে । যে করেছে সে সুস্থ মানুষ নয়। তার চিকিৎসা দরকার।
২৫|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এই ব্যাপারটার এখানেই অবসান হোক ।  আর কোন কথা হবে না এই নিয়ে ! 
 না , এখানে  কেউ শত্রুতা করছে না আর করবেও না । যে বা যারা করছে তাদের  আয়নাবিবি চোখেও দেখছে না । তাদের একজনের সাথে সেদিন তর্ক করেছি আমি একাই । সেদিন আয়নাবিবি দেখেও দেখেনি যেন । 
আমার কারও ওপর রাগ নেই । নিজের ওপর আমার সমস্ত রাগ । নিজেকে আমি প্রচণ্ড ঘৃণা করি । আমার জীবনে গত কয়েকটা দিন যা ঘটে গেছে তার জন্য এমনিতেই আমি মনোকষ্টে ভুগছি । তাই আমি নিজেকে অন্তরীণ করে রাখি !! 
 আর কমরেড , একবার বলেছিলাম না আমি তোমার চোখের পেছনে মগজে কী চলছে তা বুঝতে পারি ? আমি সত্যিই পারি কমরেড , আমি সত্যিই পারি !! 
তোমার কবিতার যশ আরও বাড়ুক এই কামনা করি !! 
 ভালো থেকো সবাই !!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৪
স্প্যানকড বলেছেন: আমিও চাই এর অবসান। ভালো থাকিছ। বহু কিছু করার আছে দেবার আছে। সো বি এ ম্যান! ধন্যবাদ। আনন্দ নিয়ে বাঁচিছ।
২৬|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৪
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৪
মিরোরডডল  বলেছেন: 
লেখক বলেছেন: তারমানে নির্ব ওর সাথে ম্যাসেঞ্জার বা ফোনে তোমার কথা হয়েছে। 
এতক্ষন পড়ে এই বুঝলো??????
আমার কারো সাথে ব্লগের বাইরে কোন কথা হয়নি, কন্টাক্ট নেই।
আর কথা বলবো না, কি লাভ! বলি একটা বোঝে একটা।
আমি বাংলায় লিখছি।
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৭
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৭
স্প্যানকড বলেছেন: আহা রাগের কি !  সবাই কি স্প্যানকড !  ওর সাথে কথা হতেই পারে। আমি শুধু জানতে চাইছি। বেশী রাগ করলে কিন্তু চুমু খামু..... হা হা হা....
 হা হা হা.... 
২৭|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০২
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:০২
মিরোরডডল  বলেছেন: 
তাদের একজনের সাথে সেদিন তর্ক করেছি আমি একাই । সেদিন আয়নাবিবি দেখেও দেখেনি যেন ।
কি বলে গেলো, কিছুই বুঝলাম না।
কি দেখেও দেখিনি !!!!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৪
১৭ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:০৪
স্প্যানকড বলেছেন: আসলে কি হইছে ওর ? পোস্ট সরিয়ে ফেলেছে আজব। এই তুমি ব্যাপারটা দেখ তো সিরিয়াসলি প্লিজ। ভালো থেকো 
২৮|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:১৯
শেরজা তপন বলেছেন: তাদের একজনের সাথে সেদিন তর্ক করেছি আমি একাই । সেদিন আয়নাবিবি দেখেও দেখেনি যেন  
~আমার একটা পোস্টে সেদিন একটা ব্লগারের সাথে তার একটু তিক্ত বচন হয়েছিল সম্ভবত সেটা নিয়েই তিনি বলেছেন। 
আপনাদের এত এলোমেলো তর্ক বিতর্কে বেহুদা প্যাচালে আজকে একটা মজার পোস্ট রেডি করে দিতে গিয়েও দিলাম না 
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫২
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫২
স্প্যানকড বলেছেন: আপনিও রাগ করলেন! কামডা কিন্তু ভালা হইল না। অপেক্ষায় রইলাম।
২৯|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৫
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৫
মিরোরডডল  বলেছেন: 
আমার জীবনে গত কয়েকটা দিন যা ঘটে গেছে তার জন্য এমনিতেই আমি মনোকষ্টে ভুগছি ।
কথা ছিলো সবাই সবার বন্ধু হয়ে মিলেমিশে থাকবে।
একজনের মনোকষ্ট থাকলে অন্যরা তাকে সেখান থেকে বার কয়ে নিয়ে আসবে।
দেখা যাচ্ছে কেউ সেটা মেইনটেইন করছে না।
শেয়ার না করে হাইড করে রাখলে কেমন করেই বা সাপোর্ট করবে!
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
স্প্যানকড বলেছেন: একদম !
৩০|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৮
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:২৮
মিরোরডডল  বলেছেন: 
আপনাদের এত এলোমেলো তর্ক বিতর্কে বেহুদা প্যাচালে আজকে একটা মজার পোস্ট রেডি করে দিতে গিয়েও দিলাম না 
প্লীজ শেরজা এখনই দিবে।
৩১|  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৩
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৩
মিরোরডডল  বলেছেন: 
মা কে দেখলাম। ওর ডায়াবেটিস ঠিক আছে কি না খাতায় নোট করে রাখলাম। 
এতো লক্ষ্মী একটা ছেলে!
That's why I like you.
God bless you.
  ১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৭
১৭ ই নভেম্বর, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৭
স্প্যানকড বলেছেন: মা ছাড়া আছে কে ? বাবা তো চলে গেল। এখন ও সব। লক্ষী ছেলে না, একদম বাঁদর ছেলে একটা। একজনের প্রেমে পুড়ছে নাম তার আয়না   হা হা হা...
 হা হা হা...   বাই দ্যা ওয়ে ডু ইউ লাভ ক্রিকেট? অস্ট্রেলিয়া কিন্ত ফাইনালে। জিতে গেলে কি খাওয়াইবা ?
 বাই দ্যা ওয়ে ডু ইউ লাভ ক্রিকেট? অস্ট্রেলিয়া কিন্ত ফাইনালে। জিতে গেলে কি খাওয়াইবা ? 
৩২|  ১৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫২
১৮ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫২
বিজন রয় বলেছেন: হা হা হা হা .......
শায়মা আর মিরোরডল এই কবিতার নাম।
  ১৮ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:২৯
১৮ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:২৯
স্প্যানকড বলেছেন: হা হা হা...   কথা সত্য। ভালো থাকবেন খুব।
 কথা সত্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২০
১৭ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:২০
শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক ঠিক !
আমরা তাহার কথাই বলছিলাম!!
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে-
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা॥