নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ৭।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

ছবি নেট।

মগজ জুড়ে হাঁতুড়ি পেটানোর শব্দ
যে কবিতার স্তবক গুলি এলোমেলো
আমি উহা ঠিক করতে মহাব্যস্ত।

আমরা প্রতিবাদ স্বরুপ চেঁচাই
ওতে কাজ না হলে মানুষ পোড়াই
দেয়াল লিখে ভরে ফেলি
পোষ্টারে মুখ ঢাকে অলিগলি
টক শো আজকাল সব চ্যানেলে অমৃত 
অতটা টানে না কোন মুভি যা অস্কার প্রাপ্ত।

আমরা নেতাদের কথা শুনি
যেন একদল ফেরেস্তা
উনাদের চরিত্রে নাই কোন কাঁদা
সমস্ত ধবধবে সাদা !
উনারা মাথায় রাখলে হাত
স্বর্গ!
স্বর্গ!
দ্রব্যমূল্য
বাসা বাড়া
সংসার খরচ
যেন আসমানের দুয়ার খোলা কোন মিরাকল 
অটোমেটিক মিলে যায় ওসব কেমন হঠাৎ
কিয়া বাৎ! 
কিয়া বাৎ! 

আমরা কোটি টাকার বিনিময়ে
নায়ক নায়িকা ভাড়া খাটিয়ে
দুই চার মিনিটের চুমু
কিছু মিলনের দৃশ্য রেখে সিনেমা বানাই
আহ ! প্রেম
পর্দাতে কাঁপন ঝড়
বাস্তবে তোমার ছিটাফোঁটা নাই
এমন ছিনালি পনা
আমরা আজকাল খুশিতে লুকাই
মানুষ ছাড়া
অন্য প্রাণীর মুখে মুখোশ কিন্তু নাই!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

বাকপ্রবাস বলেছেন: হুমমমমমমম। টিকটক জাতি হয়ে যাচ্ছি

০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২

স্প্যানকড বলেছেন: লাগামহীন জাতি ! মেরুদণ্ড হীন ও বলা যায় ! ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমাদের মেরুদন্ড যেন ভেঙ্গে গিয়েছে-- অন্যভাবে বলা যায় গা সওয়া হয়েছে গিয়েছে। অনেকে বলে, যা হয় হোক তা আমার কি ? এখন বেশির ভাগ মানুষ গা বাচিয়ে চলে। কি একটা অবস্থা --। সব মিলিয়ে কবিতাখানি আমার মনে ধরেছে।
শুভকামনা কবি।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

স্প্যানকড বলেছেন: হুম, অনেকটা এরকমই ! সামনে আরও নুয়ে পড়বে মানুষ ভবিষ্যত অন্ধকার। মনে কিছু নিবেন না, আপনার নামের প্রথম যা শেষেও তা। মানে একই অর্থ কি না এই যে " লাইলী আর লায়লা " হা হা হা :) ধন্যবাদ। ভালো থাকবেন :) আনন্দ নিয়ে বাঁঁচবেন :)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

কামাল১৮ বলেছেন: ৭১ রে একবার মেরুদন্ড সোজা করে দাড়িয়ে ছিলো, প্রয়োজনে আবার দাঁড়াবে।নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে জাতি।অপেক্ষা করছে আগমনের।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬

স্প্যানকড বলেছেন: মনে হয়না আবার দাঁড়াতে পারবে। যেখানে ছাত্র রাজনীতি মানে কিভাবে দ্রুত বড়লোক হওয়া সেখানে দাঁড়ানো অসম্ভব । এর জন্য রাজনীতিবিদ গন দায়ী। নেতারা আমাদের দেখিয়ে দিয়েছে কি করে আন্দোলনের ফসল হিসেবে শুধু তাদের ছেলে মেয়েদের কব্জি ডুবিয়ে দুধভাত খাওয়ার ব্যবস্থা করা। আশা যেমন আপনি করেন তেমনি আমিও করি। একটা অফিস আছে যেখানে ঘুষ না খাওয়া হচ্ছে? আসলে মাথায় পচন ধরে গেলে উহা সমস্ত শরীর শেষ করে দেয়। ভালো থাকবেন :) কানাডায় ঠান্ডা কেমন ?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

বিজন রয় বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হলো সমাজে এখন অনেক কিছুই সস্তা, লোক দেখানো।
আসলেই তাই।

সুন্দর কবিতায় +++++!!

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:০৭

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ। এখন চলছে নড়বড়ে সময় সামনে আসছে ভয়ংকর সময় ! ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.