নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ৮

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

ছবি নেট ।

এ তুমি কি সেই তুমি?
যাকে খুঁজি দিবানিশি
এ তুমি কি সেই তুমি?
যার জন্য নিজেকে
খতম করতে রাজি।

এ তুমি কি সেই তুমি?
যার জন্য শুকনো ঠোঁটে
ঝুলে থাকে রোদেলা হাসি
যদিও
তা বহুদিনের উপোষী।

এ তুমি কি সেই তুমি?
যার জন্য ক্ষত পুষি
যাকে ছাড়া মনে হয়
মৃত্যু কাছাকাছি।

এ তুমি কি সেই তুমি?
ঢেকে রাখা কিতাবের গিলাফ যেন
চুমু খেয়ে তবেই স্পর্শ করতে হয়
আস্তে আস্তে খুলতে হয় ।

উন্মাদ হতে বাকি রেখেছ কি !
এক্সক্লুসিভ খবর পেশ করছি
যদি বলো ভালোবাসি
থামিয়ে দিতে পারি ইস্রাফিলের বাঁশি !

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: এই তুমি কেমন তুমি তা আপনার কবিতার মাধ্যমে জেনে নিলাম।

হেলুসিনেশন। চ্যাপ্টার ৮............ এটা কত চ্যাপ্টার পর্যন্ত এগুবে?

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮

স্প্যানকড বলেছেন: দেখি কতদূর যাওয়া যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব :)

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ!

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: প্রেমোম্মাদ হয়েছেন ঠিকই

০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬

স্প্যানকড বলেছেন: আবার জিগায় ! ধন্যবাদ।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পাগলকরা প্রেমের উপখ্যান ফুটে উঠেছে কবিতায়। কবিতা কিন্তু সুন্দর এবং অনবদ্য হয়েছে কবি।আরো কবিতার প্রত্যাশায় রইলাম।
শুভকামনা নিরন্তর।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এতটা আস্পর্ধা ঠিক না। আপনি তো সামান্য একটা মানুষ মাত্র। শেষের লাইনটা চেঞ্জ কইরালান

০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

স্প্যানকড বলেছেন: আস্পর্ধা দেখাই নাই। সব কিছু সৃষ্টির পিছনে প্রেম রাইট। সে প্রেম যদি সবাই ঠিকঠাক পেয়ে যায় আর আল্লাহর কাছে মাথা নোয়ায় তাহলে কেয়ামত হয় ক্যামনে? কেউ যখন আল্লাহকে না মানবে সেদিন তো কেয়ামত নাকি ! প্রেম পেলে যদি সব আল্লাহ ভক্ত হয়ে উঠে তাহলে থেমে যাবে ইস্রাফিলে আ: এর বাঁশি। আমি এ বোঝাতে চাইছি। শুকরিয়া স্বরুপ সবাই আল্লাহ ভক্ত হয়ে উঠলে কেয়ামত হবে? যদিও উহা হবে না কারণ কেউ আসল প্রেমে নাই। আল্লাহ ভক্ত মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন কে দিন। আমি অন্যকোন অর্থে বলিনি কিন্তু। ধন্যবাদ। ভালো থাকবেন :)

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

মিরোরডডল বলেছেন:





কবির এখানে যখন ব্লগারদের আসা যাওয়া দেখি, তখন ভালো লাগে।

আমাদের এই কবি একটু পাগলা পাগলা।
কবিতা ভালোই হয়েছে।

গতকালের লেখা ভালো হয়েছিলো কিন্তু কিছু শব্দের ব্যবহার ভালো লাগেনি বলে কমেন্ট করিনি।


০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

স্প্যানকড বলেছেন: আমি জানি। আপনি অতিশয় ভদ্র। পাগল বলেই থাক কইয়া আর ব্যান খাইতে রাজি না। এমনিতেই বহু কিছু খাইতাছি। ভালো থেকো :) আনন্দ নিয়ে থেকো :) ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.