নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
একই দৃশ্য বারবার দেখি
কলা পাতা রঙের শাড়ী
গ্রীবা নীচু তোমার লাজুক হাসি
দৃশ্যটি এতোটাই প্রিয়
ভুলে যেতে বাধ্য হই
দুনিয়ায় এতো যে হইচই।
ভেতরের ক্ষতগুলি ইদানীং
একটা অন্য রিদম সৃষ্টি করে
শিশুর মতন
চার পায়ে হাঁটে
খুব বেশী খাটে
তুমি এলে হয়তো
চলে আসতো পরিপূর্ণ আকারে।
যদিও আজকাল
গ্যারান্টি নেই কিছুতে
ভয় নেই
তাই হার জিতে ।
কাকে বিশ্বাস করি
বলো তো?
স্রষ্টা ?
না,
তোমাকে?
আমার কবিতা এবং বুলেট
দুটোই বলতে গেলে এক
হাজির হলে তীব্র কোলাহল
এফোড় ওফোড় করে
মস্তিষ্ক থেকে হৃদয়
বাড়িয়ে দেয় রক্তের স্রোত।
এতো বেসামাল কথাবার্তার ভীড়ে
নীচের লাইনটা খাস
" প্রেম মানে নজিরবিহীন নিরাপত্তার নাম "
আর তোমরা মগজে স্থাপন করেছ কি না
প্রেম মানে,
জরায়ুতে ফোটা ফোটা স্পার্ম
না হয়
মুঠো ভর্তি নেশার যাবতীয় সরঞ্জাম !
০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ তন্দ্রাকুমারী। ভালো থাকবেন সব সময়
২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০
বিজন রয় বলেছেন: আপনার এই কবিতার শেষের দিকে পড়ে আমার একটি কবিতার লাইন মনে পড়ে গেল।
"প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া"............ এই ব্লগে পোস্ট দেওয়া আছে।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৭
স্প্যানকড বলেছেন: একদম। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৪
মিরোরডডল বলেছেন:
"প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া".
এটার বাংলা মানে কি? কথাটা বুঝিনি।
মানে সহজ বাংলায় কি বোঝায়?
০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৮
স্প্যানকড বলেছেন: বিজন রয় ভালো বলতে পারবে।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫
মিরোরডডল বলেছেন:
কবি তাহলে না বুঝেই বিজনকে প্রতিমন্তব্য করলো
০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০০
স্প্যানকড বলেছেন: আমি একটা বুঝেছি উনি হয়তো আরেকটা মিন করেছেন। এখন কবিতাটি তাঁর। আমি কি করে এর ব্যাখ্যা দিতে যাই। এটা কি ঠিক হবে? তবুও বলছি, আমি তো ভেবেছি এমন যে, প্রিয়তমার সাথে সংগমে আরেকটা নতুন সৃষ্টির সুচনা করা। নতুন প্রাণের সৃষ্টি নতুন আরেকটি কবিতা নতুন আরেকটি জীবন সংগ্রাম এমন কিছু। ভালো থেকো
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড ,
এখানটা সুন্দর --
গর্দান নীচু কারো লাজুক হাসি দেখে দুনিয়ার যতো হৈ-চৈ ভুলে যাওয়া যায় !
এরই নাম প্রেম......
০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০১
স্প্যানকড বলেছেন: ঠিক কিন্তু আজকাল প্রেম হয়ে গেছে জরায়ুতে স্পার্ম আর না হয় মুঠো ভর্তি নেশার যাবতীয় সরঞ্জাম ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:০৬
দুই পয়সার ছেলে বলেছেন: এটা কি এমন কবিতা!অনেকে আবার বাহবাও দিচ্ছে! হায় রে!অখাদ্য। ভালো কিছু লিখুন
০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮
স্প্যানকড বলেছেন: আপনি তো দুই পয়সার আরো উপরে আসার চেষ্টা করুন। বাসায় জানে তো?
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪
মিরোরডডল বলেছেন:
আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড ,
এখানটা সুন্দর --
গর্দান নীচু কারো লাজুক হাসি দেখে দুনিয়ার যতো হৈ-চৈ ভুলে যাওয়া যায় !
এরই নাম প্রেম......
গর্দান শব্দের ব্যবহার না হলে, বাক্যটা আরও সুন্দর হতে পারতো।
লাজুক হাসির সাথে গর্দান শব্দটা যায়?
এর কোন সুন্দর বাংলা সমার্থক নেই?
গ্রীবা হতে পারতো, অথবা অন্যকিছু।
গর্দান শুনলেই মনে হয়, জল্লাদ গর্দান কেটে ফেলবে এরকম কিছু
০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! গ্রীবা লিখলে প্রেম প্রেম ভাব আসে না ? আইচ্ছা চেঞ্জ করলাম সুন্দরী। মন খারাপের কিছু নাই। ভালো থেকো
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: সুন্দর কবিতা।