নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমাকে নিয়ে একটা সিনেমা বানানোর প্লান করি
নায়িকা কে হবে
ও চিন্তায় ভীষণ মরি
কেউ কি আছে তোমার তুল্য ?
অমন আয়তলোচন
পান পাতার মতো মুখশ্রী
রিষ্ট পুষ্ট ঠোঁট, গ্রীবা
কোমর ছাপিয়ে
নীচে নেমে গেছে দীঘল কালো চুল
চওড়া কাঁদ
সিংহ কটি
সি কাপের স্তন
না,
কেউ নেই।
সয়া সসের রঙে সন্ধ্যে কাছে ঘেঁষে
সরকারি নিয়ন উহাকে রঙিন করার জন্য জ্বলে
ছবির প্রথম দৃশ্য কি হবে?
শুটিং কি আউটডোর
না, ইনডোরে?
প্রথম সংলাপ কেমন
কোন সিন আগে হলে
দুর্দান্ত হবে গল্প
বারবার ভাবি অল্প অল্প।
আমি এসব ভাবনায় এতদূর যাই
বাড়ি ফেরবার পথটা ভুলে যাই
অন্য এক গ্রহে চলে যাই
যেখানে আমি তুমি
জনমানবহীন শান্ত চুপচাপ প্রকৃতি
যেখানে শেখ মুজিব, জিয়া,
হাসিনা, খালেদা আদর্শিক দ্বন্দ্ব নাই
বাঙালি?
না, বাংলাদেশী?
এমন আইডেন্টিটি ক্রাইসিস নাই
বাসে পুড়ে মরার মতো আন্দোলন নাই
ইসি, মার্কিন যুদ্ধ নাই
অনেকটা সেই আদম হাওয়ার অনুভূতি
আচ্ছা,
অমন দীর্ঘ বিচ্ছেদের পর পুণরায় মিলন
কি ছিল আদম হাওয়ার প্রথম সংলাপ?
সালাম ?
ভালোবাসি?
এতদিন কোথায় ছিলেন ?
না,
সিধা জাপটে ধরে চুমুর পর চুমু
এসব কথা ধর্মগ্রন্থে ক্যান উল্লেখ নাই ?
তাহলে স্রষ্টার কি শুধু বিচ্ছেদ প্রিয়?
মিলনে দেখছি বিন্দুমাত্র আগ্রহ নাই!
আমি তোমাকে নিয়ে কতকিছু ভেবে যাই
কত রাত একা জাগে
কত চাঁদ গোমড়া মুখে
গিটারে ধুলো জমে
প্রিয় সুর বড্ড বেখাপ্পা আজ লাগে
তোমাকে নিয়ে একটা সিনেমা
অন্তত হওয়া চাই।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
স্প্যানকড বলেছেন: তাই তো হয়ে উঠে গান, কবিতা, উপন্যাস, নাটক, সিনেমা। সত্যি বলতে মানুষ পর্দার প্রেমে কাঁদে বাস্তবে এসবের দেখা মিলে না। আর যারা অমন প্রেম পায় তাদের সংখ্যা এতো কম যে উহা নজরে আসে না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন
২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: শেষটা শুধু প্রতীক্ষা প্রতীক্ষা । প্রতীক্ষায় মাইনাস । মিলন যেন হয় ।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৩
স্প্যানকড বলেছেন: মিলন হবে কতদিনে? ও মিলন হবে কতদিনে? আমার মনের মানুষেরও সনে.... হা হা হা ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০
মিরোরডডল বলেছেন:
এসব কথা ধর্মগ্রন্থে ক্যান উল্লেখ নাই ?
তাহলে স্রষ্টার কি শুধু বিচ্ছেদ প্রিয়?
মিলনে দেখছি বিন্দুমাত্র আগ্রহ নাই!
স্রষ্টার সাথে সাক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু মনে করে অবশ্যই করবে।
আমার যে কত প্রশ্ন, বিশাল লিস্ট! সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতে যেগুলো জানতে চাইবো
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১১
স্প্যানকড বলেছেন: লিস্ট আমারও বড় এ তো সংক্ষিপ্ত। উনি চালাক পাশ করে যাবেন এমন উত্তর দিবেন যে আমরা শান্ত হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে যাবো। এজন্য তিনি স্রষ্টা। সমস্ত কঠিন প্রশ্নের সহজে করে ফেলবেন সমাধান। তা আজ কি বেশী কাজ করলে অনেক দেরিতে আসা যে তাই জিজ্ঞেস করলাম। ধন্যবাদ, ভালো থেকো
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪১
মিরোরডডল বলেছেন:
উনি চালাক পাশ করে যাবেন
যতই পাশ কেটে যাক
প্রশ্ন করতেই হবে
প্রয়োজনে ছাই দিয়ে
চেপে ধরতে হবে
নো ছাড়াছাড়ি
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১১
স্প্যানকড বলেছেন: আবার জিগায় ! নো ছাড়াছাড়ি হা হা হা ভালো থেকো
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫২
মিরোরডডল বলেছেন:
তা আজ কি বেশী কাজ করলে অনেক দেরিতে আসা যে তাই জিজ্ঞেস করলাম।
আমিতো সকাল দুপুর সন্ধ্যা রাত অনেকবারই আসি, আজো এসেছিলাম।
ঘুম যাবার আগে একবার ঘুরে যাই, এই যেমন আসলাম।
গুরু ঘর বানাইলা কি দিয়া
দরজা জানলা কিছু নাই
কেমনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭
স্প্যানকড বলেছেন: গানটি শুনেছি। জেমস এর সেরা গান মা আর বাংলাদেশ। এ দুটো শুনেছি অনেকবার। আসলে গান শুনি খুব কম যেমন কদিন আগে শোনলাম, Ellie goulding এর ফিফটি শেডস অফ গ্রে মুভির " la la love me like you do, ta ta touch me like you do, what are waiting for..... শুনেছ কি? ভালো থেকো
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৩
কামাল১৮ বলেছেন: রাজলক্ষ্মী একবার বলেছিলো,চলো এই নির্জনে তুমি আমি সারা জীবন কাটিয়ে দেই।শ্রীকান্তের উত্তর ছিলো,তাতে তোমার চলবে কিন্তু আমার চলবে না।সারা জীবন একে অপরকে ভালো বেসে গেছে কিন্তু মিলন হয় নি।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৯
স্প্যানকড বলেছেন: মিলন এবং বিরহ দুটোর আলাদা চার্ম আছে কিন্তু কেউ পজিটিভ থাকে কেউ নেগেটিভলি নিয়ে নিজের, পরিবার এবং সমাজ ও দেশের ক্ষতি করে এই যা !
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
প্রামানিক বলেছেন: এরকম জীবন সবাই আশা করে পায় না