নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
জানিয়ে দেয় সময়
মর্তলোকের যে প্রান্তে যাও
যত মানুষকে সুধাও
কেউ সুখী নয়
কেউ সুখী নয়
প্রকৃত সুখ বলতে কিছুই নেই জগতে
ইশ্বর সদা তাই কয়।
এ সত্য মেনে
ঘুমিয়ে পড়ি হতাশার বাতাস টেনে
ইচ্ছে করে,
তোমাকে জড়িয়ে চুমু খেতে খেতে
আঁতুড়ঘরে খেলায় মত্ত
এক শিশুর মতো জনম যেন হয়।
তোমাকে দেখতে না পেলে
আকাশটা চুরমার করে দিতে ইচ্ছে করে
মনে হয়
কে যেন খুলে দিয়েছে নরকের সবকটি দুয়ার
অসহ্য যন্ত্রণায় ধনুকের মতো বাঁকা
মটমট শব্দে ভাংগে আমার সবকটি হাড়
সর্বক্ষেত্রে হিমসিম খেতে হয়।
আগুনে পোড়ে সেকেন্ডের চেয়ে কম সময়
ভস্ম হয় এ হৃদয়
আর
দুনিয়া হয়ে উঠে মৃত্যুপুরী
মারা পড়েছি
তোমাকে না পেয়ে যথার্থ নিশ্চিত হয়েছি
থেমে যায় চলমান সকল সভ্যতা এবং নদী
বোঝ না তুমি
শিরোনামে কি বিস্তারিত সমস্ত বলা হয় ?
জানি তো,
আঘাত করবে না
খাবে না চুমু
কাছেও আসবে না
সাহায্য করবে না বিষপানে
এরপরেও আমি বেসামাল
যেখানে প্রতিদিন তোমার ঘোরে
আমার সূর্য
উদিত এবং ডুবন্ত রয় ।
ঝুমকোলতা এবং কাঁটায় ঘেরা ঝোপের ভেতর
ঠোঁট ঘষে যে জংলী কইতর
যার পালকে রোদ হাসে
যে সারি সারি পাইন গাছ
বৃষ্টি জলে ভিজে পিচ্ছিল
কসম ওদের
তুমি আমাকে উন্মাদ করে দাও
প্রেমের সুর মূর্ছনা গোটা ঘরময়।
মাতাল করে উধাও তুমি
টলতে টলতে ফিরে আসি
কবিতার ব্যারাকে
তুমি ছাড়া সমস্ত ইবাদত
ব্যর্থ শুধু হয়।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
স্প্যানকড বলেছেন: ভালো লাগে না কিছুতে....
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০১
প্রামানিক বলেছেন: ভালো লাগল
১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
নীলসাধু বলেছেন: ভালো লাগল কবিতা।
তবে শুরুতে কবিতায় যে গতি ছিল তা শেষে এসে পাওয়া যায়নি।
কবির জন্য শুভকামনা।
১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
স্প্যানকড বলেছেন: গতি না থাকার কারণ ধরতে পারেন নাই? এই যে " তুমি ছাড়া সমস্ত ইবাদত ব্যর্থ শুধু হয় "। ভালো থাকবেন খুব ধন্যবাদ
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২
নীলসাধু বলেছেন: এখন বুঝলাম গতিহীনতার বিষয়টা
১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
কামাল১৮ বলেছেন: সুখ বেশি না দুঃখ বেশি।এ নিয়ে অনেক বিতর্ক আছে।আমার দৃষ্টিত্ সুখ বেশি।রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তার এক প্রবন্ধে বলেছেন ,দুঃখ বেশি হলে দড়ি কলশি লইয়া টানা টানি পড়িয়া যাইতো।
অঞ্জন দত্তের গান,তুমি না থাকলে
১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১২
স্প্যানকড বলেছেন: বেঁচে আছি এই তো বেশী ! তুমি আছ বলে নাক ঘষাঘষি... হা হা হা শুধুই কল্পনা ভালো থাকবেন সব সময় ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
মিরোরডডল বলেছেন:
প্রকৃত সুখ বলতে কিছুই নেই জগতে
না থাকাটাই সঠিক।
সুখের পাশাপাশি দুঃখ আছে বলেই আমরা বুঝতে পারি সুখের অনুভূতিটা কিরকম।
তাই দুঃখের পর যখন সামান্য সুখ আসে, সেটাকে অনেক বেশি চেরিশ করতে পারি, একটু একটু করে আস্বাদন করি।