নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
অনেকে আমাকে নিয়ে কথা বলে
অনেকে একদম চুপচাপ
মুর্খদের নিয়ে ভয় বেশী
বড়সড় ঝড় উঠার আগে
এমনই শান্ত থাকে প্রকৃতি
আমি অবশ্য
এসবের তোয়াক্কা না করি।
যদি প্রশ্ন কর
আমার কবিতার কাঁচামাল কি?
আমি তো বিনা বাঁধায় বলি
আমার দু:সময়
এবং তুমি।
কষ্ট গুলি ইদানীং
কবিতার অক্ষর দিয়ে মুছে চলি
ব্যাথা লুকিয়ে
তোমাকে প্রেম সাধি।
আমাকে অনেকে এড়িয়ে যায়
দেখেও দেখে না
আমি টের পাই
তোমরা ভুলে যাও
আমি তো
আমার কাছে ফিরে আসবার
রাস্তাটা বারবার খুঁড়ি।
তোমরা আমাকে প্রত্যাখ্যান কর
এ আমার জান্য খুব ভালো
আমি তোমাদের প্রকাশ করি
শুনি ,
কবিতা পাঠ শেষে
তোমাদের খিস্তি।
তাই আমি ভারমুক্ত
সৃষ্টিশীল ফেরিওয়ালা
দ্যাখো,
দিনরাত কেমন করছি মাস্তি।
২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
মিরোরডডল বলেছেন:
সমালোচনা পাত্তা না দেওয়াই ভালো।
যে এড়িয়ে যায় যাক, যারা পাশে আছে তাদের নিয়ে ভাববে।
সব দুঃখ ভুলে আনন্দে থাকবে।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯
স্প্যানকড বলেছেন: তাই করি মেয়ে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থেকো
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
মিরোরডডল বলেছেন:
মা কেমন আছে স্প্যানকড?
হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে?
স্প্যানকড যখন অফিস করে, মায়ের কাছে কে থাকে, আই মিন এই অবস্থায় একা থাকেন নাহতো!
১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৭
স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছে । হুম, হাসপাতাল থেকে বাসায় আসছে। মা একা থাকে। সারাক্ষণ ইবাদত। মাঝেমধ্যে টিভি আর কিছু আত্মীয় স্বজনরা আছেন যাদের সাথে ফোনে কথা বলে। তারাও বাসায় আসে মাঝেমধ্যে। চলে যাচ্ছে জীবন মা ছেলের। অসংখ্য ধন্যবাদ মায়ের খোঁজ নেয়ার জন্য। তোমার মা কেমন আছেন? ভালো থেকো খুব
৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯
সামরিন হক বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ সামরিন হক। ভালো থাকবেন সব সময়
৬| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১১
মিরোরডডল বলেছেন:
এই যে কবি, আমি সামরিনের পোষ্টে এই চার লাইন লিখেছিলাম, আই মিন চেষ্টা করেছিলাম, কবি বলবে কেমন হয়েছে।
অনুচ্চারিত শব্দগুলো সবচেয়ে বেশি
উচ্চারিত হয় অব্যক্ত কথায়।
যে হৃদয় শুনবার, না বললেও
সে হৃদয় ঠিকই শুনতে পায়।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৫
স্প্যানকড বলেছেন: পুরা ফাটাফাটি। সত্যি খুব ভালো হয়েছে। এখন তো আমার কবিতা পানসে লাগছে।
হৃদয় যে
আরও শুনতে চায়
ক্ষত পুষে পথ চলে
না ভাংগে
না সহজে মচকায়।
বাকি চার লাইন আমি যোগ করলাম। একটু অনাধিকার চর্চা করলাম। প্লিজ ডোন্ট মাইন্ড অনেক শুভ কামনা নতুন কবির জন্য ভালো থেকো পুরা কবিতা কম্পলিট কইর প্লিজ ধন্যবাদ
৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব
৮| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩
নাইমুল ইসলাম বলেছেন: যদি প্রশ্ন কর
আমার কবিতার কাঁচামাল কি?
আমি তো বিনা বাঁধায় বলি
আমার দু:সময়
এবং তুমি।
-দারুণ লিখেছেন
২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল