নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ১৯

২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১২

ছবি নেট।

ইশ!
এতো গরম !
মুখে কি যায় নেয়া ?
কফির কথা বলছি
মাথার ভেতর এ কেমন গন্ডগোল?
হাওয়ায় উড়ে তোমার চুল
কাছে গেলে বাড়ে ভুল।

বিছানা ছেড়ে কিছুতেই উঠতে ইচ্ছে করে না
কুন্ডলী পাকিয়ে শুয়ে
এক নাগাড়ে ভেবে চলি
তোমার স্তনে বহুদিন
আঙুল, ঠোঁট, জিহবা কিছুই রাখিনি।

ওদিকে রোদ এসে গেছে
পাখির চেয়ে নেতাদের ডাকাডাকি
এ শহরে কত অংকের হিসেব খুলতে হয় 
নানান ঝক্কি
অপেক্ষায় মুখ হা করে বসে থাকে
শত শত হয়রানি
ধমক আর চমকানি।

জানো,
এলে তুমি কেটে যায় এ সমস্ত ভয়
মৃত্যুর মুখে দাঁড়িয়ে
মৃত্যুকে তুচ্ছ মনে হয়।

কি মজা !
শরীরের ক্ষতে দাওয়াই দেয়া
হৃদয়ের ক্ষতে তোমায় রাখা
এমন করে আমায়
কোনদিন
কোনদিন
সত্যি কি তুমি চেয়ে দেখনি ?

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা উচিত
এসব জনসম্মুখে কেমনে বলেন ম্যান

সবকিছু প্রকাশ্যে বলতে নেই। এসব আবেগ নিজের ভিত্রে রাখেন
বিয়া কইরা বউরে কইয়েন মিয়া হুহ X(( X(

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৫

স্প্যানকড বলেছেন: আমি প্রলেপ মাখা কথা লিখতে পারি না। সবার মগজে কথাগুলি ঘুরে আমি শুধু প্রকাশ করি। এর চেয়ে মারাত্মক কথা শ্রীজাত, নির্মলেন্দু বলেছেন এমনকি সুনীল! আর ওয়েস্টার্ন লেখকদের কথা বাদ দিলাম। ওদের যেয়ে বলেন এসব কথা। পাত্তাই দিবে না। ভালো থাকবেন :)

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

স্প্যানকড বলেছেন: আজব! বিয়ের সাথে এর কি সম্পর্ক ? বিয়ের পরেও কতজনে পরকীয়া করে। সেটা কি ভালো ? অত মহান হবার ইচ্ছে নেই। আর যে লাইন বা শব্দটির কারণে এতো রাগ এতো ঘৃণা উহা অনেক নারীর কাছে গর্বের। অনেকের কাছে আতংকের ! ব্রেস্ট ক্যানসারে কত নারী মারা যায় বিশ্বে জানেন? আজব! বিয়ে করলে যেমন সব হয়ে যাবে উন্নত মাখলুকাত ! :) ভালো থাইকেন।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৪

ফেনা বলেছেন: কবিতা বহুত চমেতকার হয়েছে।

@কাজী ফাতেমা ছবি আপুকে বলছি- আবেগ ভিতরে রাখা ভাল না। ভিতরে রাখলেই বিপদ বারে। জীবনের চারপাশে জালা (ধানের বীজতলা) ক্ষেত হয়ে যায়। জীবনের জন্য তখন লস বা ক্ষতির বিশাল ক্ষেরো খারা খুলতে হয়।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৮

স্প্যানকড বলেছেন: একদম ! আমি কইলেই জাত গেল জাত গেল... ভণ্ডামি করতাম তাহলে ঠিক ছিল। উহা পারি না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

মিরোরডডল বলেছেন:




স্যরি আজকের লেখায় মাইনাস,
you must know why?

লেখায় শব্দের ব্যবহার এপ্রোপ্রিয়েট হয়নি।
Neither relevant, nor appealing.

ন্যুডিটি সম্পূর্ণরূপে প্রকাশ করলে তার মাঝে আকর্ষণ থাকে না।
সেইম আবেগটাই অন্যভাবে লেখা যেতো, যার মাঝে আরজ থাকবে, লেখার সাথে কানেক্ট করবে কিন্তু ইনএপ্রোপ্রিয়েটভাবে প্রেজেন্ট হবে না।

sorry mate, only two lines spoiled your whole writing today.


২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

স্প্যানকড বলেছেন: আমি জানি অনেকে ইহা নিতে পারবে না। প্রলেপ মেখে চলা পছন্দ নয়। তসলিমা কম লিখে একজন নারী হয়ে ! আর খ্যাতিমান বহু কবি এরচেয়ে বেশী লিখেছেন। মাইনাস প্লাস মাথায় নিয়ে লিখতে আসি না। এখন থেকে শুধু লিখে যাব " না না তেমন কিছু নয় /ধুলোর ভেতর জীবন লুকিয়ে রয় " অথবা এমন " শেকড়ের বিষ ঘন হয়ে উঠে /ভেতরের কথা ঘুনে পোকা কাটে। " ঠিক আছে। ধন্যবাদ। ভালো থেকো :)

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা হলো সাহিত্যের অলংকার । এর সৌন্দর্যে ঢেকে যাবে সব। এমন কবিতা চাই । মুগ্ধ পাঠক যেন আর কিছু বলতে না পারে কেমন :)

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

স্প্যানকড বলেছেন: মনের ভেতর তীব্র বাসনা লুকিয়ে বাঘে চাটে হরিনের গাল অমন সাহিত্য নিয়ে হাজির হতে নারাজ। এখন থেকে করে যামু ওয়াজ। ভালো থাকবেন :) ধন্যবাদ :)

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: কাজী ফাতেমা ছবির মন্তব্য পড়ে নিজের মন্তব্য আর করা হলো না।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৫

স্প্যানকড বলেছেন: না করে জান্নাতে চলে গেছেন। গুড। হা হা হা :)

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: হা হা হা ............. অনেক প্রতিক্রিয়া।

২১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

স্প্যানকড বলেছেন: হুম, এজন্য আরও জ্বলে উঠা। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময় :)

৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৫

নীলসাধু বলেছেন: কিরে তুই কি কবিতা লেখোস?
আমি কইলাম, 'কি কবিতা' মানে কি?
মানে হইলো আমার বৌ তোর কবিতার বই পইড়া কয় তুই নাকি খালি পুংটামির কবিতা লেখোস।
আমি কইলাম, ইয়াহ আল্লাহ! কস কি! ভাবী এই কথা কইসে?
আমার বন্ধু বললো, হ। আরো কইসে “তোমার এই বন্ধু দেখি বিরাট বদ। নাম নীলসাধু না হইয়া শয়তান সাধু হইলে ভাল হইতো।“
বন্ধুর কথা শুইনা আমার মাথায় হাত।
বলে রাখা ভালো আমার এই বন্ধুটি সাহিত্য বিষয়ে একেবারেই আগ্রহী নয়। সে স্কুলের বই ছাড়া আর কিছু পড়েছে বলে আমার জানা নেই।


এই কবিতা পইড়া আইজ আবার আমার সেই বন্ধুর বৌয়ের কথা মনে হইলো।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৩

স্প্যানকড বলেছেন: আপনার বন্ধুর বউ কে আমার সালাম দিয়েন :) ভালো থাকবেন খুব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.