নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হেলুসিনেশন। চ্যাপ্টার ২০।

২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

ছবি নেট।

কার অপেক্ষায় তুমি আছ
কার অপেক্ষায় কাঁদো হাসো
কার অপেক্ষায় চোখ লাল
কার অপেক্ষায় ফুলছে গাল
কার অপেক্ষার দুয়ারে পাতো কান
কার অপেক্ষায় বিরহের গান
কার অপেক্ষায় এখনো কামড়ে নখ ছোট কর
কার অপেক্ষায় কঠিন বাজি ধর
কার অপেক্ষায় চোখে কাজল
ঠোঁটে রঙ ঢালো
কার অপেক্ষায় জীবন সাদা কালো
কার অপেক্ষায় কত স্বপ্ন গড়
কার অপেক্ষায় কাঁপছ থরথর
কার অপেক্ষায় এমন তুমি
কার অপেক্ষায় এক কর আসমান জমি
কার অপেক্ষায় পরিপাটি শাড়ীর ভাঁজ
কার অপেক্ষায় নস্টালজিয়া
এতো এতো লাজ
কার অপেক্ষায় বৃষ্টি জল
কার অপেক্ষায় ভেতরে অনল
কার অপেক্ষায় একলা তুমি
কার অপেক্ষায় উদাস প্রেমি
কার অপেক্ষায় ক্লান্ত
কার অপেক্ষায় শান্ত
কার অপেক্ষায় চুলে ঝুটি
কার অপেক্ষায় সবজি রুটি
কার অপেক্ষায় ডায়েটিং
কার অপেক্ষায় শ্লোগান মিটিং
কার অপেক্ষায় যোগ বিয়োগ
কার অপেক্ষায় এমন রোগ
কার অপেক্ষায় নয়নতারা টবে
কার অপেক্ষায় পথ চেয়ে তবে
কার অপেক্ষায় শরীর গরম
কার অপেক্ষায় ফিলিংস চরম
কার অপেক্ষায় এমন অটল
কার অপেক্ষায় এতো চিড় ফাটল
কার অপেক্ষায় জেতার বদলে
বারেবারে হারো
কার অপেক্ষায়
আমায় তুমি
আমায় তুমি
আহ !
নি:স্ব করে ছাড়ো।


বি দ্র : আচ্ছা, বিশ্ব শাড়ী দিবস উপলক্ষে কে কে শাড়ী আর এক গুচ্ছ কদম হাতে দাঁড়িয়ে ছিলেন ? এমনি জানতে চাওয়া... ভালো থাকবেন সকলে ঃ)


মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

মিরোরডডল বলেছেন:





এই পোষ্টের ছবিটা কোন সাইট থেকে নিয়েছে সেই লিংকটা দিবে প্লীজ।



২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

স্প্যানকড বলেছেন: গুগল থেকে মনে হয় ভুলেই গেছি। এক কাজ করতে পার স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ দাও। আসলে আমি দু:খিত সাইটের নাম ভুলে গেছি। সেই ১৯ এর কথা। সরি :)

২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫১

সামরিন হক বলেছেন: খুব সুন্দর অপেক্ষার জীবন।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

স্প্যানকড বলেছেন: অপেক্ষার জীবন সুন্দর হয় কিন্তু মানুষ অপেক্ষা করতে চায় না। ধন্যবাদ :)

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: এ তো দেখি অপেক্ষার সাগর! কবিতা পড়ে মনে হলো কোনো মেয়ে, প্রেমিকা, রমনী বা ললনা অপেক্ষা করছে।
তা পুরুষ বা প্রেমিক অপেক্ষা করলে কবি কি লিখতেন সেটা পড়তে আমিও অপেক্ষা করছি।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

স্প্যানকড বলেছেন: হা হা হা :) পুরুষ অপেক্ষা করে আজনম। জীবনানন্দ যেমনটি বলেছেন, হাজার বছর ধরে তিনি হাঁটিতেছেন। আসলে পুরুষ আজীবন হাঁটে তার কাংখিত প্রেমিকা বা মানুষ যাই হোক তার জন্য। আমিও অপেক্ষায় আছি যদিও এ একদম পাগলামি। কিন্তু জানেন কি অভ্যাস হয়ে গেছে। এটাই জীবন :) ধন্যবাদ। ভালো থাকবেন :)

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬

মিরোরডডল বলেছেন:




কার অপেক্ষায় জেতার বদলে
বারেবারে হারো


কখনো কখনো হার মানে জয়।
এটা কি কবি জানে না !

আমিতো মাঝে মাঝে ইচ্ছে করেই হেরে গিয়ে অন্য কাউকে জিতিয়ে দেই।
এটা মানুষ তখনই করে যখন সেই মানুষটাকে উইনার হিসেবে দেখতে চায়।

এছাড়াও কিছু হেরে যাওয়ার মাঝে অপার শান্তি আছে!
সে এক অন্য ভুবনের কাহিনী।


২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

স্প্যানকড বলেছেন: কবি অনেক কিছু জানে না। তবে এখন জানার চেষ্টায় আছি। কেউ জিতিয়ে দিবে আমি উহা নিয়ে নিব অমন ধাঁচের মানুষ আমি নই। হার জিত দুটোই আমার চাই। কেউ জিতিয়ে দিবে আমি উহা নিতে নারাজ এরচেয়ে হেরে যাওয়া ভালো। আমি খুব স্বার্থপর এক্ষেত্রে। তবে লড়তে পারি এ সত্যি। সেজন্য স্রষ্টাকে ধন্যবাদ :) ভালো থেকো :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: হার জিত দুটোই আমার চাই।

সবাই চায়, আমিও চাই।
কিন্তু মাঝে মাঝে কিছু সময় হারতে হয়, কারণ সেই হারা মানেই জিতে যাওয়া।
সেটার উদাহরণ এখন দিতে চাচ্ছি না।

তবে অন্য একটা উদাহরণ বলি, রিলেশনশিপে অনেক সময় স্টেপ ব্যাক করতে হয়, for someone's happiness.
যার জন্য করলো, সে হয়তো কখনো জানবে না but you know this is the best for your loving one.

কেউ জিতিয়ে দিবে আমি উহা নিতে নারাজ এরচেয়ে হেরে যাওয়া ভালো।

সেইম হিয়ার, আমিও যদি জানি তাহলে কখনোই সেইভাবে উইন করতে চাইবো না।
কেউ চাইবে না, কারণ সেই উইনটা আলটিমেইটলি হেরে যাওয়া।

আর যে হেরে গিয়ে আরেকজনকে উইন করায়, এটা তার একটা স্যাক্রিফাইস।
ভালোবাসার কম্পিটিশনে সেই আসল উইনার। সত্যিকার অর্থে ভালোবাসলে এটা সম্ভব।
ভালোবাসা মানেই সবসময় কাউকে একান্ত নিজের করে পাওয়া না, পেতে সবাই চায় কিন্তু মাঝে মাঝে না পাওয়াটাই সঠিক।

আমি খুব স্বার্থপর এক্ষেত্রে।

আই উইশ আই ক্যান কিন্তু এই একটা জিনিস পারলাম না কখনও, স্বার্থপর হতে।
এই অভিজ্ঞতাটাও মনে হয় জীবনে থাকা উচিত, মিসিং হয়ে গেলো সামহাউ :)


২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

স্প্যানকড বলেছেন: আমাকে মানুষ বানিয়েছে স্বার্থপর ! অনেক দেখেছি অনেক করেছি আলটিমেটলি সেই আমি খারাপ কারো জন্য কিছুই করিনি এমন শুনতে হয়। তাই নিজেকেই এখন বেশী ভালোবাসি। মানুষ থেকে যন্ত্র হতে চাইছি। আসলে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ভালো থেকো :)

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: কার অপেক্ষায় কবি লিখে যায়
কার অপেক্ষায় রজনী আর দিবা যায়
কার অপেক্ষায় মনে এতো আবেগ
কার অপেক্ষায় লেখায় বাড়ছে বেগ।।

কার অপেক্ষায় বিছানায় এপাশ ওপাশ
কার অপেক্ষায় নীচে পড়ে গিয়ে ধপাশ
কার অপেক্ষায় কবি লেকের পাড়ে
কার অপেক্ষায় নিজে নিজে হারে।।

কার অপেক্ষায় আজ জীবন অচল
কার অপেক্ষায় কবির চোখে জল
কার অপেক্ষায় জীবনটা গতিহীন
কার অপেক্ষায় কবি বাজায় বীণ।।

কার অপেক্ষায় কবি নাহি হাসে
কার অপেক্ষায় কেউ নেই পাশে
কার অপেক্ষায় কবির মন চনমনে
কার অপেক্ষায় হাসে ক্ষণে ক্ষণে।।

কার অপেক্ষায় রাত্রি হল দিন
কার অপেক্ষায় কষ্ট সীমাহীন
কার অপেক্ষায় হৃদয় নাচে
কার অপেক্ষায় নিজের মত বাঁচে।।

কার অপেক্ষায় বুকটা দুরু দুরু
কার অপেক্ষায় প্রেমের কেবল শুরু
কার অপেক্ষায় সময় থেমে যায়
কার অপেক্ষায় মনটা ভালো হয়ে যায়।।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

স্প্যানকড বলেছেন: কবিতা সেই হইছে । কার অপেক্ষায় ধরতে পারেন নাই ? ধন্যবাদ :) ভালো থাকবেন সব সময় :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

মিরোরডডল বলেছেন:




কার অপেক্ষায় বুকটা দুরু দুরু
কার অপেক্ষায় প্রেমের কেবল শুরু
কার অপেক্ষায় সময় থেমে যায়
কার অপেক্ষায় মনটা ভালো হয়ে যায়।।



দারুণ!!!!!!!!!!!
ওয়েল ডান সাচু :)


৮| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: থ্যাঙ্ক ইউ মিরোরডডল। :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

মিরোরডডল বলেছেন:





এই পোষ্টে ৪৪ নং মন্তব্যের রিপ্লাই করা হয়নি আগে, ভুলে গিয়েছিলাম, তাই আজ করলাম। নোটিফিকেশন যায়না বলে এখানে লিংক শেয়ার করলাম।

ভালো থাকবে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

স্প্যানকড বলেছেন: আসলেই আমি ভাগ্যবান। তোমার মতো বন্ধু পেয়েছি। অল্পতেই তুষ্ট মানুষ আমি। সেই অল্পটুকু যদি না মিলে কেমন লাগে বলো? ভালো থেকো সব সময় :)

১০| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

জুন বলেছেন: আপনার এবারের কবিতাটি অনেক ভালো লাগলো।
কারো অপেক্ষায় মনটা ভালো হয়ে যায়! আসলেই কি তাই!
+

২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

স্প্যানকড বলেছেন: হুম, যদি মানুষটি ভেতরের মানুষ হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সব সময় :)

১১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: অপেক্ষার পালা কবে শেষ হবে।তখন আমরা নতুন কিছু পাবো।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫০

স্প্যানকড বলেছেন: কিছু অপেক্ষা শেষ হয় না কখনো। শেষ হলে বেঁচে যেতুম। ভালো থাকবেন :)

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা।

প্রতিটি শব্দ যেনো হৃদয় নিসৃত। প্রশ্নগুলো গভীর অনুভূতির সৃষ্টি করে ।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.