নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

হার জিত। চ্যাপ্টার ৭

২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

ছবি নেট।

মেয়ে,
তোমাকে একটিবার দেখার আশায়
কেমন যেন হয়ে যাই
বুকে কান পাতলে শুনতে পেতে 
হৃদয়ের গতি
এতোটাই
এতোটাই
যেকোনো সময়
উহা বেরিয়ে আসতে পারে
তাই ভীষণ রকম থতমত খাই।

আসলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
লুকিয়ে রয়েছে তোমার যে সৌন্দর্য
তার তরজমা করতে
আমার যে
আরও দু একবার জন্মানো চাই ।

তোমাকে দেখলে
যেকোনো পুরুষের মতিভ্রম হতে বাধ্য
ঘরে ফেরার টান ভুলে
পিছু নিবে তোমার
এ কিন্তু শতভাগ সত্য
তুমি তো
তুমি তো
চাঁদের নিটোল প্রতিবিম্ব।

যেই নজরে আসে তোমার শরীর
তোমাকে ছাড়া দেখিনা কিছুই
শুনি না জগতের কোন শব্দ
যেন আমি
জন্মান্ধ এবং বধির।

মেয়ে,
তোমাকে একটিবার দেখার আশায়
কেমন যেন হয়ে যাই
তুমি মেয়ে
তুমি মেয়ে
আমার সেই নির্দিষ্ট মানুষ
যার জন্য
সমস্ত দুখের মুখ
আজ করে দিয়েছি সেলাই।










মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনো তারে দেখেন নাই মনে হয়

সুন্দর কেমন বুঝলেন

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩১

স্প্যানকড বলেছেন: চোখ বন্ধ করে। যেমন বনলতা সেন অনুভূতির বিষয়। হয়তো দেখা হলে সব রহস্য শেষ। তাই না হওয়াটা ভালো। যে যার মতো সময় খেয়ে যাচ্ছি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালবাসার দারুন প্রকাশতো !

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

স্প্যানকড বলেছেন: তাই ! কিন্তু আমি করি সে তো প্রকাশ আভাস কিছুই দেয় না এইযে শীত যায় গরম যায় বর্ষা যায় এতোকিছুর পরিবর্তন হয় তার কিছুই আসে যায় না। আইচ্ছা, ভালো থাকবেন সব সময় :) ধন্যবাদ :)

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩২

মিরোরডডল বলেছেন:





হৃদয়ের গতি
এতোটাই
এতোটাই
যেকোনো সময়
উহা বেরিয়ে আসতে পারে


Let it come out.
সমস্যা মিটে যায় :)

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৭

স্প্যানকড বলেছেন: এরপর কি রান্না করে খাইবা ? চাইলে কিন্তু দিয়া দিমু :) যেমন কান কেটে দিছে ভ্যান গফ। প্রেমিক সব পারে কিন্তু ! :)

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

মিরোরডডল বলেছেন:




তোমাকে একটিবার দেখার আশায়

প্রথম প্যারায় মনে হলো মেয়েকে কখনোই দেখেনি।

আসলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
লুকিয়ে রয়েছে তোমার যে সৌন্দর্য


দ্বিতীয় প্যারায় মনে হলো নিশ্চিত মেয়েকে দেখেছে।

যেই নজরে আসে তোমার শরীর
তোমাকে ছাড়া দেখিনা কিছুই


চতুর্থ প্যারায় মনে হলো মেয়ের মনের না, শরীরের প্রেমে পড়েছে।

আসলে কোনটা কবি, কল্পনাতে?

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

স্প্যানকড বলেছেন: শাহরুখের একটা গান আছে না " আঁখি খুলি হো ইয়া হো বন্ধ / দিদার উনকা হোতা হ্যা /ক্যায়সে কহু ও ইয়ারা পেয়ার ক্যায়সা হোতা হ্যায়...? অমন দশা। হা হা হা :) এই যে এহন দেখছি, আমার বুকের উপর শুয়ে তার দীর্ঘ কালো চুল দিয়ে সে নাকে মুখে সুড়সুড়ি দিয়ে খিলখিল করে হাসছে। টের পাচ্ছি তো ! :)

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০

মিরোরডডল বলেছেন:




হয়তো দেখা হলে সব রহস্য শেষ। তাই না হওয়াটা ভালো।

সুন্দর বলেছে, এটা সত্যি দেখা হলেইতো হয়ে গেলো।

লেখক বলেছেন: এরপর কি রান্না করে খাইবা ? চাইলে কিন্তু দিয়া দিমু :)

আই উইশ এর উত্তরটা দেই কিন্তু পাবলিক প্লেস বলে কিছু লিখলাম না।

যেমন কান কেটে দিছে ভ্যান গফ। প্রেমিক সব পারে কিন্তু ! :)

প্রেমিক সব পারে, খুব চমৎকার একটা কথা, প্রেমিকদের এমনই হতে হয়।
কিন্তু এই প্রেম কি শুধু না পাওয়া পর্যন্ত থাকে, পেয়ে গেলেই প্রেম শেষ হয়ে যায়, তাই নাহ?


২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

স্প্যানকড বলেছেন: পেয়ে গেলে বেড়ে যেতে পারে। আমি ভীষণ পজিটিভ প্রেমিক। পাবলিক প্লেসে না বললেও আমি জানি এর উত্তর। আমিও পাবলিক প্লেস দেখে প্রকাশ করলাম না। হা হা হা :) প্রেমিক এমন হয় প্রেমিকা ক্যান এমন নয়??? :)

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দেখা মানুষকে আবার দেখার বাসনা না-কি অদেখা মানুষের প্রতি টান?

সুন্দর লেখা।

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

স্প্যানকড বলেছেন: হুম, একদম। তবে দেখা অদেখা যাই হোক মানুষ দেখা আমার প্রিয় কাজ। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

মিরোরডডল বলেছেন:




কাল সারারাত এক মিনিটের জন্য ঘুম হয়নি, অল নাইট জেগে ছিলাম।
তাই আজকে ঘুমের মেড নিয়ে ট্রাই করছি একটু ঘুমাতে।

যাবার আগে অর্থহীনের একটা প্রিয় গান দিয়ে যাচ্ছি, অবশ্য কবির সাথে অল্প কিছু গান ছাড়া কমন পড়েনা।
প্রায় ১২ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছে প্রিয় বেসবাবা সুমন।







২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩

স্প্যানকড বলেছেন: সারা রাত জেগে থাকা খুব সুখের নয় যদি থাকা হয় একা। আম্মা একবার তিন দিনের জন্য হাসপাতাল ছিল। আমি সারা রাত জেগে কাটিয়েছি, অফিস করেছি। তবে আমার বেশ সমস্যা হয় ঠিকঠাক না ঘুমালে। অযথা রেগে যাই মেজাজ চড়ে যায় সপ্তমে। ঘুমুবে মেয়ে ঘুমুবে ঘুমের ভেতর মৃত্যুর মতো সুখ আছে এমনটা জীবনানন্দ বলেছে। আর যেন না শুনি সারা রাত ঘুম হয়নি একদম মাইর দিমু কিন্তু :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




লিংকটা যায়নি :(





২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৮

স্প্যানকড বলেছেন: উফফ! এতো সুন্দর একটা গান শোনা হয়নি তাই ভাবছি। আসলে গান শোনা প্রায় ছেড়ে দিয়েছি অথচ এক সময় কত গান শুনেছি। আমার অসম্পূর্ণ এক কবিতার কিছু লাইন


শুনি চার দেয়ালের গান
বিষাদে ভরে গেছে আমার দুনিয়া
ঘরে ফেরার নেই টান
শুনি চার দেয়ালের গান। 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর গানটি দেয়ার জন্য। ভালো থেকো মেয়ে ভালো থেকো :)

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

নয়ন বড়ুয়া বলেছেন: নাটোরের বনলতা সেন নাকি?
সুন্দর কবিতা...

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৯

স্প্যানকড বলেছেন: তারচেয়ে বেশী । ধন্যবাদ মন্তব্যের জন্য :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: সত্যিকার স্পন্দন পেলে হৃদয়ের গতি বেড়ে যায়।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৬

স্প্যানকড বলেছেন: হুম, একদম। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.