নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিঠির ভাষায়

অনন্য শ্রাবণ

ভালবাসা ঘিরে রাখুক আমাকে

অনন্য শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

চিঠি

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪

০৯।০৮।।২০১৫
রাত ১ টা ৩৩
প্রিয় রওনক,
আগামী শনিবার আমার জন্মদিন, সেকারণে ভাবছিলাম নিজের জন্য একটা কবিতা লিখবো। প্রতিবছর জন্মদিন উপলক্ষ্যে আমি নিজেকে নিজে এই উপহারটি দেই। বেশিরভাগ সময় ১৪ বা ১৫ এই দুইদিনের মধ্যে লেখাটা লেখা হয় তবে এবার কেন যেনো আগে লিখতে ইচ্ছে হয়েছিল, সেকারণেই ভাবছিলাম এবার কি লিখা যায় নিজের জন্য। তবে কিছু হয়ত খুঁজে পাইনি যদিও আশা রাখি খুঁজে পাবো। যাই হোক এই ভাবতে ভাবতেই আপনার স্ট্যাটাস আর ওখানে আপনাকে চিঠি লিখতে বললাম। তবে মনে হলো চিঠি আপনি লিখবেন কিনা সেকারণে আপনাকেই আমি লিখছি। আপনাকে লিখা প্রথম চিঠি এটা আমার তাও আবার এত মধ্যরাতে। যাই হোক সেটা বিষয় না। বিষয় হলো আপনি। যদিও টিএস সি তে একসাথে আবৃত্তি কঅরা ছাড়া আপনার সাথে আমার অন্য কোন রকম সম্পর্ক নেই আর সে কারণেই অনেক ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা সমীচীন নয় বলেই মনে করি। তবু মাঝেমাঝে আপনার স্ট্যাটাসগুলো আমায় ভাবায়। হয়ত কোথাও মিল আছে, হয়ত জীবনের কোন দিকে মিল আছে। সে যাক গে, আমি উপদেশ দিতে আসি নি কেননা আমি নিজেও এই বিষয়টা পছন্দ করি না। প্রতিটি মানুষের জীবন আলাদা, তাদের জীবনের গল্পগুলো আলাদা। সেখানে কাছের কেউ না হলে স্পর্শ করা যায় না বা বলতে পারি উচিত ও না। নিজেকে দিয়ে সেরকমটাই বুঝি।

জীবন থেমে থাকে না, আপন গতিতে ঘড়ির কাঁটা মেনে চলে সেখানে সুখ বা দুঃখবোধ যাই আসুক না কেন সময়ের সাথে সাথে সব গড়িয়ে যায়। কিছু আমরা ভুলে যাই আর কিছু হাজার চেষ্টা করেও ভুলতে পারি না। এত রাতে আমার জেগে থাকার পিছনেও হয়ত কো উদ্দেশ্য আছে বা বলতে পারি কবি রফিক আজাদের সেই প্রতীক্ষা আছে। তবে যা কিছুই থাকুক না কেন, জীবনে যেই থাকুক না কেন এই মুহূর্তে যখন আমি আমি আপনাকে চিঠিটি লিখছি তখন আমি শুধুই আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমার বিশ্বাস আপনি একদিন ঠিক অন্ধকার গর্ত থেকে বের হয়ে আসতে পারবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আপনার চিঠির উত্তরের অপেক্ষায় থেকে আমার আজকের চিঠিতে এখানেই ইতি টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আমাদের জীবনে বহমান থাকুক এই কামনায়

শ্রাবণ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.