নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখোশে মুখোশে আকাশ টা ছেঁয়ে গেছে,
বৃষ্টির আশায় থাকা ক্ষেতে আগুন ধরিয়ে একটু শান্তি পেলাম,
নিজ হাতে কিছুটা শান্তি পুড়িয়ে শান্ত হলাম।
বুকে প্রেম নিয়ে যুদ্ধক্ষেত্রে আমি যতটা দুর্বল,
তার থেকে বেশি অসহায় তোমার সামনে,
যে ঠোঁটে রবীন্দ্র নজরুলের প্রেমের বাণী ছিল,
তার ঘর-দুয়ার, দেয়ালে দেয়ালে আজ লেনিন।
আহ! কি অসহ্য রোদের তাপ!
সমস্ত শরীর পুড়ে ছাই হবার জোগাড়,
তোমার মিথ্যে কথাগুলো খুব মনে পড়ছে।
আমি তো মিল খুঁজতে যাইনি!
সে তুমিই, তোমার ভেতরের সত্য,
এ তোমার আমার নিয়তি,
যা একটা দানবাকৃতির সাপের মত
পেচিঁয়ে ধরেছে তোমাকে আমাকে,
দংশনের অপেক্ষায় কি তুমি নেই?
আমি অপেক্ষায় থাকার সময়টার অপেক্ষায় আছি,
আমি এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছি...
11.04.2023
12:28 pm
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন
ভাল থাকবেন
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: সাত বছর পর নতুন একটি কবিতা নিয়ে এলেন!
কী হয়েছিল, কেমন আছেন?
কবিতার শুরুর তিনটে এবং শেষের দুটো লাইন দুর্দান্ত হয়েছে!
কবিতায় প্লাস। + +
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এতটা সময় চলে গেছে টের পাইনি। না থাকার পেছনে বেশ কিছু কারণ ছিল, এখনও আছে। তবে ব্লগ ছেড়ে যাবার ইচ্ছা কখনই ছিল না।
আমি ভাল আছি। আশা করি আপনিও অনেক ভাল আছেন। সত্যি বলতে, এতদিন পর এসে পুরোনো কাউকে পাবো আর সে আমাকে চিনতে পারবে, এমনটা ভাবিনি। একটু অবাক হলাম, সাথে আনন্দিত
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ প্রেমময় অনুভব অনেক অনুপ্রেরণা পেলাম কবি দিদি
ভাল থাকবেন----------
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম, দাদা। আপনার কমেন্ট পড়ে আমি অনুপ্রাণিত হলাম।
আপনিও ভীষণ ভাল থাকবেন, হাসিখুশি থাকবেন।
শুভকামনা
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী,
প্রথম পাতার পোস্টে আপনার নামটি দেখে মনে পড়লো, আরে.... আপনিও তো ছিলেন ব্লগে!
কবিতার বক্তব্য, প্রাপ্তি - অপ্রাপ্তির আক্ষেপ এবং তা সমাপ্তির জন্যে অপেক্ষা।
কবিতা ভালো হয়েছে তবে অপরাধ না নিলে বলি - শেষের দিকের " পেচাঁয়ে ধরেছে তোমাকে আমাকে " লাইনটিতে "পেচাঁয়ে" শব্দটির বদলে " পেচিঁয়ে " লিখলে শ্রুতিমধুর হতো।
অনেকদিন পরে আবার আসার জন্যে ধন্যবাদ। শুভেচ্ছান্তে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: পরিচিত নিকগুলো!!!
মনটা ভাল হয়ে গেল। মনে পড়ে গেল এটা শান্তিদায়ক একটা জায়গা ছিল।
হু হু, ভীষণ অপরাধ করেছেন। শাস্তিস্বরূপ এর পরে যে কবিতা জাতীয় কিছু একটা পোস্ট করবো, ওটাও পড়তে হবে।
চেঞ্জ করে দিয়েছি। আপনাদের এই খুঁটিনাটি ধরিয়ে দেবার রীতিটা এখানে না থাকলে জায়গাটা এত ভাল লাগতো না।
যেকোন রকম ভুল হলে/পরিবর্তনের দরকার মনে হলে ধরিয়ে দেবেন, অনুরোধ থাকলো। আপনাদের কাছ থেকে শিখতে সবসময়ই ভাল লাগে।
অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ
অনেক ভাল থাকবেন।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: আমি ভেবেছিলাম, আপনি ব্লগের লগ-ইন পাসওয়ার্ড হারিয়ে ফেলেছিলেন। আজকাল অনেক পুরনো ব্লগার তাদের হারানো পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করে ব্লগে ফিরে আসছেন। তাদের অনেকেই ফিরে আসার কথাটি কয়েক লাইনের একটি পোস্টের মাধ্যমে জানান দিয়ে আবার নিশ্চুপ হয়ে যাচ্ছেন। আপনি ফিরে এসেছেন একটি নতুন পোস্ট নিয়ে (কবিতার), এজন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, এখন থেকে নিয়মিতভাবে না হলেও মাঝে মাঝে এসে ব্লগের আলাপ-আলোচনায় উপস্থি্তি রেখে যাবেন পোস্ট, মন্তব্য ও প্রতিমন্তব্যের মাধ্যমে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:০৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনারা থাকলে আসার আগ্রহটা বজায় থাকবে।
ব্যস্ততার ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যাবার চেষ্টা করছি, চেষ্টা চলবে।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু এত দিন পর আসলেন মারহাবা। আমি আগে আপনার পোস্ট পড়েছি কিনা মনে নেই। কি সুন্দর কবিতা লিখেছেন বইন
শুভকামনা। ভালো থাকুন
আর ব্লগে আমাদের সাথেই থাকুন
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: : আসলেই, অনেক দিন পর। আপনাদের সাথে এরকম সুন্দর সময়গুলো কাটানোর লোভে আবার আসলাম।
লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, আপু।
অনেক অনেক ভাল থাকবেন, হাসিখুশি থাকবেন।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭
ডার্ক ম্যান বলেছেন: কোন এক লেখক/কবি বলেছেছিলেন, অপেক্ষার প্রহরগুলো সাধারণত দীর্ঘতর হয় ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঠিক বলেছিলেন।
ভাল থাকা হোক প্রতিটা প্রহর।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪১
গেঁয়ো ভূত বলেছেন: আমি অপেক্ষায় থাকার সময়টার অপেক্ষায় আছি,
আমি এক পশলা বৃষ্টির অপেক্ষায় আছি...
অপেক্ষার অবসান হোক।
শুভকামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মুখোশ গলানো বৃষ্টি যে কবে হবে! কে জানে!
অনেক ধন্যবাদ, ভূত।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সহজ সরল সুন্দর কমেন্ট।
অনুপ্রেরণা যুগিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জেনে আমারও ভাল লাগলো।
অ. ট.: নামটা বেশ তো আপনার! অর্থটা জানা নাই।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
ইসিয়াক বলেছেন: যদিও আগে অনেকবার নামটির শানে নুযূল ব্লগে জানিয়েছি। আপনি নিয়মিত ছিলেন না বলেই সম্ভবত জানতে পারেন নি।যাহোক যখন ব্লগে রেজিষ্ট্রেশন করি তখন আমার নিজের পছন্দের নাম ইস্তিয়াক নামে নিকটি রেজিষ্ট্রেশন করেছিলাম। যুক্তবর্ণের সমস্যার কারণে অথবা অন্য কোন কারণে দেখি সেটা ইসিয়াক হয়ে গেছে। সেই থেকে আমি ইসিয়াক।
ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: জ্বি, আসলে অনেকদিন পর এলাম। অনেককিছুই মিস করে ফেলেছি।
যাই হোক, ইসিয়াক নামটাও খুব সুন্দর।
পোস্ট পড়া আর ধৈর্য ধরে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
স্প্যানকড বলেছেন: অপেক্ষার অবসান হোক। প্রেমের জয় হোক। কি কন? ভালো থাকবেন সব সময়।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একদম!
জয় হোক প্রতিটা সত্য আবেগের।
ধন্যবাদ, স্প্যানকড
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫১
শায়মা বলেছেন: নামটা চেনা চেনা লাগলো। আর নামটা এতই সুন্দর যে ভুলে যাবার নহে আপুনি!
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: তোমার নামটা আরও সুন্দর। আশা করি ভাল আছো, আপু।
তোমরা আগের অনেকেই আছো দেখে আনন্দ লাগছে।
অনেক ভাল থাকা হোক।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দ্রোহবিলাস আর অপেক্ষাজনিত আরামদায়ক ক্লান্তির অনুভবের প্রকাশ নিউরনে অনুরনন তুললো।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার জন্য ধন্যবাদের সাথে ডোপামিন থাকলো।
হাসিখুশি থাকবেন
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন, ভাই।
১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১২
ডঃ এম এ আলী বলেছেন:
আজ হতে সাত বছরাধিক আগে
আমি নেই বলে একটি মর্মান্তিক
কবিতা ব্লগে রেখে যাওয়ার
মাস দুয়েক পরে ডিসপেনসারি
নিয়ে ফিরে ফিরে এসে বলেছিলেন
আমি তোমার নামে অলি-গলিতে
ডিসপেনসারি খুলে দেবো,
তোমার অভাবে ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবো।
সেই নিদারুন কবিকাখানি পাঠান্তে
মন্তব্যের ঘরে বলেছিলাম ধুঁকে ধুঁকে
মৃত্যুবরণ করে নেবার কি করুন
কথা নিয়ে এলেন । এখন অলিতে
গলিতে ঔষধ খুঁঝতে বের হয়েছি
কেনসার থেকে শুরু করে আসক্তি
অনাসক্তি সকল পদের
মোডিসিন দেয়া যাবে ।
চাইলে এ টু জেড পর্যন্ত
পদের রোগের মেডিসিন
দেয়া যাবে ।
এমন একটি আবেদন রেখে যাওয়ার পরেও
আপনার পোষ্টে পরবর্তী সময়ে গিয়ে দেখা গেল
তুমুল পাঠক প্রিয়তা থাকার পরেও ( আপনার প্রায় কবিতাতেই
সে সময় পাঠক মন্তব্য প্রতি মন্তব্য মিলিয়ে শতাধিক মন্তব্যের
ছড়াছড়ি ছিল ) ব্লগে আর কোন সারা শব্দ নাই বলে
দেখা গেল। বুঝা গেল অলি আলির সকল ডিসপেনসারী খুজেও
কোখাও আর সে অষুধ যায়নি পাওয়া , কিংবা পাওয়া পেলেও
সে ওষুধ কাজ করে নাই । আর তাই সত্যিই বুঝি নাই হয়ে
গেলেন, আর আসবেন না ফিরে আমাদের মাঝে , মনে হলো
একজন পাঠক প্রিয় কবিকে আমরা সত্যিই হারিয়ে ফেলেছি ।
যাহোক, এর পর বেশ কয়েক বার ডু মেরেছি আপনার ব্লগে ,
মনে প্রতিতি জেগেছিল সত্যিই বুজি হারিয়ে গেছেন ।
অনেক দিন পরে এখনো অপেক্ষা আছেন বলে
সুন্দর সুন্দর অভিনব কথামালাপুষ্ট একটি দারুন কবিতা নিয়ে
নীজের অস্তিত্বের জানান দিয়ে আশ্বস্ত করার জন্য ধন্যবাদ ।
আশা করি এখন হতে নিয়মিত হবেন, আর হারিয়ে যাবেন না ।
তবে আবার হারিয়ে যাবেন কিনা তা জানিনা,
তাই এই কবিতাটি প্রিয়তে তুলে রাখলাম ।
শুভেচ্ছা রইল
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
সময় নিয়ে এতগুলো কথা লেখা, এতটা সময় নিয়ে আমার অকবিতাগুলো পড়া, পরবর্তীতে মনে করে আবার ব্লগে এসে খোঁজ করা, - খুব বেশি ঋণি করে ফেললেন, ভাই। আমি এতোটার যোগ্য না।
আর, আমার কি মনে হয় জানেন, যখন কোন অষুধে ব্যথা সারে না, তখন ব্যথাই অষুধের মত কাজ করে।
ঠিক পাঠকপ্রিয়তা বলবো না, তবে হ্যাঁ, ঐ সময়টায় আপনারা সবাই খুব অনুপ্রেরণা যুগিয়েছিলেন লিখতে। আমি কৃতজ্ঞ।
মিথ্যা বলবো না, আবার হারিয়ে যাবার আশঙ্কা তো আছে, কিন্তু আবার হয়ত ফিরে আসতে হবে।
প্রিয়তে!!!
অশেষ ধন্যবাদ, খুব ভাল থাকবেন
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার নিকটি দেখে কৌতূহলী হলাম। পোস্টে এসে আরো চমকিত হলাম। সুন্দর ভাব গভীরতায় সমৃদ্ধ কবিতা।+
পোস্টে দশম লাইক।
শুভেচ্ছা আপনাকে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে স্বাগতম।
কৌতূহল মেটাতে পারলেই আমি সার্থক।
অনেক ধন্যবাদ।
ভাল থাকা হোক, সবসময়।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৯
শেরজা তপন বলেছেন: ৭ বছরে ১২টি মাত্র পোষ্ট কিন্তু মন্তব্য করেছেন তুলনামূলকভাবে অনেক। আমি সাধারণত কবিতার পোষ্ট এড়িয়ে চলি আপনার কবিতাটি কয়েকবার চোখে পড়লেও ইচ্ছে করে এডিয়ে গিয়েছি। ব্লগে প্রচুর কবি- যাদের বিরক্ত লাগলেও এদের জন্য অবশ্য ব্লগ সচল থাকে নাহলে হয়তো তিনচারখানা পোষ্ট আসত কোনদিন। তবে বেশীরভাগ কবিরা মন্তব্যে ভীষণ কৃপন- তারা অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করতেই চায় না।
আপনি অবশ্য কিছুটা হলেও ব্যাতিক্রম। তবে খায়রুল ভাই, সোনাবীজ ভাই, ভৃগু ভাই, কবিতা আপু , সেলিম আনোয়ার সহ অনেকেই আছে যারা প্রচুর মন্তব্য করেন।
অনেক কথা লিখলাম অযথাই- ভাল থাকবেন। নিয়মিত হবার অনুরোধ রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আসলে ৭ বছর পরই ব্লগে ফিরলাম। পরিসংখ্যানটা ঐ সময়েরই।
আমার ব্যাপারটাও আপনার মত, কবিতা বাদে অন্যান্য পোস্ট সাধারণত এড়িয়ে যাই। মাঝে মাঝে দু'একটা পড়া হয়। এখন কোনটাই করা হয় না ব্যস্ততার জন্য৷ তবে ইচ্ছা আছে ফেরার, আর অন্যান্য ধারার লেখা পড়ার।
"ব্লগে প্রচুর কবি"- একমত। তবে ভাল না লাগলেও কখনো বিরক্ত বোধ হয়নি। যে যার মত করে চেষ্টা করছি। লিখতে লিখতে হয়ত একদিন হাত হবে। আর সবথেকে ভাল ব্যাপারটা হলো, এখানে অনেকে ভুল ধরিয়ে দেন, পরামর্শ দেন। তাই ইম্প্রুভ করার সুযোগ তৈরি হয়।
অযথার কথায় কথায় লাভটা এই হলো যে, পরবর্তীতে আপনাকে আর অপরিচিত লাগবে না। এও কম কিসে!
এতটা সময় নিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ।
হাসিখুশি থাকবেন, অনেক ভাল থাকবেন।
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: কবিতাটা বেশ, বেশ ভালো হয়েছে ।
এ তোমার আমার নিয়তি
যা একটি দানবাকৃতির সাপের মত
পেঁচিয়ে ধরেছে তোমাকে আমাকে
দংশনের অপেক্ষায় কী তুমি নেই ?
অংশটুকু বেশ ভালো লাগলো । আশাকরি নিয়মিত হবেন ।
আপনার সাত বছর পর ফিরে আসবার ব্যাপারটা জগন্ময় মিত্রের " সাতটি বছর পরে " গানটির কথা মনে করিয়ে দিল !
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: গানটা শোনা হয়নি। শুনতে হবে।
আপনার ব্লগে গিয়েছিলাম, একনজরে রুমির অনুবাদ চোখে পড়লো। তখনই আপনাকে টার্গেটে রেখে দিয়েছি। সময়ের অভাবে অভিযান চালাতে পারছি না। সময় নিয়ে পড়তে যাবো।
অসামান্য ভাল থাকবেন।
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি একজন জগা খিঁচুড়ি ব্লগার
আমার ব্লগে নিজের গান পাবেন, কবিতা পাবেন , গল্প পাবেন , কয়েকটি ফিচার পাবেন আবার কিছু এলেবেলে রচনাও পাবেন । আশা করি খারাপ লাগবে না । তবে অনুরোধ রৈল যদি ব্লগ অভিযানে যান তবে নির্দ্বিধায় সমালোচনা করতে ভুলবেন না !! ধন্যবাদ জানবেন !
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "আমি একজন জগা খিঁচুড়ি ব্লগার :প " -এটাকে বহুমুখী প্রতিভা বলে।
হু, যাবো, ভাল ভাল বলতে বলতে একঘেয়েমি লেগে গেলে "খারাপ, খুব খারাপ" লেখে আসবো।
মজা করলাম, আশা করি কিছু মনে করেননি।
অবশ্যই যাবো, সময় নিয়ে পড়বো।
ভাল থাকবেন
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: হু, যাবো, ভাল ভাল বলতে বলতে একঘেয়েমি লেগে গেলে "খারাপ, খুব খারাপ" লেখে আসবো।
মজা করলাম, আশা করি কিছু মনে করেননি।
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা , আচ্ছা আচ্ছা বেশ !!
২২| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০
ক্লোন রাফা বলেছেন: যে লিখতে পারে তার না লেখাটা অপরাধ , যদি না সময়ের অভাব হয়! কারন সময়ের চাইতে মুল্যবান কিছুই নেই ইহজগতে।
ধন্যবাদ, চ. রাজশ্রী।
১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৫
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ক্ষমা মহৎ গুণ, অপূর্ব ক্ষমা চাই।
আপনাকেও ধন্যবাদ, সি. রাফা
২৩| ১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৭:১৫
ক্লোন রাফা বলেছেন: আপনি লিখুন’তো কোন অজুহাত না দেখিয়ে। আপনারা লিখলেই সমৃদ্ধ হবে ব্লগ।
আমার স্টাইলে ধন্যবাদ দিলেন।
চ. রাজশ্রী
১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৬
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: চিন্তা নেই, আপনারা আছেন তো, ব্লগ সমৃদ্ধ হবেই।
হু, আপনাকে আপনার মত করেই বললাম, সি. রাফা।
ভাল থাকবেন
২৪| ১৯ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৫
ক্লোন রাফা বলেছেন: কোথায় ছিলেন দেখা নেই কেনো ⁉️প্রতিজ্ঞা করেছেন নাকি লিখবেনই না‼️
২৩ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৩৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এই যে দেখা হয়ে গেল। আশেপাশেই থাকি, মাঝে মাঝে একটু হারিয়ে যাই, এই যা। আবার ফিরে কিন্তু ঠিকই আসি।
ব্যস্ততা একটু কমলেই লিখতে বসে যাবো।
আপনি কিন্তু থামবেন না, লিখতে থাকুন।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:০২
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: বাহ বাহ