নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টেলা গমেজ

স্টেলা গমেজ › বিস্তারিত পোস্টঃ

নারী

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

(সোহাগী জাহান তনুকে, ভয় ও লজ্জায় গুটিয়ে থাকা সোহাগীদের, নাম না জানা হারিয়ে যাওয়া সব সোহাগীদের উৎস্বর্গ করে)


আজ কল্পনাকে প্রশ্রয় দিয়ে কবিতা নয়,
ভাবনায় ডুবে কোন গল্প খোঁজা নয়,
আজ অচল দেহে সচল মনের ক্রুদ্ধতা প্রকাশ।
নিভু নিভু করে মনে জ্বলে সর্বদা
কখনো কোন ঘটনায় দপ করে জ্বলে উঠে,
পোড়াতে না পারার অক্ষমতায় ক্ষীণ হয়ে পড়ে।

নারী—
তুমি রাধিকা, তুমি সেবিকা
তুমি গায়িকা, তুমি লেখিকা
তুমি সুহাসিনী, তুমি মিষ্টভাষিণী
তুমি নন্দিনী
তর্ক-বিতর্কে শুনি তোমার অকাট্য বাণী
তুমি শিক্ষিতা
সত্যিই তুমি বহুগুণে গুণান্বিতা।

কিন্তু—
পুরুষদের শক্তির কাছে অতি দূর্বল
সে পুরুষ—
নয় তোমার পিতা
নয় তোমার ভ্রাতা
নয় তোমার বন্ধু
নয় তোমার প্রেমিক।

ওরা নরাধম, নরাপিশাচ, ওরা হায়েনা
ওদের লোলুপ চোখে লালায়িত জিভে
তুমি শুধুই তরতাজা এক-মাংসপিন্ড।

নারী—
রুদ্ধ রেখো না নিজেকে, প্রকাশ কর ক্রুদ্ধতা 
তুমি আর একা নও, পাশে রয়েছে বিশাল জনতা।
স্বাধীনতার যুদ্ধে তোমার অগ্রজ অতি সাধারণ
অসাধারণের পাশে দাঁড়িয়েছিলো অনুক্ষণ
নিয়ে লাঠি, বটি, কাঁচি, দা।
তোমাকেই আনতে হবে তোমার স্বাধীনতা।
রুখে দাঁড়াও—
ফাঁসি… চিরবিদায়, যাবৎজীবন কারাদন্ড-
বেঁচে থাকে নিয়ে পাপিষ্ঠ অঙ্গ-প্রত্যঙ্গ।
আইন বদলাও, নতুন আইন প্রনয়ন করো।

এমন শাস্তি—
মৃত্যুর শেষ মুহূর্ত পযর্ন্ত করে উপলব্ধি
যুবা-বৃদ্ধ ধর্ষকদের মনে জাগে ভীতি।

যে লোলুপ দৃষ্টি তোমাতে পড়েছিলো
তার একটি উপড়ে ফেলো,
যত বল-প্রয়োগ করা হয়েছিলো
তার একটি অক্ষম করে দাও,
যে অঙ্গ তোমাকে কলুষিত করেছে
তোমার সতীত্ব নিয়েছে
তোমাতে ভয় ও লজ্জার সঞ্চার ঘটিয়েছে
সে অঙ্গকে চিরতরে বিনষ্ট কর।

আমরণ হৃদপিন্ড চলুক ধুকধুকি শব্দে
যত আছে সমাজে বিবেকহীন আবদ্ধে।
© Copyright Stella Shima Gomes
—————




মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


ম্যাও প্যাও কবিতা কম লিখে, মেয়েদের সচেতন করার জন্য একটা গ্রুপ খোলেন; মেয়েদের সাথে কথা বলেন; গ্রুপটাকে সারা দেশে ছরিয়ে দেন।

মেয়েরা অনেক সময় বিপদে পড়ছে, টেলিফোনে প্রেম করে; সেটার ব্যবস্হা নেন।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৭

স্টেলা গমেজ বলেছেন: আধুনিক যুগে গাড়ী কমেন্ট করছে ....দারুন

২| ১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০০

চাঁদগাজী বলেছেন:


-আপনাকে ব্লগে স্বাগতম।
উপরের কমেন্টটাকে সহজভাবে নেবেন; এটা যে আপনার ১ম পোস্ট আমি বুঝতে পারিনি, স্যরি।

১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৮

স্টেলা গমেজ বলেছেন: আমার কবিতা সবার ভাল লাগবে না এটা আমি জানি, সত্য কথা অনেকের কাছে তেতো।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


আরো লিখুন

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: আধুনিক যুগে গাড়ী কমেন্ট করছে ....দারুন "

-দারুণ, আপনার হিউমার উঁচু লেভেলের,

৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

গেম চেঞ্জার বলেছেন: ভাল লিখেছেন। চালিয়ে যান, সামুতে আপনার পদচারণা সফল হোক, এই প্রত্যাশা রাখি। :)

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২১

স্টেলা গমেজ বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

পুলহ বলেছেন: আপনার কবিতা দ্রোহ আর সুবিচারের অগ্নি হয়ে পুড়িয়ে দিক যত অসভ্য, বর্বর আর অনাচার....
ব্লগে পথ চলা ভালো হোক, সুন্দর হোক!
বেচে থাকুক মাথা উচু করে সমাজের সকল তনু...

এবার কবিতা নিয়ে বলি- আমি কবিতা খুব একটা ভালো বুঝি না, শুধু সাহিত্য রস আস্বাদনের জন্য পড়ে যাই। সে হিসেবে আপনার কবিতা আমার মনের গভীরে গিয়ে স্পর্শ করেছে। খুব ভালো !
শুভকামনা আপনার জন্য।

১৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০১

স্টেলা গমেজ বলেছেন: আমার অতি সাধারন লেখা সবার মন স্পর্শ করুক ----এই কাম্য। আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫২

রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য মর্মস্পর্শী কবিতা

শুভ ব্লগিং

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৬

স্টেলা গমেজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.