নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টেলা গমেজ

স্টেলা গমেজ › বিস্তারিত পোস্টঃ

ভীষণ ভয় করছে

২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:২১

মা, তুমি শুধু দিন গুনছো আমি কবে আসবো,
আমি জানি, বুঝতেও পারি,
তুমি আমায় অনেক ভালোবাস।
তুমি আমার দিদিকেও খুব ভালোবাস, তাই-না মা?
কাল দিদি বাবাকে বারবার প্রশ্ন করছিলো,
ওরা কি দিদিকেও মেরে ফেলবে ঠিক তনুর মত?
আমি তখন ডুঁকরে কেঁদে উঠেছিলাম।

তোমারা সবাই তনুর কথা বল
মা, ওরা কেন তনুকে মারলো?
আমার দিদি, আরো কত দিদি!
বাবা কি সবাইকে রক্ষা করতে পারবে?
আমি আসার বছর কয়েক পর
ওরা আমাকেও তো খেয়ে নেবে।
মা, আমার ভীষণ ভয় করছে
ওরা তোমাকেও ছাড়বে না, 
দিদিকে না, আমাকেও না।
আমি আসতে চাইনা মা,
আমি তোমার গর্ভেই থাকতে চাই।

সুন্দর পৃথিবী দেখাবে বলে আমায় আনতে ব্যস্ত হলে,
কিন্তু ওরা তো আমার সব কেড়ে নেবে!
ফেলে রাখবে কোন ঝোপঝাড়ে।
আমি আসতে চাইনা মা,
আমার ভীষণ ভয় করছে!
© Copyright Stella Shima Gomes

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



তনু হত্যার সঠিক বিচার হবে।

২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৩

স্টেলা গমেজ বলেছেন: কবে ???

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৬

শেয়াল বলেছেন: বন্ধ হোক অবিচার এইসব ! :-0

২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৯

স্টেলা গমেজ বলেছেন: মানুষের বিবেককে জাগাও......তবেই হবে সব অন্যায়ের সুষ্ঠ বিচার।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব খারাপ লাগলো।

তনু হত্যা কি ধামাচাপাই পড়ে গেল?

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৮

স্টেলা গমেজ বলেছেন: তাহলে সব বিবেকবান হেরে যাবে নিজের বিবেকের কাছে।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০০

নুরুল হুদা ৪৩২ বলেছেন: বিচার একদিন হবেই ।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

স্টেলা গমেজ বলেছেন: সুবিচারের প্রত্যাশায় যেন যুগ পার হয়ে না যায়।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১০

অািমই বাঙ্গালী বলেছেন: মা, তুমি যেখানে আছ সে স্থানটাও নিরাপদ নয়। ঘাতকেরা সেখানেও পৌছে গেছে।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

স্টেলা গমেজ বলেছেন: বিবেকবানদের বিন্দু বিন্দু প্রচেষ্টা একসময় সাগর সমান মহাশক্তিতে রূপান্তরিত হয়ে সব অন্যায় অবিচার ভাসিয়ে নিয়ে অতলে তলিয়ে দেবে।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: বিচার চাই, বিচার চাই।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

স্টেলা গমেজ বলেছেন: বিচার হোক.....বিচার হোক
এমন শাস্তি-----
মৃত্যুর শেষমুহূর্ত পর্যন্ত করে উপলব্ধি,
যুবা বৃদ্ধ ধর্ষকদের মনে জাগে ভীতি।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯

অভ্রনীল হৃদয় বলেছেন: বাস্তবতা- আবেগ-সামাজিকতা-ঝাপসা সব কিছু কেমন যেন। টাচি একটা লেখা। ভালো লাগল অনেক।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩০

স্টেলা গমেজ বলেছেন: যখন ছুঁয়ে যায় মন,
বিবেক আরো সজাগ হয় তখন।

ধন্যবাদ

৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

বিজন রয় বলেছেন: অসাম।
+++

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩০

স্টেলা গমেজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.