![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় এসে গেছে—
হে পুরুষ, তোমার বীর্য খুঁটে খুঁটে
কন্যা শুক্রানু ধ্বংস করে ফেলো।
পিশাচরা ওঁত পেতে আছে
তোমার রাজকন্যাকে গিলে খাবে,
পাক-বাহিনীর মত বিবস্ত্র করে দেবে,
উল্লাসে বেয়োনেট ঢুকাবে,
টুকরো টুকরো করে পথে ছড়াবে।
তারচেয়ে এই-তো ভালো—
পৃথিবীটা একদিন নারী-শূন্য হোক
আর কোন ধর্ষকের জন্ম না-হোক।
নয়ত সব নারী জেগে উঠলে
খড়গে নপুংসক হবে ধর্ষকের দল।
সেদিন যেন বলো-না,
আইন হাতে তুলে নেয়া
দণ্ডনীয় এক অপরাধ....
© Copyright Stella Shima Gomes
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৫
স্টেলা গমেজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬
এম ডি মুসা বলেছেন: ভাই আজকাল পৃথিবীটা না অনেক খারাপ হয়ে গেছে বাংলাদেশের মানুষ গুলো তো অনিরাপদ বাংলাদেশ কি বলে জানেন ভালো মানুষের দাম নাই। মানুষ কোন দিকে ধাবিত হচ্ছে মানুষ মুখে বলে ভাল কথা করে কাজ খারাপ
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩০
স্টেলা গমেজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেকে বলে, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি; এই সংখ্যাগরিষ্ঠ ভালো মানুষের সহযোগিতায় মন্দ নিপাত যাক।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।