![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জংগীবাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকব। কিন্তু জংগীবাদের বিরুদ্ধে যে জংগীবাদ গড়ে উঠছে, যে অন্ধ আক্রোশ সামাজিক শান্তি বিনষ্ট করতে মাথাচাড়া দিয়ে উঠছে, যে ভয়াবহ বুদ্ধিসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের অমানবিক চাষাবাদ হচ্ছে তা নিত্য নতুন সন্ত্রাসবাদীদের উস্কে দিতে ড্রাগের কাজ করবে বলেই প্রতীয়মান হচ্ছে।
সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তযুদ্ধে ভগবানেরা যা করেছিলেন তার পুংখানুসারণ না করে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে এই জমিন দ্রুতই বাসযোগ্য হয়ে উঠবে।
অবশ্য সদিচ্ছা কতটকু আছে সেটাও চিন্তার বিষয়।
আর কোন সমস্যাই চিরস্থায়ী নয়। একদিন ঝড় থেমে যাবে।
©somewhere in net ltd.