নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন পথিক

শুভদেব ঘোষ

শুভদেব ঘোষ › বিস্তারিত পোস্টঃ

?????

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

"Sunny Leone " এই শব্দটা শুনছেন কখনও?
এটা একজন নারীর নাম।
আমি নিশ্চিত এই লেখাটা যারা
পড়ছেন তারা সকলেই
যেকোন ভাবেই হোক এই নামের
সঙ্গে পরিচিত।
কোন পোস্ট এ এই প্রথম এই
মহিলাকে নিয়ে লিখছি।
এর আগে লেখার কোন
যুক্তিযুক্ত কারণ খুঁজে পাইনি,
তবে আজ লিখতে হচ্ছে।
একটা প্রশ্ন করি, একটু উত্তর দেন।
এই মহিলাটা কি কি মহৎকর্ম করেছেন
বলে আপনি জানেন?
মহৎকর্ম তো নিশ্চয়ই করেছেন
না হলে তাকে নিয়ে কেন
আমরা এত উচ্ছ্বসিত হবো?
কেন এতো মাতামাতি করবো?
কই মাদার তেরেসা, বেগম রোকেয়া,
ফ্লোরেন্স নাইট্রিঙ্গেল বা ভ্যালেন্তিনা
তেরেসকোভা এদের
নিয়ে তো কাউকে
লেখালেখি করতে দেখিনা!
তবে কি এদের চেয়ে বেশী কিছু করেছেন
তিনি?
ইনি দেহ ব্যবসা করেন।
আই মিন, দেহ প্রদর্শন
করে তার উপার্জন।
এটা তার প্রফেশন।
কাজটা হয়তো সমাজ বা ধর্মের চোখে
খারাপ
তবে আমি আপাতত তার খুব বেশী দোষ
খুঁজে পাচ্ছিনা।
আমরা যদি না দেখতাম
তাহলে সে এগুলো কিভাবে করতো? আমরা
দেখছি,
সমালোচনা করছি, বিনোদন নিচ্ছি !
এসব করে তাকে পরোক্ষভাবে অনুপ্রেরণা
দিচ্ছি!
কেউ একজন বলেছিলেন " পাপকে ঘৃণা করো,
পাপীকে নয় "
প্রতিদিন নিউজফিডে ইনাকে
নিয়ে অন্তত ৮-১০
টা পোস্ট চোখে পড়ে।
এড়িয়ে যাই !! সবাই ই ফান করে দেয়।
আমরা বাঙালিরা বিনোদন প্রিয়।
সবকিছুতেই বিনোদন খুঁজি।
রাস্তার মধ্যে কাদার ভিতরে কেউ
পড়ে গেলে আমরা আগে হেসে নিয়ে
চিত্তকে বিনোদন দেই।
মানুষটাকে টেনে তুলবার কথা একবারও
ভাবি না !
আমরা এতটাই বিনোদন প্রিয়!
----
আজকাল ১২ বছরের ছেলে, সপ্তম
শ্রেণীতে পড়ুয়া ...........এর ও একটা ফেসবুক
একাউন্ট আছে।
আপনার -আমার মত বড় ভাই বোনকে
এই ছেলেটা নিয়মিত ফলো করে। লেখাগুলো
তার নিউজফিডেও যায়!
আমি আপনি যখন sunny leone লিখে
স্ট্যাটাস আপডেট করি!
তখন সে আকর্ষণ অনুভব করে।
গুগল, ইউটিউবে বিশাল দুনিয়ায় তার খোঁজা
খুঁজি শুরু হয় ..
ম্যাচিউর হওয়ার আগেই পর্ণো গ্রাফির এক
বিশাল ফাঁদে জড়িয়ে পড়ে
............এর মত কচি বাচ্চাগুলো!
এখান থেকেই হয়তো নিজেকে ধ্বংস করার
বীজটা বপিত হয় .....
আপনার বাপের টাকা বা নিজের টাকায়
ফেসবুক চালান,
যা ইচ্ছা তাই লিখবেন তাতে আমার
বাপের কি ?
এটাই তো বলবেন..
তাহলে এই ইম্ম্যাচিউর বাচ্চাগুলোর
ধ্বংসের জন্য দায়ী কে?
কেন সুকান্তের সঙ্গে কন্ঠ মিলিয়ে
বলেছিলেন
" এ পৃথিবীকে নবজাতকের বাস যোগ্য করে
যাবো এ আমার দৃঢ় অঙ্গীকার .. "
আর কত এড়িয়ে যাবেন ?
জবাব টা দিয়ে যাবেন ....????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

হাতুড়ে লেখক বলেছেন: কানারে হাইকোর্ট দেহায়া কি লাভ? :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.