নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন পথিক

শুভদেব ঘোষ

শুভদেব ঘোষ › বিস্তারিত পোস্টঃ

""মেধাবী কোটা বলে কিছু নেই""

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

সরকারী চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি বেশ হাস্যকর।মুক্তিযোদ্ধার সন্তান, তাদের নাতি-নাতনিদের জন্য রয়েছে ৩০% কোটা, তারপর জেলা কোটা ১০%, মহিলা কোটা ১০%, উপজাতি সব কোটার পর ৪৪% নিয়োগ হয় মেধার ভিত্তিতে।কিন্তু সেখানে আপনি আমি কই????আপনার মামা, খালু আছে তবে আপনি আছেন ৪৪% এর মধ্যে। আপনি ঘুষ দিতে পারবেন তাহলে আছেন বাকী থাকা মেধাবীদের ৪৪% এর মধ্যে।এইসব ঘুষ,লবিং করার ক্ষমতা থাকলে আপনি চাকরী পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু না থাকলে গালে হাত দিয়ে বসে থাকুন,আর ভাবুন আপনি কোন কোটার আন্ডারে পড়েন???
মেধাবী কোটা বলে বাংলাদেশে কিছু নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪১

নোমান প্রধান বলেছেন: জাতীয় সমস্যা

২| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

শুভদেব ঘোষ বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১

রুহুলআমিন চৌধুরি বলেছেন: মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি ১৯৭২ - ৭৫ থেকে ১৯৮০ - ৮৫ হয়তো মানানসই (যৌক্তিক) ছিলো - কিন্তু এখন সন্তানদের বা নাতি নাতনীদের বংশ পরম্পরায় একেবারেই অযৌক্তিক - ৬২ হাজার মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ - যাচাই হোচ্ছে - এর মধ্যে অনেক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাও আছে - আবার নোতুন করে আবেদন করেছেন ০১ লাখ ৩০ হাজার মুক্তিযোদ্ধা । (সূত্র : প্রথম আলো : ০৮ অক্টোবর, ২০১১ খৃস্টাব্দ) ।
আবার দুই বেয়াই ভূয়া মুক্তিযোদ্ধা : তারা মুক্তিযুদ্ধও করেন নি - মুক্তিযোদ্ধা সনদের জন্যেও আবেদন করেন নি - কিন্তু সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা (সূত্র : প্রথম আলো : ০৭ সেপ্টেম্বর, ২০১৬ খৃস্টাব্দ)।
সচিবদের ভূয়া সনদ নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে অপমান করার গল।প দেশের আবাল বৃদ্ধ বণীতা শিক্ষিত মূর্খ সকলের জানা । সেই সব সচিবদের কোনো শাস্তিতো হয়ই নি - হয়েছেন পুরষ্কৃত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.