![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্লাটফর্মের সু-শিক্ষিত দক্ষ অভিজ্ঞ লেখকদের ভীড়ে আমাকে খুব
বেমানান মনে হয়।আমি শিক্ষিত নই।
সু-শিক্ষা তো অনেক দূরের ব্যাপার।
যার মাঝে শিক্ষাই নেই তার মাঝে কিভাবে দক্ষতা ও অভিজ্ঞতার জন্ম হয়।
এখানে প্রায় সবাই লেখক।
সবাই আমার শ্রদ্ধার সম্পূর্ণ উপযুক্ত।
তাই আমার ভয় হয় যদি আমার
অনাভিজ্ঞ অদক্ষ লিখনিতে
আপনাদের মর্যাদার হানি ঘটে।
তাই অনেক কিছু লিখার ইচ্ছা
থাকা সত্ত্বেও লিখতে পারিনা।
হয়তো এই প্লাটফর্মে আমাকে
লেখক নয় পাঠক রুপেই থেকে যেতে হবে সারাটা জীবন সু-শিক্ষিত দক্ষ
অভিজ্ঞ প্রবীণ ব্লগারদের ভিড়ে।
কারন আমি তো আর কোন দিন দক্ষ ও
অভিজ্ঞ হতে পারবনা।
কারন আমার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
যার মাঝে শিক্ষাই নেই তার মাঝে কিভাবে দক্ষতা ও অভিজ্ঞতার জন্ম হয়।
আমি জানি শিক্ষাই জাতির বিবেককে
জাগ্রত করে।যার নাকি শিক্ষা নেই
তার নাকি বিবেকও নেই।
আমার তো শিক্ষা নেই তাই মনে
হয় আমার বিবেকও নেই।
যার বিবেক নেই তার কি আর
বিবেক জাগ্রত হয়।
তাই হয়তো আর আমাকে লেখক নয়
পাঠক হয়েই প্লাটফর্মে থেকে যেতে হবে।
কারন বিবেকহীন তো আর লেখক হওয়া যায়না।
মাঝে মাঝে আমার এই অশিক্ষিত হওয়া নিয়েও কিন্তু আমার অনেক অহংকার হয়।
কারন অশিক্ষিতরা যেমন লেখক হতে পারেননা, ঠিক তেমন দুর্নীতিবাজও হতে পারেননা।কারন দুর্নীতি করতে হলে বড় বড় সার্টিফিকেটধারী শিক্ষিত হয়ে সরকারী বড় বড় চাকরী করতে হয়।আর না হয় এমপি মন্ত্রী মেয়র কমিশনার হতে হয়।আর এই বড় বড় চাকরিজীবী এমপি মন্ত্রী মেয়র
কমিশনাররা কিন্তু শিক্ষিতই।
তাই উনারা দুর্নীতি করে দুর্নীতিবাজ হতে পারেন আমার মতো মূর্খরা
দুর্নীতিবাজ হতে পারেনা।
তাই তো আমি অশিক্ষিত বলে মাঝে মাঝে আমার খুব অহংকার হয়।
আরো একটা অহংকার আছে
আমার আমি মূর্খ বলে।
শুনেছি অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা
নিয়ে সু-শিক্ষিত না হয়ে কু-শিক্ষিত হয়ে যান।
কারা সেই কু-শিক্ষিত আপনাদেরকে তো আর আমার খোলে বলা লাগবেনা।
কারন এখানে সবাই সু-শিক্ষিত।
তাই খুব সহজেই কু-শিক্ষিতদের
চিনে নিতে পারেন।
আমি লেখক না হতে পারলেও
পাঠক হিসেবে এই প্লাটফর্মে থেকে যেতে চাই।
২| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: লিখতে লিখতে লেখক হবেন ভাই !!
নিজেকে বড় লেখক ভাবা নিতান্ত বোকামী
৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
ধ্রুবক আলো বলেছেন: লেখার জ্ঞান অর্জন ও ধৈর্যের কোন বিকল্প নেই। চেষ্টা করতে করতে আপনি একসময় খুব ভালো মানের লেখক হতে পারবেন।
লেখা চালিয়ে যান
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: