নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন পথিক

শুভদেব ঘোষ

শুভদেব ঘোষ › বিস্তারিত পোস্টঃ

আমি হিন্দু বলে!

০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

যখন কোনো ভিক্ষুক (মুসলিম)
আল্লাহর ওয়াস্তে দিন বলে হাত পাতে
ফিরিয়ে দিতে পারি না।
সামান্য হলেও দিতে চেস্টা করি।
যখন গাড়িতে চলার পথে মসজিদের জন্য সাহায্য চাওয়া হয় যাত্রী হিসেবে
সেখানে না করতে পারি না
সামান্য হলেও দিই!
যখন ঈদ আসে ঠিকই মুসলিম
বন্ধুগনকে উইশ করি
বুকে বুকমিলিয়ে।
যখন পাশের বাড়িতে মুসলিম
পরিবারটি বিপদে পড়ে
ঠিকই দৌড়ে যাই।
যখন আজান হয় নিজের
বেডরুমে থাকলেও
মোবাইলের গান বন্ধ (যদি সেই সময়ে গান
বাজিয়ে থাকি) করি সম্পূর্ণ শ্রদ্ধায়।
সম্মানিত মুসলিম মুরুব্বি দেখলে
ঠিকই আদাব-সালাম দিই।
তবুও আমরা মানুষ হতে পারলাম
আমার প্রিয় দেশটাতে!!
এ দুঃখ কোথায় লুকাই??????

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

আফসানা মিমি বলেছেন: আমরা কেউ নই মুসলিম কেউ নই হিন্দু আমরা হলাম এক জানি মানব জাতি আর মানবতাই আমাদের ধর্ম।।

২| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

বিজন রয় বলেছেন: সঠিক পথেই আছেন।

তবে শিরোণামটি ভাল লাগেনি।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

সাদা মনের মানুষ বলেছেন: এমনটিই আমাদের সবার চিত্র হওয়া উচিৎ, কিন্তু আজ যারা ঐ সব অঘটন ঘটাচ্ছে ওরা মানবতার শত্রু। আমি মনে করিনা ওরা কোন ধর্মের ভেতর আছে, ওদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

এই আমি রবীন বলেছেন: "তুমি অধম, তাই বলে আমি উত্তম হইবনা!"

৫| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২১

মানবী বলেছেন: ৯৯% না তার চেয়ে কিছু কম বেশি হবে নিশ্চিত নই তবে বাংলাদেশের মানুষ কারো সাথে মিশতে, কারো সাথে বন্ধুত্বে বা কাউকে সাহায্য চিকিৎসা দেবার সময় ভেবে দেখেনা হিন্দু, মুসলিম না খ্রিস্টান যদি না তা কারো বিশ্বাসের পরিপন্থী কিছুর(যেমন খাওয়ার সময় নিঃসন্দেহে হিন্দু বন্ধুর জন্য গরুর গোশতের বিকল্প কিছুর আয়োজন করা) সাথে জড়িত থাকে।

ইদানীং হঠাৎ হিন্দু মুসলিম ভেদাভেদের অপ্রিয় সংবাদ পড়ে বুঝতে পারছি জাতি হিসেবে আমরা কতো ভালনারেবল! প্রতিটি বাংলাদেশী খুব ভালোভাবে জানে আমাদের রাজনীতিবিদদের মতো পাজি আর অনৈতিক চরিত্র দেশে আর দ্বিতীয়টি নেই তারপরও তাদের হীণউদ্দেশ্য হাসিলে কতো সহজে ওরা আমাদের নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারে।

বাংলাদেশে শুধু হিন্দুদের প্রতি অন্যায় অনাচার হচ্ছেনা, হিন্দু মুসলিম সকলের সাথে হচ্ছে। দুঃখজনক হলেও হিন্দুদের সাথে কিছু হলে তাঁরা ভাবছেন সংখ্যালঘু হবার কারনে এমনটা হয়েছে, দেশ ছেড়ে ভারতে পাড়ি জমাতে হবে কিনা সেই শংকায় থাকেন। আর মুসলিমদের যেহেতু তেমন কোন অপশন নেই তারা মুখবুজে সয়ে যাচ্ছে অথবা মাথা উঁচু করে নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই করছে।

নিজদের সংখ্যালঘু বা হিন্দু হিসেবে না ভেবে বাংলাদেশী হিসেবে রাজনৈতিক অ্পশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই বেশী প্রয়োজন।

পোস্টে নিজের যে ভাবনার কথা লিখেছেন, বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ এমনি করেই ভাবে, পথ চলতে কে কি ধর্মের তা নিয়ে বিচলিত নাহয়েই সকলের সাহায্যে এগিয়ে যায়।
ভালো থাকুন।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

মুক্তপাখির মুক্তাঙ্গন বলেছেন: আফসানা মিমি বলেছেন: আমরা কেউ নই মুসলিম কেউ নই হিন্দু আমরা হলাম এক জানি মানব জাতি আর মানবতাই আমাদের ধর্ম।।
অসাধারণ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.