![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দুধ বিক্রি করে সে মানুষের
দুয়ারে ঘোরে,আর যে মদ বিক্রি
করে মানুষ তার দুয়ারে ঘোরে।
দুধওয়ালা দুধে জল মিশালে গালি
খায়,আর মদওয়ালা নিজে মদে জল
মিশিয়ে খায়!!!
মসজিদ আর মন্দিরের ইট একই
ইটভাটায় তৈরি হয়।এরা পরষ্পরের
দিকে ইট ছুঁড়ে না।ইট ছুঁড়ে স্বর্গ আর
জান্নাত প্রত্যাশী মানুষ।
কোরআন,বাইবেল,গীতা,
ত্রিপিটক লাইব্রেরীতে
পাশাপাশি সহাবস্থানে থাকে।
বিভেদ করেনা,
কিন্তু মানুষ এগুলো
নিয়ে ভেদ করে-একদল আরেক
দলের গ্রন্থ জ্বালায়,বিশ্বাসকে পোড়ায়।
মানুষকে বাঘ,সিংহের সাথে
তুলনা করলে খুশী হয়।
তবে জানোয়ার বললে
রাগ হয়।
বাঘ,সিংহ তবে কি???????
অবৈধ পথের ধনী মানুষ সমাজে
সম্মানীত।বৈধ পথের গরীব মানুষ
সমাজে অসম্মানিত।
নিজের বেলায় ষোলো আনা অন্যের
বেলায় এক আনাও না।
বড়ই অদ্ভুত এই দুনিয়া!!!!
২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: এ লেখাটি দেখি সবাই কপি করছে...............
ব্লগার নাজনিন সন্ধি এবং ব্লগার প্রেম এবং শূণ্যতা ও কপি মরেছে।।।
আপনারা এভাবে কপি না করে ফেবুতে গিয়ে থাকুন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
শুভদেব ঘোষ বলেছেন: হুম সংগৃহিত পোস্ট আসল লেখক কে যানিনা,নইলে নামটা দিতাম।একজনে এক এক রকম লেখাটি দিয়েছে।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২২
বর্ষন হোমস বলেছেন: কপি মারছেন বোধহয়