![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে বলছেন সব হারায়।
সবটা কি????
একজন নারীর সম্মান অথবা আপনাদের
কথা অনুযায়ী প্রাণ ভোমরাই যেন
তার সতীত!
মেনে নিলাম সতীত্বই একজন
মানুষের প্রাণ ভোমরা তাহলে
সেটা যে জোর করল তারই তো
হারানোর কথা।
আক্রান্ত মানুষটি কেন হারাবে?????
কোন নারী অন্য কারো দ্বারা
আক্রান্ত হয়ে হাত,পা,চোখ
বা যে কোন অঙ্গ হারালে তার
সম্মানহানি হয় না।
সে বিয়ের অযোগ্য হয় না।
তার সম্মানহানি হয় এমন কি সে বিয়ের
অযোগ্য হয়ে যায় কেবল সতীত্ব হারালে!
কি অদ্ভুত কথা বলুন তো।
নারীকে কেন মানুষের
পর্যায়ে উন্নীত করতে পারছেন না????
নারী-পুরুষের
মাঝে দৈহিক গঠনের বাইরে কোন
পার্থক্য নেই।
এটা আগে মানুন এবং একই
সাথে প্রতিষ্ঠিত করুন।
ধর্ষণ কাণ্ডে কারো কিছু যদি খোয়া
গিয়ে থাকে সেটা ধর্ষকের খোয়া যায়।
তার মনুষ্যত্ব,তারসম্মান,তার এই সমাজে
বসবাসের অধিকার সবকিছুই খোয়া যায়।
আমাদের এই সমাজ,এই
রাষ্ট্র সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে
পারছে না বলেই ধর্ষণের ঘটনায় নারীকে
নিঃস্ব করে ফেলার চেষ্টা করে।
যত দিনে আমরা সেই অসংলগ্ন এবং
অসঙ্গত মানসিকতা থেকে বেড়িয়ে
আসতে না পারব ততদিনে এসব
ঘটনা ঘটতেই থাকবে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭
শুভদেব ঘোষ বলেছেন: পরবর্তিতে ভালো করার চেস্টা করবো।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: শিরোনামটি ভালো হয়নি।