![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'
ভালো আছি,
ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি ।।
বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয়
জুড়ে
আমার
ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের
আবরণে মুক্তোর সুখ ।।
তেমনি তোমার নিবিঢ চলা ভিতরের এই
বন্দরে
আমার
ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে ।।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায়
চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি বাউলের এই
মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয়
জুড়ে
আমার
ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে ।।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ীর
আবডালে ফসলের ধুম ।।
তেমনি তোমার নিবিঢ ছোয়া গভীরের এই
বন্দরে
আমার
ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে ।।
ভালো আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায়
চিঠি লিখো ।।
দিও তোমার মালা খানি বাউলের এই
মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয়
জুড়ে
আমার
ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি
হৃদয় জুড়ে ।।
২| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১
শুভজিৎ শুভ বলেছেন: dhonnobad dada.
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
পছন্দের ১টা গান, বেশ ভাল্লাগে ||