নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don't know where my life is going on..!

শুভজিৎ শুভ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'

শুভজিৎ শুভ › বিস্তারিত পোস্টঃ

জ্যোৎস্নায় তুমি কথা বলছো না কেন -আবুল হাসান

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫০

প্রতিটি নতুন কথা বলাটাই হলো আমাদের প্রেম,

প্রতিটি নতুন শব্দই হলো শিল্পকলার সীমাঃ

হে অসীমা তুমি কথা বলছো না কেন ?

ওষ্ঠে কাঁপন ধরানোই হলো

নিবিড় নিহিত আবেগের চুম্বন।

এসো তবে ঠোঁটে কাঁপন ধরাই

দু’জনের ঠোঁটে দূরের কুজন, হাওয়া শনশন্ চুম্বন

গড়ে তুলি।

একাকী থেকেও এখন আমরা এসো দু’জনের

মুগ্ধতা আনি মুখে

কপালে কাঁপাই ভ্রূযুগল অনুভূতি।

বাতাসে বহাই চক্ষুর সম্মতি।

এসো সতী মেয়ে আবার আমরা শুয়ে পড়ি, সেতু বাঁধি

দুই শরীরের মিলনে ঐকতান,

সংরাগে দেই সুন্দর করতালিঃ

আমাদের দুটি হৃদয়ে আজকে প্রথম ধরেছে কলি,

এসো উদ্যানে পুষ্প পবনে অঙ্গার হয়ে জ্বলি।

সূর্যে তারায় শত শনশন সবুজ ডেরায়

আমি তুলি ঝঙ্কার

কান পেতে তুমি তাই শোনো মৃত্তিকা,

এসো সুন্দর, এসো হে শহরতলী,

আমাকে বানাও ঘন সবুজের শিখা,

তুমি তো বনস্থলী,

তোমাকে কে চেনে আর

আমি ছাড়া আর কে জানে তোমার কেন এ অহঙ্কার,

কেন নিশ্চুপ, কথা বলছো না হৃদয়ে পূর্ণিমার

জ্যোৎস্নায় তুমি কথা বলছো না কেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.