![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'
১.পাতলা ঠোঁটে সিগারেটের টান.! স্বাভাবিক কে অস্বাভাবিক, আর অস্বাভাবিক কে স্বাভাবিক করবার প্লান।
২.সব কিছুই পরে রবে. 'আমিই' শুধু চলে যাব।
৩.শুধু এইটুকু বলতে চাই..যদি ভুল হয় তোমাকে ভালবেসে,তাহলে ক্ষমা করে দিও|
৪.ঘুম কেরে নিতে পার , কিন্তু স্বপ্ন নয় ।
৫.স্কুল কেটে সিনেমা, আর চুল কেটে ন্যাকামি। বলবে তুমিই, ভবিষ্যতে, এই সব-ই ছিল বোকামি।
৬.শুয়ে শুয়ে কাটছে দিন, স্বপ্নগুলো সব সৃষ্টিহীন.
৭.বনগাঁ লোকালে জীবন যুদ্ধ, দিশেহারা মানুষ, মানুষের চাপে.
৮.যুবতি থেকে মহিলা, বলছে সব ওড়নার চারে আর আমরা করিনা .
৯.কবি থাকে কবিতা নিয়ে, প্রেমিকা থাকে প্রেমিকের মনে, আর আমি থাকি একা হয়ে।
১০.তুই হচ্ছিস উচ্চ শিক্ষিতা, সবার কাছে ভালো. আমার কাছে পাতিতা তুই, তোর হৃদয ভরা কালো.
১১.মনে তোমার কবর খুড়েছি, চোখের পানির বদলে সেথায় অ্যাসিড ঢেলেছি.
১২.আকাশ ভরা মেঘ, মন ভরতি আবেগ.. ঝরবে বৃষ্টি হয়ে.
১৩.আমি তোমায় ছাড়া বাচতে শিখেছি. তবু নির্শব্দে, আড়ালে আয়নায় তোমার মুখটি দেখেছি.
১৪.দেখে যা আজ ও আমি মানুষ ই আছি . আগের মতোই.তোকে ছাড়া।
১৫.তোমায় শুধু দেখেই যাই ছবিতে.. ণিশপলক চাওনিতে তুমি আমার দিকে আর আমি তোমার দিকে চেয়ে আছি.
১৬.ভেবেছিলাম উত্তেজনা ছড়িয়ে দেব.. তুইহীন এই হৃদয়ে..! কিন্তু পার লাম কই।!
©somewhere in net ltd.