নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I don't know where my life is going on..!

শুভজিৎ শুভ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'

শুভজিৎ শুভ › বিস্তারিত পোস্টঃ

"খাঁটি চাইনিজ মোবাইল কিনুন আর 10 টি এমন সুবিধা/ facility পান যা পৃথিবীর আর কোনো মোবাইলে পাওআ যাবে না"

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

1। চার্জ দিলে মোবাইল তিন মিনিটে ফুল

চার্জ

দেখাবে।

2। মোবাইলটিতে TV, Nailcutter,

Sharpner. Lighter

সব থাকবে।

3। টুথপিক দিয়েও টাচস্ক্রিন ব্যবহার

করা যাবে।

4। সেটগুলির নাম ভুল বানানে থাকবে।

যেমনঃ Nokla,Blackbell y, Samsong,

Sony Ericksun.

5। যদি কোন বিমান

কাছ দিয়ে উড়ে যায় মোবাইলে শো করবে 1

missed

call .

6। তিন ফুট সামনের জিনিসও

ক্যামেরাতে ঘোলা দেখাবে।কিন্তু ক্যামেরার

নিচে প্রিন্ট করা থাকবে ’12 megapixel

HD auto Focus’.

7। ফোনের স্পীকার এর সাউন্ড এতই মারাত্মক

হবে যে,ওই সাউন্ড দিয়ে গায়ে হলুদ পার্টিও

সামলানো যাবে।

8। ঠিক এক বছর পর থেকে কাস্টমার

কেয়ারে আসা যাওয়া শুরু হবে।

9। চার্জ দেয়ার পর সেট এত গরম

হবে যে তা দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে।

10। পাশ দিয়ে কোন চাইনিজ লোক

হেটে গেলে ডিসপ্লেতে আসবে ‘one

Bluetooth

device found ....

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২

মতিচূর বলেছেন: সেইরাম হইছে।
ধরা খাইলে অনেক কিছু শেখা যায়। :D :D :D :D

২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

দখিনা বাতাস বলেছেন: + :)

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

ঢাকাবাসী বলেছেন: বেশ মজা পেলুম।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪

টিঙ্কু জিয়া বলেছেন: :D :D :D মজা পাইলাম

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫

এস বাসার বলেছেন: পাশ দিয়ে কোন চাইনিজ লোক হেটে গেলে ডিসপ্লেতে আসবে ‘one
Bluetooth device found ....

হাসতে হাসতে উল্টে গেলাম :P :P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: 10। পাশ দিয়ে কোন চাইনিজ লোক
হেটে গেলে ডিসপ্লেতে আসবে ‘one
Bluetooth
device found .... :D :D :D =p~ =p~

মজা পাইলাম শেষ পয়েন্টে :)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

অগ্নি সারথি বলেছেন: ভাই, আমি হাসতে হাসতে শেষ।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

ঘুমন্ত আমি বলেছেন: হাহাহা

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

পথহারা সৈকত বলেছেন: পাশ দিয়ে কোন চাইনিজ লোক
হেটে গেলে ডিসপ্লেতে আসবে ‘one
Bluetooth
device found .... আমি হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~ =p~ =p~

১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

পথহারা সৈকত বলেছেন: পাশ দিয়ে কোন চাইনিজ লোক
হেটে গেলে ডিসপ্লেতে আসবে ‘one
Bluetooth
device found .... আমি হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~ =p~ =p~

১১| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

অশ্রু কারিগড় বলেছেন: 5। যদি কোন বিমান
কাছ দিয়ে উড়ে যায় মোবাইলে শো করবে 1
missed
call .


ব্যাপক বিনুদুন =p~ =p~ =p~

১২| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

সোহেল রনি বলেছেন: চার্জ দেয়ার পর সেট এত গরম
হবে যে তা দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে। =p~ =p~ =p~ =p~

সস্তার দশ অবস্থা দেখিয়ে দিলেন।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: হাহাহাহাহা..................... :D :D :D :D =p~

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯

আল ইফরান বলেছেন: তিন ফুট সামনের জিনিসও
ক্যামেরাতে ঘোলা দেখাবে।কিন্তু ক্যামেরার
নিচে প্রিন্ট করা থাকবে ’12 megapixel
HD auto Focus’

B-) B-)) :P

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

শুভজিৎ শুভ বলেছেন: hmm.. Aponader bhalo lagle amaro bhalo lage.

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪

অপরিচিত অতিথি বলেছেন: moja pelam.

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

আরিফুর রহমান বাবুল বলেছেন: এত মাজার একটা মোবাইল, কিনতে ইচ্ছা করছে.....হাহাহাহাহাহা....................।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

পীর বাবা বল িছ বলেছেন: পাশ দিয়ে বাস অথবা ট্রাক জোরে সাউন্ড করে গেলে ডিস্পেলেতে missed call 1 show করবে

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮

bangal manus বলেছেন: :-B

২০| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

মদন বলেছেন: =p~

২১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

এইচ আর খান বলেছেন: Hahaha...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.