![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ...I'm a Bad Student of 'Electronics and Communication Engineering'
১.
এই বৈশাখে!
কিছুটা শীতলতা চাই,
চাই একটু কোমলতা।
কিছুটা ভরসা চাই,
চাই একটু নিবীড়তা।
কিছুটা খুনসুটি চাই,
একই ছাতার আড়ালে।
কিছুটা দুষ্টুমি চাই,
যদি তুমি হাত না বাড়ালে।
২.
এই গ্রীষ্মে!
একটু নরম হাতের ছোয়া চাই,
চাই একটু মলিনতা।
কিছুটা শাসন চাই,
আর কিছু জটিলতা।
অনেকটা ভালোবাসা চাই,
তোমাকে আমার বানাতে।
কিছু আরো স্বপ্নও চাই,
স্বপ্নে তোমায় রাঙ্গাতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার!!