![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
মাস শেষে ইলেক্ট্রিক বিল, গ্যাসের বিল, বাচ্চার স্কুলের ফিস, ব্যাটারির অভাবে অচল হয়ে থাকা দেয়াল-ঘড়ির একটা পেন্সিল ব্যাটারি কিংবা স্ত্রীর লুকানো আবদার যাদের ঘাড়ে বোঝা হয়ে থেকে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্জন্ত অবিশ্রামে কাটে তাদের জন্য রাতটা হয় ভয়াবহ শান্তির । শান্তিময় নিস্তব্ধতায় বাহুপাশে কখনো জেগে থাকে প্রিয়তমা । বহুদিন আগে বলতে বলতে ঘুমিয়ে পরা কথাগুলো কোথা থেকে যেন আবারও বেরিয়ে আসে । চলতে থাকে ভালবাসার স্বপ্নস্মৃতির সাথে রূঢ় বাস্তবতার চিরন্তন সংঘাত । বহু রাত জেগে জেগে ভালবাসার চোখের নিচে কালচে দাগ পড়ে । আর দুঃস্বপ্ন দেখে কেঁদে ওঠা বাচ্চাটির মুখে ভেসে ওঠে শত পরাজয়ের বিজয় চিহ্ন । সকাল বেলা মোটা ফ্রেমের চশমা পরা লোকটি আবারও বেরিয়ে পড়ে গন্ডিবদ্ধ জীবনের স্বচ্ছলতার সন্ধানে ।
©somewhere in net ltd.