![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
চল, জীবন পদ্যের শেষ ছন্দটা লিখে আমরা আমাদের চাওয়াগুলির বিসর্জন দান করি । ডুবে যাক অভিশপ্ত জীবনের অনাকাঙ্ক্ষিত বেড়ে ওঠা, তোর কাছে খুঁজে পাওয়া আমার শ্রেষ্ঠতম আশ্রয়, আমার হৃদপিন্ডের হাহাকার । মুছে যাক তোর কপালে আমার নিজ হাতে কেটে দেওয়া গোধূলি তিলক । বিকেলের রঙ ছুয়ে খেলা করা ভুলে গিয়ে চল আমরাও ডুবে যায় সূর্জাস্তের সাথে । ডুবে গিয়ে অজস্র নক্ষত্রের সাথে তারা হয়ে জেগে উঠি । জেগে উঠি কলুষিত জীবন থেকে মুক্তির স্বাদে ।
©somewhere in net ltd.