নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাথরের গাত্রোত্থান

জীবনের কিছু সময় ধরে অপেক্ষায় আছি । এ শহরের মানুষেরা বড় বেশি ব্যস্ত । ব্যস্ততার কাছে নিজেকে বেঁচে দিয়ে ধরেই নিয়েছে তারা বন্দী । বন্দী তারা নিজের মাঝে । বন্দী তারা ক্ষুদ্রত্বের স্বার্থে । আমি তাদের মত আরো একজন বন্দী ।

রৌদ্র মেঘ

আমার মুক্তি আলোয় আলোয়..

রৌদ্র মেঘ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মডারেটর, চুলকানি থামান......

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৮

সাকিব অপরাধী । সে দর্শকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গ ভঙ্গি করে । বউয়ের উত্তক্তকারীদের নিজ হাতে পেটায় । আদালতে গিয়ে আবার মিথ্যা বলে । পারফর্মেন্স ভালো করার জন্য সে জুস খাইতে চায় । এবং সর্বোপরি নিয়ম ভঙ্গের প্রবনতা তার মধ্যে মাথা চাঁড়া দিয়ে উঠেছে । তার শাস্তি পাওনা ছিল । শাস্তি হয়েছে । তাকে ঘরোয়া এবং আন্তর্জাতিক খেলাতে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে । আরো কিছু শাস্তি তাকে ভোগ করতে হবে । সবই ঠিক আছে । কিন্তু যারা টিম ম্যানেজমেন্টটাকে নিজেদের ছবিঘর বানিয়ে রেখেছে তাদের কি হবে ! স্বজনপ্রীতির বলে যারা এখনও নিয়মিত টিমে সুযোগ পাচ্ছে সেই মড়ালদের কি কখনো শাস্তি হবে ? নাকি কালো চশমায় সেই সব অপরাধ সবসময় ঢাকা রাখা থাকবে ! এট লিস্ট তামিমের ভবিষ্যৎ ক্যারিয়ার ঠিক রাখার জন্য হলেও তাকে দল থেকে বাদ দেয়া উচিত । এমন তো নয় যে বিসিবি'র হাতে অল্টারনেটিভ কোন প্লেয়ার নেই ! বিসিবি প্রেসিডেন্ট পাপণের দৃষ্টি যে বিসিবি ছাড়াও অন্য দিকে তা টিমের এই বিধ্বস্ত অবস্থা দেখেই বোঝা যায় । আমরা আমাদের ঘামার্জিত ট্যাক্স, সব রেমিট্যান্স দিয়ে কিছু কুকুর-বিড়াল পুষছি । এরা খায়-দায় আর নিজেদের সম্পদের জন্ম দেয় । আর এইভাবেই সবক্ষেত্রে দেশের বারোটা আমরা নিজেরাই বাজাই । তাই চুলকানি বন্ধ করে পারলে ক্ষমতাবানদের ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে দাড়ান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.