নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাথরের গাত্রোত্থান

জীবনের কিছু সময় ধরে অপেক্ষায় আছি । এ শহরের মানুষেরা বড় বেশি ব্যস্ত । ব্যস্ততার কাছে নিজেকে বেঁচে দিয়ে ধরেই নিয়েছে তারা বন্দী । বন্দী তারা নিজের মাঝে । বন্দী তারা ক্ষুদ্রত্বের স্বার্থে । আমি তাদের মত আরো একজন বন্দী ।

রৌদ্র মেঘ

আমার মুক্তি আলোয় আলোয়..

রৌদ্র মেঘ › বিস্তারিত পোস্টঃ

২য় সেমিফাইনাল নিয়ে কিছু কথা

১০ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৫

স্ট্রাইকারদের বাড়তি সুবিধা মেসিই এনে দিতে পারে । আর্জেন্টাইনদের ক্ষেত্রে মেসির সুবিধাটা পুরো টিমই পাবে । ডি মারিয়ার জন্য কিছুটা ভুগতে হতে পারে । লাভেজ্জি, মাস্কারেনো, পেরেজদের খেলার গতি বেশ সময়োপযোগী । তবে ডিফেন্স মনে হয় কিছুটা ভালো হলে আরো ভালো হতে পারে ।

ডাচ ফুটবলারদের ফিজিক্যাল এবিলিটি আর্জেন্টাইনদের থেকে ভালো । এদের খেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দূরন্তপণা । বল ধরে খেলার অভ্যাস এদের নেই । ডিফেন্সিং স্ট্র্যাটেজি বেশ মজবুত । লেফট এবং রাইট উইং থেকে বল টেনে নেয়ার জন্য রোবেনরা বেশ পারফেক্ট । মিডল মাঠে ভালো খেলার সম্ভবনা আছে ভন পার্সি, ভ্লেরাদের । স্ট্রাইকিং এট্যাকও বেশ প্রসংশনীয় । সব মিলিয়ে একটা ভালো ফুটবলের সম্ভাবনা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৯

রিফাত হোসেন বলেছেন: ডান ও বাদ দিক দিয়ে খেলার দিক দিয়ে অবশ্যই আর্জেন্টিনাও পারফেক্ট ।

কিন্তু তাদের খেলার ছক যে সাজায় যে কোচ তাদের ভিন্ন দৃষ্টি রয়েছে । সাবেলা এক ভাবে খেলায় আর্জেন্টাইনরা সেভাবে খেলে আপনি তাদের প্রতি ১০ মিনিট এর ফরমেট আর খেলোয়াড়দের চেইন মুভমেন্ট গ্যাপ, মার্ক করা দেখলে বুঝতে পারবেন ।

তাদের কাউন্টার এ্যাটাক তেমন কাজে আসছে না ডাচদের । কারন আর্জেন্টাইনা একই ডিফেন্স সাজিয়েছে । কিন্তু পাথর্ক্য হল আক্রমনে । আর্জেন্টাইনরা সাজানো আক্রমন করে । গুছিয়েই বলা যায় ।

মেরে খেললে তো ফিজিক্যান্স এবিলিট ভাল হবেই :-P জোড়ের উপর বল নেয় দেখেই তাদের ফাউলটাও বেশী ।

রোবেন পারসিকে তেমন দেখা যায় নাই শেষ ৮০-৯০মি. এর মধ্যে ছাড়া ।


২| ১০ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০১

রৌদ্র মেঘ বলেছেন: ভাল বলেছেন রিফাত ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.