![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মুক্তি আলোয় আলোয়..
ভাঙা মন্দিরটির পাশের তুলসি ভিটাটা এখনও জানি কেমন করে বেঁচে আছে ! তুলসি গাছটা অবশ্য ঝোপ-ঝাড়ে ঢেকে গেছে । দেখা যায় না খুব একটা । পুরোহিত এই মন্দির ত্যাগ করেছে অনেক আগেই । গ্রামের লোকজনও আর খুব একটা গা মাখায় না । পূজা-পার্বণও আর আগের মত হয় না । তবে সারা বছরই মন্দিরটাতে কিছু দেব- দেবীর প্রতিমা রাখা হয় । ধর্মবোদ্ধাদের দৃষ্টি এই পুরনো মন্দির আর ভেতরের কিছু মাটির মূর্তির দিকেই অসহনশীল হয়ে ওঠে । যে কোন অস্থিতিশীল পরিস্থিতিতে এদেশে মন্দির ভাঙার যে প্রোজেক্ট হাতে নেয়া হয় তার মধ্যে শকুন্তলার এই মন্দিরটিও পড়ে । এক দল লোক ছোটাছুটি করে এখানে আসে । অকথ্য ভাষায় মাটির দেবীগুলোকে গালাগালি করে । কলুষিত মনে কামনা জাগিয়ে তোলে । তারপর সেইসব হাস্যমুখ দেব-দেবীদের দিকে ইট-কাঠ, পাথর ছুঁড়ে মারে । এরপর পুরুষত্ব দেখিয়ে বুক ফুলিয়ে হিন্দু জাতির জাত উদ্ধারের পালা চলে কিছুক্ষণ । এরা ধর্মপ্রাণ মানুষ । অথবা ধর্মের উর্দ্ধে ওঠা রাজনীতিবিদদের পদলেহিত পশু । মনুষত্ব বেচে দিয়ে সাম্প্রদায়িকতার সর্বোচ্চ স্বর্গে এদের বাস ।
২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৭
রৌদ্র মেঘ বলেছেন: ভাই আপনার মত সবাই না । সমস্যাটা এই খানেই
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৬
মদখোর বলেছেন: ami ekjon muslim..r ami oi islamer shopoth kore bolchi jara onno dhormoke aghat kore tara kokhonoi musolman noy..apni ba apnara jara onno dhormabolombi tara eishob ugro lokder dharmik bole gonno korben na,r shorbopori musolman hishebe khoma prarthi..