নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাথরের গাত্রোত্থান

জীবনের কিছু সময় ধরে অপেক্ষায় আছি । এ শহরের মানুষেরা বড় বেশি ব্যস্ত । ব্যস্ততার কাছে নিজেকে বেঁচে দিয়ে ধরেই নিয়েছে তারা বন্দী । বন্দী তারা নিজের মাঝে । বন্দী তারা ক্ষুদ্রত্বের স্বার্থে । আমি তাদের মত আরো একজন বন্দী ।

রৌদ্র মেঘ

আমার মুক্তি আলোয় আলোয়..

রৌদ্র মেঘ › বিস্তারিত পোস্টঃ

গণহত্যার রক্তস্রোতঃ ফিলিস্তিন প্রসঙ্গ

১১ ই জুলাই, ২০১৪ রাত ২:৪৩

ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা আবারও নতুন ভাবে শুরু হয়েছে । গত বুধবার থেকে তিনদিনের হামলায় ১০৮ টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে হামাস । এ পর্জন্ত ৭৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে । জাতিসংঘ মহাসচিব বান কি মুন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মাত্র । এ যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা জাতিসংঘের নেই । এমনকি জাতিসংঘ মানবাধিকার লংঘনের বিচারও করতে পারবে না কোনদিন । পারবে শুধু ফাল পারতে । আর গণহত্যার রক্ত গায়ে জড়িয়ে বেরিয়ে পড়বে কূটকচালী করতে । বিভিন্ন পন্থায় নতুন নতুন আরো অনেক জঙ্গি সংগঠন মাথা নাড়া দিয়ে উঠছে । যা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকিস্বরূপ । জাতিসংঘের আলাদাভাবে করার কিছু নেই । আমেরিকা কিছু স্টেপ নিতে পারে ঠিকই কিন্তু তা শুধু তাদের নিজের নিরাপত্তার সার্থে । তৃতীয় বিশ্বের দেশগুলোই প্রকৃত অর্থে অরক্ষিত । ইসরায়েল হামলা করবে ফিলিস্তিনকে । কেউ কিছু বলবে না । কেননা ইসরায়েলের সাথে আছে বন্ধু রাষ্ট্র আমেরিকা । হিজবুত তাওহীদ গুপ্ত হামলা চালিয়ে নিরিহ মানুষ মারবে । খুব স্বাভাবিক । আইএসআইএস এখন স্পেসিফিকলি কিছু দেশকে টার্গেট করে আগাচ্ছে । সো আমরা এখনো ভেড়ার দলে, তখনো ভেড়ার দলে । মাঝখান থেকে আমাদের পশম নিয়ে ধনী হবে ভেড়ার সর্দার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.